নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই পোস্টে আমরা জানবো জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য সম্পর্কে। তাহলে চলুন বিস্তারিত দেখে নিই প্রধান পার্থক্যগুলি।

জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য
১) জাতীয় উদ্যান : প্রাকৃতিক সৌন্দর্য সহ যেসব স্থানে সমস্ত রকম গাছপালা, বন্য জীবজন্তু নিজস্ব পরিবেশে, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সংরক্ষিত হয়। অভয়ারণ্য : যে বিশেষ সংরক্ষিত অঞ্চলে গাছপালার সঙ্গে বিশেষ কোনো প্রজাতির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে।
২) জাতীয় উদ্যান : জাতীয় উদ্যান এর মাধ্যমে ফ্লোরা এবং ফনা উভয়কেই সুরক্ষিত করা হয়। অভয়ারণ্য : অভয়ারণ্যের মাধ্যমে শুধুমাত্র ফনাকে সুরক্ষিত করা হয়।
৩) জাতীয় উদ্যান : জাতীয় উদ্যান থেকে কোনো প্রকারের বনজ সম্পদ সংগ্রহ করা হয় না। অভয়ারণ্য : অভয়ারণ্য থেকে বনজ সম্পদ সংগ্রহ করা হয়।
৪) জাতীয় উদ্যান : উদাহরণ - পশ্চিমবঙ্গের জলদাপাড়া, উত্তরপ্রদেশের করবেট, মধ্যপ্রদেশের কানহা, শিবপুরি ইত্যাদি। অভয়ারণ্য : উদাহরণ - পশ্চিমবঙ্গের বেথুয়াডহরি, কর্ণাটকের বন্দিপুর ইত্যাদি।
জাতীয় উদ্যান | অভয়ারণ্য |
---|---|
1. প্রাকৃতিক সৌন্দর্য সহ যেসব স্থানে সমস্ত রকম গাছপালা, বন্য জীবজন্তু নিজস্ব পরিবেশে, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সংরক্ষিত হয়। | 1. যে বিশেষ সংরক্ষিত অঞ্চলে গাছপালার সঙ্গে বিশেষ কোনো প্রজাতির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে। |
2. জাতীয় উদ্যান এর মাধ্যমে ফ্লোরা এবং ফনা উভয়কেই সুরক্ষিত করা হয়। | 2. অভয়ারণ্যের মাধ্যমে শুধুমাত্র ফনাকে সুরক্ষিত করা হয়। |
3. জাতীয় উদ্যান থেকে কোনো প্রকারের বনজ সম্পদ সংগ্রহ করা হয় না। | 3. অভয়ারণ্য থেকে বনজ সম্পদ সংগ্রহ করা হয়। |
4. উদাহরণ - পশ্চিমবঙ্গের জলদাপাড়া, উত্তরপ্রদেশের করবেট, মধ্যপ্রদেশের কানহা, শিবপুরি ইত্যাদি। | 4. উদাহরণ - পশ্চিমবঙ্গের বেথুয়াডহরি, কর্ণাটকের বন্দিপুর ইত্যাদি। |