বন্যপ্রাণী অবলুপ্তির কারণগুলি কী কী ?

www.bigyanbook.co.in
বন্যপ্রাণী অবলুপ্তির কারণগুলি কী কী ?

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো বন্যপ্রাণী অবলুপ্তির কারণগুলি কী কী সেই সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।


বন্যপ্রাণী অবলুপ্তির কারণ

1) খাদ্যের প্রয়োজনে নির্বিচারে হত্যা করা।

2) অসাধু ব্যবসায়ী কর্তৃক বন্যপ্রাণীদের অসৎ ভাবে হত্যা করা।

3) জনসংখ্যা স্ফীতি - বনভূমি হলো বন্যপ্রাণীদের আবাস্থল। নগরায়ন, শিল্পায়ন এর ফলে বনভূমির আয়তন সংকুচিত হচ্ছে ও বন্যপ্রাণী বিলুপ্তির পথে যাচ্ছে।

4) প্রাকৃতিক দুর্যোগ - বন্যা, খরা, দাবানলের ফলে বন ধ্বংস ও বন্যপ্রাণীর সংখ্যা হ্রাস পায়।

5) চিত্ত বিনোদনের জন্য বন্যপ্রাণী শিকার - চিত্ত বিনোদনের জন্য আগে রাজা, মহারাজা বন্যপ্রাণী শিকার করতো।

6) গবেষণার জন্য - চিকিৎসা বিদ্যা ও প্রাণিবিদ্যা গবেষণায় বন্যপ্রাণী ব্যবহৃত হয়।

7) নতুন প্রজাতির আগমন - নতুন প্রজাতির আগমনে অন্য প্রাণী হ্রাস পায়। যেমন, মরিশাসে শুকর, কুকুর, ডোডো পাখি বিলুপ্ত হয়।


কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post