সীমিত সময়ের অফার
স্বপ্ন যখন ভালো রেজাল্ট...
চিন্তা কেন? আমরা আছি আপনার পাশে।
গণিতে ভয়? আর না!
মাধ্যমিক ২০২৬-এর জন্য ১০০% কমনযোগ্য স্পেশাল সাজেশন।
হাজারো ছাত্রছাত্রীর ভরসা
অভিভাবকদের পছন্দের শীর্ষে আমাদের নোটস।
মাত্র ₹৪৯ টাকা
একবার টিফিনের খরচেই উজ্জ্বল ভবিষ্যৎ!
এখনই কিনুন

My Favorites

See your favorite posts by clicking the love icon at the top
HomeMathematics

লাভ ও ক্ষতির অঙ্ক

লাভ ও ক্ষতির অঙ্ক


লাভ ও ক্ষতির অঙ্কের সূত্র

• লাভ বা ক্ষতির হার সাধারণত ক্রয়মূল্যের উপর হিসেব করা হয়।

• বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ অথবা বিক্রয়মূল্য = ক্রয়মূল্য - ক্ষতি ।

• 10% লাভের অর্থ ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = 110 টাকা।

• 10% ক্ষতির অর্থ ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = 90 টাকা।

• কোনো দ্রব্যকে যে মূল্যে বিক্রয়ের জন্য চিহ্নিত করা হয়, তাকে দ্রব্যের ধার্যমূল্য বা লিখিত মূল্য (Marked Price) বলা হয়।

• কোনো দ্রব্যের ক্রয়মূল্য x টাকা হলে, y% লাভে বিক্রয়মূল্য = ( x + x × y 100 ) টাকা = ( x + x y 100 ) টাকা।

• কোনো দ্রব্যের ক্রয়মূল্য x টাকা হলে, y% ক্ষতিতে বিক্রয়মূল্য = ( x - x × y 100 ) টাকা = ( x - x y 100 ) টাকা।


লাভ ও ক্ষতির অঙ্কের উদাহরণ

Q. একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

উত্তর : প্রশ্নানুসারে,

                   দ্রব্যটির ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = (100-10) টাকা = 90 টাকা।

          90 টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = 100 টাকা

∴ 1 টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = 100 90 টাকা

∴ 720 টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = ( 100 90 × 720 ) টাকা = 800 টাকা।

∴ দ্রব্যটির ক্রয়মূল্য = 800 টাকা।


Q. একটি শাড়ি 240 টাকায় বিক্রয় করায় 20% লাভ হলো। শাড়িটির ক্রয়মূল্য কত?

উত্তর : প্রশ্নানুসারে,

                 শাড়িটির ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = (100+20) = 120 টাকা।

      বিক্রয়মূল্য 120 টাকা হলে ক্রয়মূল্য = 100 টাকা

∴ বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য = 100 120 টাকা

∴ বিক্রয়মূল্য 240 টাকা হলে ক্রয়মূল্য = ( 100 120 × 240 ) = 200 টাকা।

∴ শাড়িটির ক্রয়মূল্য = 200 টাকা।


Q. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 5:6 হলে, লাভের শতকরা হার কত?

উত্তর : মনেকরি, ক্রয়মূল্য 5x টাকা এবং বিক্রয়মূল্য 6x টাকা।

∴ 5x টাকায় লাভ হয় (6x-5x) টাকা = x টাকা।

∴ 1 টাকায় লাভ হয় x 5 x টাকা = 1 5 টাকা।

∴ 100 টাকায় লাভ হয় 100 5 টাকা = 20 টাকা।

∴ নির্ণেয় লাভের হার = 20%


Q. 15টি বল 540 টাকায় বিক্রয় করায় 3টি বলের ক্রয়মূল্য ক্ষতি হলো। একটি বলের ক্রয়মূল্য কত?

উত্তর : মনেকরি, একটি বলের ক্রয়মূল্য = x টাকা।

∴ 15টি বলের ক্রয়মূল্য = 15x টাকা।

আবার, 15টি বলের বিক্রয়মূল্য = 540 টাকা।

শর্তানুযায়ী,

                15x - 540 = 3x

        বা, 12x = 540

        সুতরাং, x = 45

∴ একটি বলের ক্রয়মূল্য = 45 টাকা।


Q. ক্রয়মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয়মূল্যের উপর হিসাবে ক্ষতির হার কত?

উত্তর : ধরাযাক, ক্রয়মূল্য = 100 টাকা।

     প্রশ্নানুসারে, ক্ষতির পরিমাণ = 10 টাকা।

∴ বিক্রয়মূল্য = (100-10) টাকা = 90 টাকা।

        বিক্রয়মূল্য 90 টাকা হলে ক্ষতির পরিমাণ 10 টাকা

∴ বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্ষতির পরিমাণ 10 90 টাকা

∴ বিক্রয়মূল্য 100 টাকা হলে ক্ষতির পরিমাণ 10 90 × 100 টাকা = 100 9 টাকা = 11 1 9 টাকা।

∴ নির্ণেয় ক্ষতির হার = 11 1 9 %


Q. এক ব্যাক্তি বিক্রয়মূল্যের উপর 20% লাভ করেন। এই লাভ ক্রয়মূল্যের উপর শতকরা হারে প্রকাশ করো।

উত্তর : ধরাযাক, বিক্রয়মূল্য = 100 টাকা।

   প্রশ্নানুসারে, 100 টাকায় বিক্রয় করলে 20 টাকা লাভ হয়।

∴ ক্রয়মূল্য = (100-20) = 80 টাকা

∴ 80 টাকায় লাভ হয় (100-80) = 20 টাকা

∴ 1 টাকায় লাভ হয় 20 80 টাকা

∴ 100 টাকায় লাভ হয় ( 20 80 × 100 ) = 25 টাকা

∴ লাভের হার = 25%


Q. বিক্রয়মূল্যের উপর 20% ক্ষতি হলে, ক্রয়মূল্যের উপর হিসেব করলে শতকরা কত ক্ষতি হবে?

উত্তর : ধরাযাক, বিক্রয়মূল্য = 100 টাকা।

    প্রশ্নানুসারে, 100 টাকায় বিক্রয় করলে 20 টাকা ক্ষতি হয়।

∴ ক্রয়মূল্য = (100+20) = 120 টাকা

∴ 120 টাকায় ক্ষতি হয় 20 টাকা

∴ 1 টাকায় ক্ষতি হয় 20 120 টাকা

∴ 100 টাকায় ক্ষতি হয় ( 20 120 × 100 ) = 50 3 = 16 2 3 টাকা।

∴ ক্ষতির হার = 16 2 3 %


Q. ক্রয়মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয়মূল্যের উপর হিসাব করলে শতকরা কত লাভ হবে?

উত্তর : মনেকরি, ক্রয়মূল্য = x টাকা।

x টাকার উপর 20% লাভ করে দ্রব্য বিক্রয় করলে বিক্রয়মূল্য হবে = ( x + 20 100 × x ) = ( x + x 5 ) = 6 x 5 টাকা।

এখন, 6 x 5 টাকায় লাভ হয় x 5 টাকা

∴ 1 টাকায় লাভ হয় x 5 × 5 6 x টাকা

∴ 100 টাকায় লাভ হয় x × 5 × 100 5 × 6 x = 50 3 = 16 2 3 টাকা।

∴ বিক্রয়মূল্যের উপর হিসাব করলে 16 2 3 % লাভ হবে।

Post a Comment (0)
Join us on WhatsApp
⚠️
AdBlocker Detected
We noticed that you are using an AdBlocker.

Our website is free to use, but we need ads to cover our server costs. Please disable your AdBlocker and reload the page to continue reading.