নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো, রাদারফোর্ডের পরমাণু মডেলের সঙ্গে সৌরজগতের গঠনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। ১৯১১ খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর একটি নিউক্লিও মডেল দেন। বিজ্ঞানী রাদারফোর্ডের দেয়া পরমাণুর এই নিউক্লিয় মডেল, পরমাণুর গঠন সম্পর্কিত আধুনিক ধারণার ভিত্তিস্বরূপ। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্ত থেকে বিজ্ঞানী রাদারফোর্ড ১৯১১ খ্রিস্টাব্দে পরমাণুর নিউক্লিয় মডেল প্রকাশ করেন। এই আর্টিকেলে আমরা জানতে চলেছি বিজ্ঞানী রাদারফোর্ডের এই পরমাণু মডেলের সঙ্গে আমাদের সৌরজগতের গঠনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য গুলি। তাহলে চলুন দেখে নেয়া যাক।

রাদারফোর্ডের পরমাণু মডেলের সঙ্গে সৌরজগতের গঠনের সাদৃশ্য
১) সৌরজগতের গঠন : সৌরজগতের ক্ষেত্রে, সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ নিজ নিজ কক্ষপথে আবর্তন করে।
১) রাদারফোর্ডের পরমাণু মডেল : রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে, পরমাণুতে ইলেকট্রন গুলি কেন্দ্রক বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তন করে।
২) সৌরজগতের গঠন : সৌরজগতে আবর্তনশীল গ্রহগুলির মধ্যে তাদের কেন্দ্রীয় আকর্ষণ বল এবং সূর্য ও গ্রহগুলির মধ্যেকার আকর্ষণ বল পরস্পরকে প্রশমিত করায় গ্রহগুলি কক্ষচ্যুত হয়ে সূর্যে আছড়ে পড়ে না বা দূরে ছিটকে যায় না।
২) রাদারফোর্ডের পরমাণু মডেল : নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলির মধ্যে তাদের কেন্দ্রীয় আকর্ষণ বল এবং নিউক্লিয়াস ও ইলেকট্রনগুলির মধ্যেকার স্থিরতড়িৎ জনিত আকর্ষণ বল পরস্পরকে প্রশমিত করায় ইলেকট্রন গুলি নিউক্লিয়াসে পড়ে না বা দূরে ছিটকে যায় না।
৩) সৌরজগতের গঠন : সৌর জগতের অধিকাংশ স্থানে ফাঁকা। সূর্য ও গ্রহগুলির সৌরজগতের খুব সামান্য স্থান দখল করে আছে।
৩) রাদারফোর্ডের পরমাণু মডেল : পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলি সমগ্র পরমাণুর খুব সামান্য স্থান দখল করে থাকে।
৪) সৌরজগতের গঠন : সৌরজগতের যেকোনো গ্রহে তুলনায় সূর্যের ভর অনেক বেশি।
৪) রাদারফোর্ডের পরমাণু মডেল : পরমাণুতে ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসের ভর বহুগুণ বেশি হয়।
রাদারফোর্ডের পরমাণু মডেলের সঙ্গে সৌরজগতের গঠনের বৈসাদৃশ্য
১) সৌরজগতের গঠন : সৌরজগতে সূর্য এবং গ্রহগুলি নিস্তড়িৎ।
১) রাদারফোর্ডের পরমাণু মডেল : পরমাণুতে পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধান বিশিষ্ট হয় এবং ইলেকট্রনগুলি ঋণাত্মক আধান বিশিষ্ট হয়।
২) সৌরজগতের গঠন : সৌর জগতে প্রতিটি গ্রহের কক্ষপথ সুনির্দিষ্ট হয়। একটি কক্ষপথে শুধুমাত্র একটিই গ্রহ থাকে, একাধিক গ্রহ থাকে না।
২) রাদারফোর্ডের পরমাণু মডেল : পরমাণুর নিউক্লিয়াস কেন্দ্রিক বিভিন্ন কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন থাকতে পারে।
৩) সৌরজগতের গঠন : সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে আবর্তন করতে থাকা গ্রহগুলির ভর এবং ধর্ম পৃথক প্রকৃতির হয়।
৩) রাদারফোর্ডের পরমাণু মডেল : পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতে থাকা সমস্ত ইলেকট্রনের ভর এবং ধর্ম একই রকম হয়।
৪) সৌরজগতের গঠন : সৌরজগতে সূর্য ও গ্রহ গুলির মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল ক্রিয়াশীল।
৪) রাদারফোর্ডের পরমাণু মডেল : পরমাণুতে নিউক্লিয়াস এবং ইলেকট্রন সমূহের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়াশীল।
এই হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের সঙ্গে সৌরজগতের গঠনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সমূহ।