classes
classes
 *West Bengal board only.

লিংকেজ কী ?

{tocify} $title={এক নজরে শিরোনাম}
লিংকেজ কী

লিংকেজ কী?

একই ক্রোমোজোম এ অবস্থিত জিন গুলি মাতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হবার সময় সেই ক্রোমোজোমে একই সঙ্গে অবস্থান করার প্রবণতা দেখায়, একে লিংকেজ বলে।


লিংকেজ আবিষ্কার

1910 খ্রিস্টাব্দে, টি. এইচ. মরগ্যান (T. H. Morgan) ড্রসোফিলা মাছির উপর পরীক্ষা করে লিংকেজ আবিষ্কার করেন।


লিংকেজ থিওরি

১) ক্রোমোজোমের উপর জিনগুলি রৈখিক সজ্জায় অবস্থান করে এবং ওই ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলি লিংকেজ দেখায়।

২) লিংকেজ এর অন্তর্ভুক্ত জিনগুলি একসঙ্গে সঞ্চারিত হওয়ার প্রবণতা দেখায়।

৩) কাপলিং এবং রিপালসন লিংকেজ এর দুই রকম অবস্থা।

৪) ক্রোমোজোমের উপর অবস্থিত নিকটবর্তী জিনগুলির মধ্যে লিংকেজ বলের পরিমাণ বেশি হয় এবং দূরবর্তী জিনগুলির মধ্যে লিংকেজ বলের পরিমাণ কম হয়।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন