নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই আর্টিকেলে আমরা দেখবো গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য। গুরু মস্তিষ্ক যে অংশে অবস্থিত আমাদের মস্তিষ্কে সেটি হল মস্তিষ্কের অগ্র অংশ এবং লঘু মস্তিষ্ক আমাদের মস্তিষ্কের পশ্চাৎ অংশে অবস্থিত।
গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের পার্থক্য
গুরু মস্তিষ্ক | লঘু মস্তিষ্ক |
---|---|
1. গুরু মস্তিষ্ক হলো অগ্র মস্তিষ্কের অংশ। | 1. লঘু মস্তিষ্ক হল পশ্চাৎ মস্তিষ্কের অংশ। |
2. গুরুমস্তিষ্ক আকারে বড় এবং গুরুমস্তিষ্ক করোটির অধিকাংশ অঞ্চল জুড়ে থাকে। | 2. লঘু মস্তিষ্ক অপেক্ষাকৃত ছোটো এবং এটি পশ্চাৎ করোটির খাঁজে অবস্থিত। |
3. গুরু মস্তিষ্কের গোলার্ধ দুটি করপাস ক্যালোসাম নামে যোজক দ্বারা যুক্ত থাকে। | 3. লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি ভারমিস নামে যোজক দ্বারা যুক্ত থাকে। |
4. গুরুমস্তিষ্ক পাঁচটি খন্ডে বিভক্ত যথা, একটি অগ্ৰ খন্ডক, একটি মধ্য খন্ডক, একটি পশ্চাৎ খন্ডক এবং দুটি পার্শ্ব খন্ডক। | 4. লঘু মস্তিষ্ক কোনো খন্ডে বিভক্ত নয়। |
5. গুরু মস্তিষ্কের প্রধান কাজ হল প্রাণীদের চিন্তা, বুদ্ধি, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করা। | 5. লঘু মস্তিষ্কের প্রধান কাজ হল প্রাণী দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। |
প্রশ্ন-উত্তর
১) গুরু মস্তিষ্ক কাকে বলে ?
মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ যা প্রায় করোটির বেশিরভাগ স্থান জুড়ে অবস্থিত, বাইরের দিকে অসংখ্য সালকাস এবং ভেতরের দিকে জাইরাস দেখা যায়, তাকে গুরু মস্তিষ্ক বলে।
২) লঘু মস্তিষ্ক কাকে বলে ?
সুষুম্না শীর্ষক এবং পনস্ বা যোজকের পিছনে, পশ্চাৎ করোটির কাজে অবস্থিত, দুই গোলার্ধে বিভক্ত মস্তিষ্ককে লঘু মস্তিষ্ক বলে।
৩) গুরু মস্তিষ্কের কাজ কী কী ?
গুরু মস্তিষ্কের কাজ হলো — (i) চাপ, তাপ, ব্যথা ইত্যাদির স্পর্শবোধ। (ii) ভয়, আনন্দ প্রভৃতি চেতনাবোধ। (iii) স্মৃতি, চিন্তা, বুদ্ধি প্রভৃতি উন্নত মানসিক বোধ নিয়ন্ত্রণ করা। (iv) মানব দেহের বিভিন্ন অংশের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করা। (v) মানবদেহের বিভিন্ন সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা।
৪) লঘু মস্তিষ্কের কাজ কী ?
লঘু মস্তিষ্ক মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে।
দেখুন আমাদের অন্যান্য আর্টিকেলগুলিও। যুক্ত থাকুন আমাদের সঙ্গে। Stay connected with Bigyanbook ধন্যবাদ।