classes
classes
 *West Bengal board only.

নরমপন্থী ও চরমপন্থী নেতাদের নাম

{tocify} $title={এক নজরে শিরোনাম}
নরমপন্থী ও চরমপন্থী নেতাদের নাম

নরমপন্থী নেতাদের নাম

দাদাভাই নৌরজী

• ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্লাডস্টোন দাদাভাই নৌরজীকে উপাধি দিয়েছিলেন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া (Grand Old Man of India)।

• দাদাভাই নৌরোজিকে Unofficial Ambassador of India to England বলা হতো।

• দাদাভাই নৌরোজী এর লেখা বই হলো, Poverty & Unbritish Rule in India ।

• দাদাভাই নওরোজি ছিলেন ইংল্যান্ড পার্লামেন্টের নির্বাচিত প্রথম ভারতীয় সদস্য।

• দাদাভাই নৌরজি হলেন প্রথম ভারতীয় যিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।

• দাদাভাই নৌরোজি লন্ডনে ১৮৬৬ সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন।

• দাদাভাই নওরোজি ১৮৮৬ সালে অনুষ্ঠিত কলকাতাতে ভারতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন।


গোপালকৃষ্ণ গোখলে

• গোপালকৃষ্ণ গোখলে এর লেখা বই হল, India under the British ।

• গোপালকৃষ্ণ গোখলে হলেন, Servants of India এর প্রতিষ্ঠাতা (1905)।

• গোপালকৃষ্ণ গোখলে ১৯০৫ সালে বারাণসীতে কংগ্রেসের বাৎসরিক অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন।


সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

• সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হলেন ভারতীয় জাতীয়তাবাদের জনক।

• সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলার মুকুটবিহীন রাজা/রাষ্ট্রগুরু উপাধি পান।

• সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা আত্মজীবনী হল, A Nation in Making ।

• সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৮৭৬ সালে ২৬ শে জুলাই আনন্দমোহন বসুর সহযোগিতায় ভারত সভা প্রতিষ্ঠা করেন।

• সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৮৯৫ সালে কংগ্রেসের পুনে অধিবেশনে এবং ১৯০২ সালের আমেদাবাদ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন।


রমেশ চন্দ্র দত্ত

• রমেশ চন্দ্র দত্তকে বলা হয়, Father of Economic Nationalism বা অর্থনৈতিক জাতীয়তাবাদের জনক।

• রমেশ চন্দ্র দত্তের লেখা বই হল, Economic History of India, India in the Victorian Age, মহারাষ্ট্রের 'জীবন প্রভাত', রাজপুত জীবন সন্ধ্যা।


ফিরোজ শাহ মেহতা

• ফিরোজ শাহ মেহতা হলেন বোম্বের ত্রিমূর্তির একজন। বোম্বের ত্রিমূর্তির অন্য দুজন হলেন, কে. টি. তিলং এবং বদরুদ্দিন তৈয়বজী।

• ফিরোজ শাহ মেহতা এর লেখা বই হল, Origin of the Moderate Movement ।


উমেশ চন্দ্র ব্যানার্জি (WC Bannerjee)

• উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি।

• উমেশচন্দ্র ব্যানার্জীর লেখা গ্রন্থ হল, Introduction to the Indian Politics ।

• উমেশ চন্দ্র ব্যানার্জীর লেখা বই হল, Shells from the sand of Bombay ।



চরমপন্থী নেতাদের নাম

বালগঙ্গাধর তিলক

• বালগঙ্গাধর তিলক কে আধুনিক ভারতের স্রষ্টা বলা হয়।

• বাল গঙ্গাধর তিলককে বিক্ষোভের জনক (Father of Indian Unrest) বলা হয়। এই উপাধি দিয়েছিল ব্রিটিশ সাংবাদিক ও ঐতিহাসিক Valentin Chirol ।

• বালগঙ্গাধর তিলক 'লোকমান্য' নামে বেশি পরিচিত ছিলেন, তাকে 'মারাটা কেশোরী' বলা হয়।

• বাল গঙ্গাধর তিলকের লেখা বই হল, গীতা রহস্য, Arctic Home of the Vedas ।

• "স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই" — বাল গঙ্গাধর তিলক।

• বালগঙ্গাধর তিলক হোমরুল লীগ গড়ে তোলেন ১৯১৬ সালের এপ্রিল মাসে পুনাতে।


লালা লাজপৎ রায়

• পাঞ্জাব কেশরী নামে লালা লাজপৎ রায় পরিচিত।

• লালা লাজপৎ রায়ের লেখা বই হল, Unhappy India, Young India ।


বিপিনচন্দ্র পাল

• বাংলার বার্ক বা বার্ক অফ বেঙ্গল নামে বিপিনচন্দ্র পাল পরিচিত। তাকে ইংরেজ দার্শনিক এডমন্ড বার্কের সাথে তুলনা করা হয়।

• বিপিনচন্দ্র পালের লেখা বই হল, ভারত আত্মা।

• বিপিনচন্দ্র পাল নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি বন্দেমাতরম পত্রিকাও সম্পাদনা করেছেন।


অরবিন্দ ঘোষ

• দেশবন্ধু চিত্তরঞ্জন তাকে জাতীয়তাবাদের দার্শনিক ও স্বদেশিকতার কবি বলে অভিহিত করেছেন।

• অরবিন্দ ঘোষের লেখা বই হল, Live Divine, ভবাণী মন্দির, New lamps of old, সাবিত্রী।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন