From Physics and Chemistry
ওহমের সূত্র : V=IR
V=ভোল্ট (তড়িৎ উৎস যেটা বর্তনীর সঙ্গে যুক্ত আছে) , I=তড়িৎ প্রবাহ মান , R=রোধ
mA = মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার এর সঙ্গে 1000 ভাগ করলে এটি অ্যাম্পিয়ার (A) একক হবে।
Ultrasound : মানুষ এই সাউন্ড শুনতে পায় না। এটি 20kHz থেকে বিভিন্ন গিগাহার্জের হয়। চিকিৎসা ক্ষেত্রে সোনোগ্রাফিতে আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়।
আলোর বিক্ষেপণ : সূর্যের আলো যখন পৃথিবীতে প্রবেশ করে তখন বায়ুমন্ডলে থাকা বিভিন্ন ধূলিকণা, মুক্ত জল কণা, গ্যাস অণু কণার কারণে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। একে আলোর বিক্ষেপণ বলে।
আলোর বিচ্ছুরণ : আলো যখন কাঁচের প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করে তখন আলো তার সাতটি বর্ণে বিভক্ত হয়ে যায়। একে আলোর বিচ্ছুরণ বলে।
আলোর প্রতিফলন : আলো যখন কোন মসৃণ বস্তুর ওপর পড়ে তখন সেই বস্তু দ্বারা আলো প্রতিফলিত হয়, একে আলোর প্রতিফলন বলে।
আলোর প্রতিসরণ : একটি স্বচ্ছ বস্তু থেকে অন্য বস্তুতে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।
মোল ভগ্নাংশ : একটি উপাদানের মোল / সমস্ত উপাদানের মোট মোল
উদাহরণ: a,b,c তিনটি উপাদান, এদের প্রত্যেকের মোল 0.2 হলে b এর মোল ভগ্নাংশ কত ?
উত্তর: b এর মোল ভগ্নাংশ = 0.2 / (0.2+0.2+0.2) = 0.2/0.6 = 1/3
দূরত্ব : কোনো বস্তু কতটা সরেছে তার দৈর্ঘ্যের পরিমাপকে দূরত্ব বলে। দূরত্ব একটি স্কেলার রাশি।
সরণ : দুটি পয়েন্ট -এর মধ্যের দূরত্বকে সরণ বলে। সরণ একটি ভেক্টর রাশি।
ডপলার এফেক্ট : যখন কোনো শব্দ উৎস তোমার কাছে আসে তখন শব্দের তীব্রতা বাড়তে থাকে আবার বিপরীত ক্ষেত্রে ওই শব্দ উৎস যখন তোমার থেকে দূরে সরে যেতে থাকে তখন শব্দের তীব্রতা কমতে থাকে। একে ডপলার এফেক্ট বলে।
এটি শব্দ উৎস এবং আলোক উৎস উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।
চৌম্বক ক্ষেত্র : (১) চৌম্বক ক্ষেত্র রেখা কখনো একে অপরের সমান্তরাল হয় না (২) চৌম্বক ক্ষেত্র কখনো অর্ধ গোলক হয় না। (৩) চৌম্বক ক্ষেত্র রেখা গুলি কখনো একে অপরকে ছেদ করে না। (৪) চৌম্বক ক্ষেত্র রেখা সর্বদা বন্ধ লুপে থাকে।
From Biology
কার্টিলেজ টিস্যু : এতে কোন ব্লাড ভেসেলস এবং নার্ভ উপস্থিত নেই। এটি ইলাস্টিক টাইপের হয়। এই টিস্যু আমাদের কানে রয়েছে, যার কারণে আমরা কান মুড়তে পারি।
From Math
(a+b+c)2 = (a2+b2+c2) + 2(ab+bc+ca)
তাহলে,
ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180° হয়।