স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই পোস্টে জানবো লেন্সের সাধারণ সমীকরণ বা লেন্সের সাধারণ সূত্র সম্পর্কে। তাহলে চলুন দেখে নেয়া যাক।

লেন্সের সাধারণ সূত্র কী ?
বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে পারস্পরিক সম্পর্কই হলো লেন্সের সাধারণ সূত্র।
বস্তু দূরত্ব = u
প্রতিবিম্ব দূরত্ব = v
লেন্সের ফোকাস দূরত্ব = f
লেন্সের সাধারণ সূত্র হলো,
উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক ধরা হয়, সেই কারণে মাঝখানে '+' চিহ্ন রয়েছে।
কিন্তু যদি অবতল লেন্সের প্রশ্ন থাকে অর্থাৎ, প্রশ্নে যদি লেন্সের সাধারণ সূত্র হিসেবে অবতল লেন্সের কথা উল্লেখ থাকে তাহলে মাঝখানে '-' চিহ্ন বসবে।
এটা যদি প্রশ্নে অবতল লেন্স উল্লেখ থাকে তাহলে সে ক্ষেত্রে লেন্সের সাধারণ সূত্র হিসেবে এই সূত্রটা উত্তর হবে।