পশ্চিমবঙ্গে ১২৫৪ জন ব্যাংক কর্মী নিয়োগ

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর। এবার প্রকাশিত হয়েছে নতুন চাকরির বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ থেকে ১২৫৪ ব্যাংক কর্মী বা ব্যাংকের ক্লার্ক নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পেজে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো। যারা ব্যাংকের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা অত্যন্ত সুখবর কারণ এতটা ভ্যাকেন্সি বা শূন্যপদ পাওয়া যাচ্ছে যেটা অত্যন্ত ভালো। কিভাবে এপ্লাই করা যাবে কত টাকা আবেদন মূল্য , কোন সাইট থেকে কীভাবে অ্যাপ্লাই করা যাবে এ সমস্ত কিছুই আমরা পর পোস্টে বা স্টেপ জানবো তাহলে চলুন পুরোটা দেখে নিই পরপর।

পশ্চিমবঙ্গে ১২৫৪ জন ব্যাংক কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গে 1254 জন ব্যাংক কর্মী বা ব্যাংকের ক্লার্ক নিয়োগ 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভেকেন্সি রয়েছে 1254 টি। নেওয়া হবে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সেলস এন্ড সাপোর্ট) বিভাগে।

এই 1254 টি শূন্য পদের মধ্যে রয়েছে -

তপশিলি জাতি = 288 টি শূন্য পদ।

তপশিলি উপজাতি = 62 টি শূন্য পদ।

ওবিসি = 275 টি শূন্য পদ।

আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী = 125 টি শূন্য পদ।

সাধারণ= 504 টি শূন্য পদ।


বয়স সীমা: 

এই চাকরির জন্য আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। অর্থাৎ প্রার্থীর জন্ম হতে হবে, 02/04/1996 থেকে 01/04/2004 এর মধ্যে।


যোগ্যতা: 

এই চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।

যে সকল প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে চায়, কিন্তু তাদের বর্তমানে ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টার চলছে তারা আবেদন করতে পারবে তবে তাদের পরীক্ষায় পাস করা প্রমাণপত্র হতে হবে 31/12/2024 তারিখের মধ্যে।


যোগ্য চাকরি প্রার্থী নির্বাচন পদ্ধতি: 

নির্বাচন পদ্ধতি হবে অনলাইন কম্পিউটার বেসড প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা এবং আঞ্চলিক ভাষা পরীক্ষার মাধ্যমে।

প্রিলিমিনারি পরীক্ষা হবে এক ঘন্টার এবং 100 নাম্বারের, 100 টি প্রশ্নের। প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে, ইংরেজি, অংক এবং সাধারণ বুদ্ধিমত্তা বিষয়। এই তিনটে বিষয় পরীক্ষার জন্য এক ঘন্টার মধ্যে তিনটে আলাদা আলাদা সময় ভাগ করা থাকবে। প্রত্যেকটি বিষয়ের জন্য কুড়ি মিনিট করে ধার্য করা থাকবে। কোন একটি বিষয় পরীক্ষা চলাকালীন কুড়ি মিনিট শেষ হয়ে গেলে অটোমেটিক পরের বিষয়ে পরীক্ষা শুরু হয়ে যাবে। এই পরীক্ষায় নেগেটিভ মারকিং আছে। প্রতিটি ভুলের জন্য 0.25 নাম্বার করে কাটা যাবে, সঠিক উত্তরের নাম্বার থেকে।

মেন পরীক্ষায় চারটি বিষয় আছে। মেন পরীক্ষাটা হবে 2 ঘণ্টা 40 মিনিটের। মেন পরীক্ষায় মোট 190 টি প্রশ্ন আছে। মেন পরীক্ষার বিষয় হল, সাধারণ অথবা আর্থিক বিষয়ক জ্ঞান, ইংরাজি, অংক, সাধারণ বুদ্ধিমত্তা ও কম্পিউটার। এই পরীক্ষাটা হবে 200 নাম্বারের। এক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুলের জন্য 0.25 নাম্বার করে কাটা যাবে, সঠিক উত্তরের নাম্বার থেকে।

পশ্চিমবঙ্গে এই পরীক্ষাটি তিনটি ভাষায় দেয়া যাবে। যেগুলি হলো বাংলা, হিন্দি এবং ইংরেজি।

আঞ্চলিক ভাষা পরীক্ষাটি হবে যারা মেইন পরীক্ষায় পাস করবে তাদের দশম এবং দ্বাদশ শ্রেণীতে যে মাতৃভাষা ছিল সেই ভাষায় আঞ্চলিক ভাষা পরীক্ষাটি সম্পন্ন হবে।

প্রার্থীর মেন পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং আঞ্চলিক ভাষা পরীক্ষায় প্রাপ্ত নাম্বার অনুযায়ী তার ফাইনাল সিলেকশন হবে।

প্রিলিমিনারি পরীক্ষা হবার সম্ভাবনা 2025 সালের ফেব্রুয়ারি মাসে।


আবেদন মূল্য: 

তপশিলি জাতি/উপজাতি/PwBD : কোনো আবেদন মূল্য লাগবে না।

সাধারণ/ওবিসি/আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী : ₹ 750 টাকা।


আবেদন করার সময়সীমা:

17/12/2025 থেকে 07/01/2025 তারিখ পর্যন্ত। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি 

সরাসরি আবেদন করতে এখানে ক্লিক করুন। 

বিজ্ঞপ্তির 9 নাম্বার পেজে বিস্তারিতভাবে বলা আছে অ্যাপ্লাই করার জন্য কি কি দরকার লাগবে, যেমন হাতে লেখা ডিক্লারেশন কি লিখতে হবে, কোন সাইজের ফটো দিতে হবে, সিগনেচার কোন সাইজের দিতে হবে এবং ফটো এবং সিগনেচার এর ফাইল সাইজ কত হবে এ সমস্ত কিছু বিস্তারিত লেখা আছে।


যদি আমাদের এই পেজের লেখা আপনার উপকারে লাগে তাহলে যুক্ত থাকুন আমাদের ওয়েবসাইটের সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফলো করতে থাকুন আমাদের ওয়েবসাইটকে আমাদের ওয়েবসাইট এড্রেস হলো bigyanbook.co.in গুগলের সার্চ করে অথবা আপনার ব্রাউজারে টাইপ করে আপনারা ফলো করতে পারেন আমাদের ওয়েবসাইটের নতুন নতুন আর্টিকেল গুলি। দেখুন আমাদের নতুন নতুন আর্টিকেলগুলি আমাদের ওয়েবসাইটে এসে। শেয়ার করুন এই পেজটি অন্যান্যদের সঙ্গে। দেখতে থাকুন বিজ্ঞান বুক, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।




বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন