ভাজক কলা : সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণীবিন্যাস

যে কলার কোশগুলি বিভাজিত হতে পারে তাকে ভাজক কলা বলে। ভাজক কলার শ্রেণীবিন্যাস এর ক্ষেত্রে আমরা ভাজকলাকে চারটে প্রধান ভাগে ভাগ করেছি।  যে ভাজক কলার কোষগুলি অনিয়ত তলে বিভাজিত হয় এবং যে ভাজক কলা মজ্জার বহিস্তর গঠন করে তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে। আরও .....

Bigyanbook
ভাজক কলা


প্রথমেই আমরা জানবো ভাজক কলা কাকে বলে বা ভাজক কলার সংজ্ঞা।

ভাজক কলা কাকে বলে ?

যে কলার কোশগুলি বিভাজিত হতে পারে তাকে ভাজক কলা বলে।


এরপর আমরা জেনে নেব ভাজক কলার বৈশিষ্ট্য গুলি।

ভাজক কলার বৈশিষ্ট্য

1. ভাজক কলার কোষগুলি অপরিণত এবং বিভাজিত হতে পারে।

2. ভাজক কলার কোষ গুলির আয়তন ছোট।

3. ভাজক কলার কোষগুলি দেখতে গোলাকার বা ডিম্বাকার আকৃতির হয়।

4. ভাজক কলার কোষগুলি ঘন সন্নিবিষ্ট হয়।

5. কোশান্তর রন্ধ্রবিহীন।

6. কোষ প্রাচীর পাতলা সেলুলোজ যুক্ত।

7. কোষে দানাদার সাইটোপ্লাজম এবং একটি বড় নিউক্লিয়াস থাকে।

8. কোশে সঞ্চিত খাদ্য থাকে।

9. কোষে রেচনবস্তু এবং কোষ গহ্বর থাকে না।


এরপর আমরা জেনে নেব ভাজক কলার শ্রেণীবিন্যাস।

ভাজক কলার শ্রেণীবিন্যাস এর ক্ষেত্রে আমরা ভাজকলাকে চারটে প্রধান ভাগে ভাগ করেছি।

ভাজক কলার শ্রেণীবিন্যাস

(ক) উৎপত্তি অনুযায়ী ভাজক কলার শ্রেণীবিন্যাস।

(খ) অবস্থান অনুযায়ী ভাজক কলার শ্রেণীবিন্যাস।

(গ) বিভাজন তল অনুযায়ী ভাজক কলার শ্রেণীবিন্যাস।

(ঘ) কাজ অনুযায়ী ভাজক কলার শ্রেণীবিন্যাস।


এবার এই চারটে প্রধান ভাগ থেকে প্রত্যেকটি ভাগ আলাদা আলাদা করে আলোচনা করব এবং এই ভাগের মধ্যে কোন কোন ভাজক করা রয়েছে সেগুলোর সম্বন্ধে এবং তার কাজ আমরা জানবো।


(ক) উৎপত্তি অনুযায়ী ভাজক কলা

1. প্রাথমিক ভাজক কলা :

                আদি ভাজক কলা থেকে যে ভাজক কলা তৈরি হয় তাদের প্রাথমিক ভাজক কলা বলে।

প্রাথমিক ভাজক কলার কাজ - প্রাথমিক ভাজক কলা মূল, কাণ্ড, পাতা এবং বিভিন্ন অঙ্গের শীর্ষ থেকে অঙ্গ কে বাড়তে সাহায্য করে।

2. গৌণ ভাজক কলা :

            স্থায়ী কলা বিভাজন ক্ষমতা লাভ করে যে ভাজক কলা তৈরি করে তাকেই গৌণ ভাজক কলা বলে।

গৌণ ভাজক কলার কাজ - গৌণ ভাজক কলা গৌণ বৃদ্ধিতে সাহায্য করে।


(খ) অবস্থান অনুযায়ী ভাজক কলা

1. অগ্রস্থ ভাজক কলা :

             যে ভাজক কলা উদ্ভিদের বিভিন্ন অঙ্গের শীর্ষ থেকে অঙ্গগুলিকে বাড়তে সাহায্য করে তাদের অগ্রস্থ ভাজক কলা বলে।

অগ্রস্থ ভাজক কলার কাজ - অগ্রস্থ ভাজক কলা মূল, কাণ্ড এবং পাতার শীর্ষ বৃদ্ধিতে কাজ করে।

2. নিবেশিত ভাজক কলা :

                 উদ্ভিদ অঙ্গের স্থায়ী কলার মাঝখানে যে ভাজক কলা থাকে তাকে নিবেশিত ভাজক কলা বলে।

নিবেশিত ভাজক কলার কাজ - নিবেশিত ভাজক কলার বিভাজনে পর্বমধ্য লম্বায় বাড়ে।

3. পার্শ্বস্থ ভাজক কলা :

              যে ভাজক কলা উদ্ভিদ অঙ্গের পাশের দিকে লম্বভাবে বিস্তৃত থাকে তাদের পার্শ্বস্থ ভাজক কলা বলে।

পার্শ্বস্থ ভাজক কলার কাজ - এদের সাহায্যে গৌণ বৃদ্ধি ঘটে থাকে।


(গ) বিভাজন তল অনুযায়ী ভাজক কলা

1. মাস ভাজক কলা :

           যে ভাজক কলার কোষগুলি সব রকমের তলেই বিভাজিত হয় তাকে মাস ভাজক কলা বলে।

মাস ভাজক কলার কাজ - মাস ভাজক কলার বিভাজনে অঙ্গের ঘনমান বাড়ে।

2. প্লেট ভাজক কলা :

          যে ভাজক কলার কোষগুলি দুটি তলে বিভাজিত হয় এবং একস্তরীয় চাদরের মতো কলা তৈরি করে তাকে প্লেট ভাজক কলা বলে।

প্লেট ভাজক কলার কাজ - প্লেট ভাজক কলা ক্ষেত্রফল বাড়ায়।

3. রিব ভাজক কলা :

          যে ভাজক কলার কোষগুলি একটি লাইনে সাজানো থাকে এবং বর্ধনশীল অংশ থেকে জাইলেম ও ফ্লোয়েম তৈরি হয় তাকে রিব ভাজক কলা বলে।

রিব ভাজক কলার কাজ - এই ভাজক কলা লম্বায় বৃদ্ধিতে সাহায্য করে।


(ঘ) কাজ অনুযায়ী ভাজক কলা

1. প্রোটোডার্ম ভাজক কলা :

             যে ভাজক কলা থেকে ত্বক তৈরি হয় তাকে প্রোটোডার্ম ভাজক কলা বলে।

প্রোটোডার্ম ভাজক কলার কাজ - এই ভাজক কলা ত্বক তৈরি করে।

2. প্রোক্যাম্বিয়াম ভাজক কলা :

           যে ভাজক কলা থেকে শিরাত্মক কলা তৈরি হয় তাকে প্রোক্যাম্বিয়াম ভাজক কলা বলে।

প্রোক্যামবিয়াম ভাজক কলার কাজ - এই ভাজক কলা গৌণ বৃদ্ধি ঘটায়।

3. গ্রাউন্ড মেরিস্টেম :

           যে ভাজক কলার কোষগুলি অনিয়ত তলে বিভাজিত হয় এবং যে ভাজক কলা মজ্জার বহিস্তর গঠন করে তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে।

গ্রাউন্ড মেরিস্টেম ভাজক কলার কাজ - এই ভাজক কলা ঘনমান বাড়ায়।


কেমন লাগছে আমাদের ওয়েবসাইট পড়তে অবশ্যই জানান নিজের কমেন্ট বক্সে আপনার কমেন্ট করে। শেয়ার করুন এই পেজটি অন্যান্যদের সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। পড়তে থাকুন দেখতে থাকুন আমাদের অন্যান্য লেখাগুলিও। অসংখ্য ধন্যবাদ।।



❤️ from Bigyanbook

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন