আলোর প্রতিসরণ কাকে বলে ?, প্রতিসরণের সূত্র কী?

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই পোস্টে আমরা জানবো আলোর প্রতিসরণ কাকে বলে ? এবং প্রতিসরণের সূত্র।


আলোর প্রতিসরণ কাকে বলে ?

দুটি মাধ্যমের বিভেদ তলের মধ্য দিয়ে আলো যদি বিভেদ তলের সঙ্গে আনত ভাবে এক মাধ্যমে থেকে অপর মাধ্যমে প্রবেশ করে তখন ওই বিভেদ তলে আলোকরশ্মির অভিমুখের পরিবর্তন ঘটে এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।


আলোর প্রতিসরণ দুটি সূত্র মেনে চলে। আমরা পরপর দেখে নেব দুটি সূত্র। 

আলোর প্রতিসরণের সূত্র 

সূত্র ১: আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে।

সূত্র ২: আপতান কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত ধ্রুবক হয়। এই ধ্রুবক এর মান মাধ্যম দুটির প্রকৃতি ও আপতিত আলোর বর্ণের উপর নির্ভর করে। 

*সূত্র ২, স্নেলের সূত্র নামেও পরিচিত। 


• লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ 

আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যেমন বায়ু থেকে কাঁচে তির্যকভাবে প্রবেশ করলে প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে যায়।

Bigyanbook



• ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের আলোর প্রতিসরণ 

আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেমন কাঁচ থেকে বায়ুতে তির্যকভাবে প্রবেশ করে তবে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে সরে যায়।

Bigyanbook


আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন।




বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন