classes
classes
 *West Bengal board only.

লাভ ও ক্ষতির অঙ্ক

{tocify} $title={এক নজরে শিরোনাম}
লাভ ও ক্ষতির অঙ্ক


লাভ ও ক্ষতির অঙ্কের সূত্র

• লাভ বা ক্ষতির হার সাধারণত ক্রয়মূল্যের উপর হিসেব করা হয়।

• বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ অথবা বিক্রয়মূল্য = ক্রয়মূল্য - ক্ষতি ।

• 10% লাভের অর্থ ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = 110 টাকা।

• 10% ক্ষতির অর্থ ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = 90 টাকা।

• কোনো দ্রব্যকে যে মূল্যে বিক্রয়ের জন্য চিহ্নিত করা হয়, তাকে দ্রব্যের ধার্যমূল্য বা লিখিত মূল্য (Marked Price) বলা হয়।

• কোনো দ্রব্যের ক্রয়মূল্য x টাকা হলে, y% লাভে বিক্রয়মূল্য = ( x + x × y 100 ) টাকা = ( x + x y 100 ) টাকা।

• কোনো দ্রব্যের ক্রয়মূল্য x টাকা হলে, y% ক্ষতিতে বিক্রয়মূল্য = ( x - x × y 100 ) টাকা = ( x - x y 100 ) টাকা।


লাভ ও ক্ষতির অঙ্কের উদাহরণ

Q. একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

উত্তর : প্রশ্নানুসারে,

                   দ্রব্যটির ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = (100-10) টাকা = 90 টাকা।

          90 টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = 100 টাকা

∴ 1 টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = 100 90 টাকা

∴ 720 টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = ( 100 90 × 720 ) টাকা = 800 টাকা।

∴ দ্রব্যটির ক্রয়মূল্য = 800 টাকা।


Q. একটি শাড়ি 240 টাকায় বিক্রয় করায় 20% লাভ হলো। শাড়িটির ক্রয়মূল্য কত?

উত্তর : প্রশ্নানুসারে,

                 শাড়িটির ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = (100+20) = 120 টাকা।

      বিক্রয়মূল্য 120 টাকা হলে ক্রয়মূল্য = 100 টাকা

∴ বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য = 100 120 টাকা

∴ বিক্রয়মূল্য 240 টাকা হলে ক্রয়মূল্য = ( 100 120 × 240 ) = 200 টাকা।

∴ শাড়িটির ক্রয়মূল্য = 200 টাকা।


Q. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 5:6 হলে, লাভের শতকরা হার কত?

উত্তর : মনেকরি, ক্রয়মূল্য 5x টাকা এবং বিক্রয়মূল্য 6x টাকা।

∴ 5x টাকায় লাভ হয় (6x-5x) টাকা = x টাকা।

∴ 1 টাকায় লাভ হয় x 5 x টাকা = 1 5 টাকা।

∴ 100 টাকায় লাভ হয় 100 5 টাকা = 20 টাকা।

∴ নির্ণেয় লাভের হার = 20%


Q. 15টি বল 540 টাকায় বিক্রয় করায় 3টি বলের ক্রয়মূল্য ক্ষতি হলো। একটি বলের ক্রয়মূল্য কত?

উত্তর : মনেকরি, একটি বলের ক্রয়মূল্য = x টাকা।

∴ 15টি বলের ক্রয়মূল্য = 15x টাকা।

আবার, 15টি বলের বিক্রয়মূল্য = 540 টাকা।

শর্তানুযায়ী,

                15x - 540 = 3x

        বা, 12x = 540

        সুতরাং, x = 45

∴ একটি বলের ক্রয়মূল্য = 45 টাকা।


Q. ক্রয়মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয়মূল্যের উপর হিসাবে ক্ষতির হার কত?

উত্তর : ধরাযাক, ক্রয়মূল্য = 100 টাকা।

     প্রশ্নানুসারে, ক্ষতির পরিমাণ = 10 টাকা।

∴ বিক্রয়মূল্য = (100-10) টাকা = 90 টাকা।

        বিক্রয়মূল্য 90 টাকা হলে ক্ষতির পরিমাণ 10 টাকা

∴ বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্ষতির পরিমাণ 10 90 টাকা

∴ বিক্রয়মূল্য 100 টাকা হলে ক্ষতির পরিমাণ 10 90 × 100 টাকা = 100 9 টাকা = 11 1 9 টাকা।

∴ নির্ণেয় ক্ষতির হার = 11 1 9 %


Q. এক ব্যাক্তি বিক্রয়মূল্যের উপর 20% লাভ করেন। এই লাভ ক্রয়মূল্যের উপর শতকরা হারে প্রকাশ করো।

উত্তর : ধরাযাক, বিক্রয়মূল্য = 100 টাকা।

   প্রশ্নানুসারে, 100 টাকায় বিক্রয় করলে 20 টাকা লাভ হয়।

∴ ক্রয়মূল্য = (100-20) = 80 টাকা

∴ 80 টাকায় লাভ হয় (100-80) = 20 টাকা

∴ 1 টাকায় লাভ হয় 20 80 টাকা

∴ 100 টাকায় লাভ হয় ( 20 80 × 100 ) = 25 টাকা

∴ লাভের হার = 25%


Q. বিক্রয়মূল্যের উপর 20% ক্ষতি হলে, ক্রয়মূল্যের উপর হিসেব করলে শতকরা কত ক্ষতি হবে?

উত্তর : ধরাযাক, বিক্রয়মূল্য = 100 টাকা।

    প্রশ্নানুসারে, 100 টাকায় বিক্রয় করলে 20 টাকা ক্ষতি হয়।

∴ ক্রয়মূল্য = (100+20) = 120 টাকা

∴ 120 টাকায় ক্ষতি হয় 20 টাকা

∴ 1 টাকায় ক্ষতি হয় 20 120 টাকা

∴ 100 টাকায় ক্ষতি হয় ( 20 120 × 100 ) = 50 3 = 16 2 3 টাকা।

∴ ক্ষতির হার = 16 2 3 %


Q. ক্রয়মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয়মূল্যের উপর হিসাব করলে শতকরা কত লাভ হবে?

উত্তর : মনেকরি, ক্রয়মূল্য = x টাকা।

x টাকার উপর 20% লাভ করে দ্রব্য বিক্রয় করলে বিক্রয়মূল্য হবে = ( x + 20 100 × x ) = ( x + x 5 ) = 6 x 5 টাকা।

এখন, 6 x 5 টাকায় লাভ হয় x 5 টাকা

∴ 1 টাকায় লাভ হয় x 5 × 5 6 x টাকা

∴ 100 টাকায় লাভ হয় x × 5 × 100 5 × 6 x = 50 3 = 16 2 3 টাকা।

∴ বিক্রয়মূল্যের উপর হিসাব করলে 16 2 3 % লাভ হবে।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন