অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন সংকেত কী কী?

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা দেখবো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন যৌগের সংকেত। তাহলে চলুন পরপর আলোচনা শুরু করা যাক।

অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন সংকেত

অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন সংকেত

অ্যালকেন (Alkane)

অ্যালকেন হলো একটি হাইড্রোকার্বন যার কার্বন পরমাণু গুলি একে অপরের সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে।

অ্যালকেন শ্রেণীর সরলতম যৌগ হলো মিথেন।

অ্যালকেনের সাধারণ সংকেত: CnH2n+2

যেমন, মিথেন এর সংকেত CH4

মিথ মানে একটা, অর্থাৎ একটা C থাকবে। n = 1 হবে। সুতরাং 2n+2 = 2(1) + 2 = 2+2 = 4 

সুতরাং মিথেন = CH4

কোনো যৌগ অ্যালকেন কিনা বোঝার উপায় হলো, যৌগের নামের শেষে 'ane' আছে কিনা দেখা। যেমন, Methane এর শেষে ane আছে সুতরাং এটি একটি অ্যালকেন।


অ্যালকিন (Alkene)

অ্যালকিন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন যার অন্তত দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে। 

অ্যালকিন শ্রেণীর সরলতম যৌগ হলো ইথিলিন।

অ্যালকিনের সাধারণ সংকেত: CnH2n

যেমন, ইথিলিনের সংকেত C2H4

ইথ মানে দুটি, অর্থাৎ দুটি C থাকবে। সুতরাং n=2 হবে। তাহলে 2n = 2×2 = 4

সুতরাং, ইথিলিন = C2H4

কোন যৌগ অ্যালকিন কিনা বোঝার উপায় হল যৌগের নামের শেষে 'ene' দেখে চেনা। যেমন, Ethylene এর শেষে ene আছে সুতরাং এটি একটি অ্যালকিন।


অ্যালকাইন (Alkyne)

অ্যালকাইন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন যার অন্তত দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী ত্রিবন্ধনে যুক্ত থাকে।

অ্যালকাইনের সাধারণ সংকেত: CnH2n-2


কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে নীচে কমেন্ট করে জানাবেন। শেয়ার করুন এই আর্টিকেলটি। দেখতে থাকুন বিজ্ঞান বুক।




বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন