নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই পোস্টে আমরা জানবো লেন্সের ক্ষমতা সূত্র সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

লেন্সের ক্ষমতার সূত্র
লেন্সের ক্ষমতার একক হলো ডায়োপটার। একে D বা dpt আকারে প্রকাশ করা হয়।
উত্তর লেন্সের ক্ষেত্রে D এর মান ধনাত্মক হয় অর্থাৎ '+' হয়।
অবতল লেন্সের ক্ষেত্রে D এর মান ঋণাত্মক হয় অর্থাৎ '-' হয়।
D এর মান দেখে বোঝা যায় লেন্সটা উত্তল না অবতল।
লেন্সের ক্ষমতা = P
ফোকাস দৈর্ঘ্য = f
ফোকাস দৈর্ঘ্য যদি মিটারে থাকে তাহলে লেন্সের ক্ষমতার সূত্র হবে,
ফোকাস দীর্ঘ যদি সেন্টিমিটারে থাকে তাহলে লেন্সের ক্ষমতা সূত্র হবে,
যদি প্রশ্নে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বের করতে বলে সেক্ষেত্রে যে সূত্র ব্যবহার করতে হবে তা হলো,
ধরো প্রশ্নে আছে কোনো একটি 2D ক্ষমতার লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত এবং এটি কী ধরনের লেন্স ?
যেহেতু লেন্সের ক্ষমতার মান ধনাত্মক আছে তাই বোঝাই যাচ্ছে এটি একটি উত্তল লেন্স।
এবং ফোকাস দৈর্ঘ্য হলো,