গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। এছাড়াও আমরা দেখবো বেশ কিছু প্রশ্ন উত্তর। তাহলে চলুন দেখে নেওয়া যাক বৈশিষ্ট্য গুলি।

www.bigyanbook.co.in
গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য


কঠিন বা তরল পদার্থের নিজস্ব আয়তন থাকলেও, গ্যাসের তা নেই। চাপ, উষ্ণতার সামান্য পরিবর্তনে গ্যাসের আয়তনের পরিবর্তন কঠিন বা তরল অপেক্ষা অনেক বেশি হয়। তাই গ্যাসীয় পদার্থের বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলি কঠিন বা তরল পদার্থে দেখা যায় না।


গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য (Characteristics of Gases)

1) গ্যাসের নিজস্ব কোনো আকার, আয়তন নেই : 

গ্যাসের অনুগুলির আন্তঃআণবিক আকর্ষণ খুবই কম। তাই কোন পাত্রে গ্যাসের অনুগুলির সম্পূর্ণ অংশে ছড়িয়ে পড়ে এবং পাত্রের আকার ও আয়তন ধারণ করে।

2) গ্যাসের প্রসারণশীলতা : 

গ্যাসের চাপ কমালে বা উষ্ণতা বাড়লে, গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। একে গ্যাসের প্রসারণশীলতা বলে।

3) সংকোচনশীলতা : 

গ্যাসের অনুগুলির আন্তঃআণবিক অবকাশ খুব বেশি বলে, চাপ প্রয়োগে অনুগুলি কাছাকাছি চলে আসে এবং আয়তন কমে যায়। একে গ্যাসের সংকোচনশীলতা বলে।

4) গ্যাসের চাপ সবদিকে সমান : 

গ্যাসের অনুগুলি সর্বদা গতিশীল। এই গতির জন্য অণু গুলি পাত্রের দেয়ালে ধাক্কা দেয়। এর ফলে পাত্রের দেয়ালে বল প্রযুক্ত হয়। দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত এই বলকে গ্যাসের চাপ বলে। গ্যাসের অনুগুলি সবদিকে সমভাবে গতিশীল বলে, যে কোনো দিকে দেওয়ালের একক ক্ষেত্রফলের একক সময়ে সংঘর্ষরত অনু গুলির সংখ্যা সমান হয়।

5) গ্যাসের ব্যাপন : 

গ্যাসের অনুগুলির আন্তঃআণবিক অবকাশ এত বেশি যে, রাসায়নিকভাবে বিক্রিয়া করে না এরূপ দুটি বা ততোধিক গ্যাস পরস্পরের সংস্পর্শে রাখলে অনুগুলির গতির জন্য একে অপরের আন্তঃআণবিক অবকাশে ঢুকে পড়ে। ফলে একটি সমসত্ব মিশ্রণ তৈরি হয়। একে গ্যাসের ব্যাপন বলে।


গ্যাসের চাপ কাকে বলে ?

উত্তর : পাত্রে আবদ্ধ গ্যাসের অনুগুলি দেওয়ালে সর্বদা ধাক্কা দেওয়ায়, দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে গ্যাসের চাপ বলে।


প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ কাকে বলে ?

উত্তর : 45° অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0°C উষ্ণতায় 76 সেমি পারদস্তম্ভ যে চাপ দেয় তাকে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ বলে।


প্রমাণ উষ্ণতা কাকে বলে ?

উত্তর : 0°C বা 273K (কেলভিন) উষ্ণতাকে প্রমাণ উষ্ণতা বলে।



কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।



❤️ from Bigyanbook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন