DNA -এর প্রকারভেদ (Types)

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে।

DNA বিভিন্ন প্রকারের হয়। শারীরবৃত্তীয় অবস্থার পরিবর্তন হলে, আর্দ্রতার হ্রাস অথবা লবণের মাত্রাধিক্য ঘটলে DNA -এর গঠনের পরিবর্তন ঘটে এবং DNA -এর রূপভেদ ঘটে। 

এই পেজের আলোচ্য বিষয়:

DNA -এর প্রকারভেদ

মোটামুটি ছয় ধরনের DNA -এর বহুরূপতার কথা এখনো পর্যন্ত জানা গিয়েছে। DNA -এর এই রূপভেদ গুলি হলো — A-DNA , B-DNA , C-DNA , D-DNA , T-DNA ও Z-DNA

এই রূপভেদ গুলির মধ্যে প্রধান রূপভেদ গুলি হলো : A-DNA , B-DNA এবং Z-DNA

DNA -এর প্রকারভেদ | Types of DNA


DNA -এর এই রূপভেদ গুলিকে হেলিক্স কুণ্ডলীর প্রকৃতি, প্রতিপাকে বেস জোড়ের সংখ্যা, কুন্ডলী অক্ষে বেস জোড়ের উন্নতি, বড় ও ছোট খাদের প্রশস্ততা ও গভীরতা প্রভৃতি তারতম্যের ভিত্তিতে পৃথক করা যায়।


A, B ও Z-DNA -এর পার্থক্য

ধর্ম A-DNA B-DNA Z-DNA
কুণ্ডলী প্রকৃতি দক্ষিণাবর্তী (Right handed) পাকযুক্ত দক্ষিণাবর্তী (Right handed) পাকযুক্ত বামাবর্তী (Left handed) পাকযুক্ত
ব্যাস 26Å 20Å 18Å
প্রতি পাকে বেস জোড় 11 10 12
বেস জোড়ের উন্নতি 2.6Å 3.4Å 3.7Å
বড়ো খাদ গভীরতা: 23.7Å সরু ও গভীর গভীরতা: 11.7Å প্রশস্ত ও গভীর গভীরতা: 8.8Å চ্যাপটা
প্রশস্ততা: 13.5Å প্রশস্ততা: 8.8Å প্রশস্ততা: 3.7Å
ছোটো খাদ গভীরতা: 11Å প্রশস্ত ও গভীর গভীরতা: 4.8Å সরু ও গভীর গভীরতা: 2.0Å সরু ও গভীর
প্রশস্ততা: 2.3Å প্রশস্ততা: 7.9Å প্রশস্ততা: 13.8Å

মন্তব্যসমূহ