নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই আর্টিকেলে আমরা জানবো জনন সম্পর্কে কয়েকটি বিশেষ বিষয় বিস্তারিত আলোচনা যার মধ্যে রয়েছে গুরুত্ব, তাৎপর্য, বৈশিষ্ট্য, প্রকারভেদ। তাহলে চলুন শুরু করা যাক।
প্রথমেই আমরা জানবো যে জনন কাকে বলে এর সংজ্ঞা।
জনন কাকে বলে ?
যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে জীব নিজ সত্তা এবং আকৃতি বিশিষ্ট অপত্য জীবের সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধির দ্বারা বংশধারাকে অক্ষুন্ন রাখে তাকে জনন বলে।
এবার আমরা জননের গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে বেশ কিছু প্রধান পয়েন্ট দেখবো। এই পয়েন্টগুলো জননের গুরুত্ব এবং তাৎপর্য দুটোকেই নির্দেশ করে। সুতরাং, এই পয়েন্ট গুলোই জননের গুরুত্ব এবং তাৎপর্য দুটোই হবে।
জননের গুরুত্ব
1) জনন প্রক্রিয়ার মাধ্যমে জীব বংশধর উৎপত্তির মাধ্যমে নিজেদের অস্তিত্ব বজায় রাখে।
2) জীব জননের মাধ্যমে নিজের প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে।
3) জননের দ্বারা জীব তার বংশানুক্রমিক ধারাকে বাঁচিয়ে রাখে।
4)জননের ফলে জীবের মৃত্যুজনিত সংখ্যার হ্রাস পূরণ ঘটে এবং এর ফলে পৃথিবীতে জীবজগতের ভারসাম্য বজায় থাকে।
5) যৌন জননের মাধ্যমে অপত্য বংশধরদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে, যার ফলে প্রজাতির মধ্যে প্রকরণ বা ভেদ পরিলক্ষিত হয় যা জৈব অভিব্যক্তিকে সহায়তা করে।
6) যৌন জননের সময় বংশগতি পদার্থের পরিব্যক্তি বা মিউটেশন ঘটার সম্ভাবনা থাকে যার ফলে নতুন প্রজাতির উদ্ভবের সম্ভাবনা ঘটে।
জননের তাৎপর্য
1) জননের মাধ্যমে জীব তার বংশধারাকে বাঁচিয়ে রেখে নিজেদের অস্তিত্ব বজায় রাখে।
2) যৌন জননের মাধ্যমে বংশগতি পদার্থের পরিব্যক্তি বা মিউটেশন ঘটার সম্ভাবনা থাকে যার ফলে অপত্য নতুন প্রজাতির উদ্ভব ঘটে।
3) জননের ফলে জীবের মৃত্যুজনিত সংখ্যার হ্রাস পূরণ ঘটে এবং এর দ্বারা পৃথিবীতে জীবজগতের ভারসাম্য বজায় থাকে।
জননের বৈশিষ্ট্য
1) জননের কোষ তত্ত্বগত ভিত্তি হল কোশ বিভাজন। মাইটোসিস কোশ বিভাজন এর মাধ্যমে অঙ্গজ ও অযৌন জনন সম্পন্ন হয় এবং মিয়োসিস কোশ বিভাজনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়।
2) অঙ্গজ জননের ক্ষেত্রে জীব দেহের একাংশ সরাসরি অথবা পরিবর্তিত রূপে বংশবৃদ্ধি করে। অযৌন জনন রেণুর মাধ্যমে এবং যৌন জনন গ্যামেট উৎপাদনের মাধ্যমে সম্পন্ন হয়।
3) জননের আণবিক ভিত্তি হল DNA অণুর প্রতিলিপি গঠন বা রেপ্লিকেশন। উদ্ভিদ ভাইরাসের ক্ষেত্রে RNA অণুর প্রতিলিপি গঠনের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে।
জননের প্রকারভেদ
জনন প্রধানত দুই প্রকার, যেগুলি হলো — (1) অযৌন জনন এবং (2) যৌন জনন। এছাড়াও উদ্ভিদের ক্ষেত্রে অঙ্গজ জনন দেখা যায় এবং কিছু প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির ক্ষেত্রে অপুংজনি নামক বিশেষ ধরনের জনন প্রক্রিয়া দেখা যায়।
সুতরাং জননের প্রকারভেদ গুলি হল —
1) অঙ্গজ জনন
2) অযৌন জনন
3) যৌন জনন
4) অপুংজনি
কেমন লাগছে আমাদেরকে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন ইউটিউবে আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেল আইডি হলো youtube.com/@bigyanbook ইউটিউব গিয়ে যদি সার্চ করেন Bigyanbook তাহলে আমাদের চ্যানেল চলে আসবে। দেখুন আমাদের অন্যান্য আর্টিকেলগুলিও। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।