নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সমূহ জানবো। এর সঙ্গেই থাকবে মৌলিক কর্তব্য থেকে চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাহলে চলুন শুরু করা যাক।
![]() |
মৌলিক কর্তব্য |
এক ঝলকে দেখে নিই কিছু তথ্য —
• ভারতীয় সংবিধানে বর্তমানে 11 টি মৌলিক কর্তব্য আছে।
• মৌলিক কর্তব্যের ধারণাটি এসেছে রাশিয়ার সংবিধান থেকে।
• এনেছিলেন শ্রীমতি ইন্দিরা গান্ধী।
• সরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়।
• 1976 সালের সংবিধানের 42 তম সংশোধনে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়। সংবিধানের 51(A) ধারায় মৌলিক কর্তব্য যুক্ত করা হয়।
• প্রথমে মৌলিক কর্তব্য দশটি ছিল। তারপর 2002 সালে সংবিধানের 86 তম সংশোধনীতে আরো একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11 টি।
• মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য হলো ভারতীয় জনগণকে রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন করে তোলা।
মৌলিক কর্তব্য
1) সংবিধানকে মান্য করতে হবে এবং সংবিধানের আদর্শ, প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
2) যে সকল মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল, সেগুলিকে পোষণ এবং অনুসরণ করতে হবে।
3) ভারতের সার্বভৌমিকতা, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করতে হবে।
4) দেশ রক্ষা ও জাতীয় সেবা কাজে আত্মনিয়োগের জন্য আহূত হলে সাড়া দিতে হবে।
5) ধর্মগত, ভাষাগত ,অঞ্চলগত বা শ্রেণিগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভাতৃত্ববোধকে সম্প্রসারিত করতে হবে এবং নারীজাতির মর্যাদাহানিকর সকল প্রথাকে পরিহার করতে হবে।
6) আমাদের দেশের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য প্রদান ও সংরক্ষণ করতে হবে।
7) বনভূমি, হ্রদ, নদী, বন্যপ্রাণীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নতি এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করতে হবে।
8) বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতাবোধ, অনুসন্ধিৎসা, সংস্কারমূলক মনোভাবের প্রসার সাধন করতে হবে।
9) জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও হিংসার পথ পরিহার করতে হবে।
10) সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত সকল কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে।
11) 6-14 বছরের সকল শিশুদের শিক্ষা সুনিশ্চিত করতে হবে।
In English version :-
Fundamental Duties
1) to abide by the Constitution and respected are National Flag and the National Anthem.
2) to cherish and follow the noble ideals which inspired our national struggle for freedom.
3) to protect the sovereignty, unity and integrity of India.
4) to defend the country.
5) to promote the spirit of common brotherhood amongst all the people of India.
6) to preserve the rich heritage of our composite culture.
7) to protect and improve the natural environment.
8) to develop the scientific temper and spirit of inquiry.
9) to safeguard public property.
10) to strive towards excellence in all spheres of individual and collective activity.
11) to provide opportunities for education to his child between age of 6 to 14 years.
এবার দেখবো কিছু প্রশ্ন উত্তর —
কোন বছর ভারতীয় পার্লামেন্ট দ্বারা মৌলিক কর্তব্যকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়?
উত্তর: 1976 সালের সংবিধানের 42 তম সংশোধনে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়।
Fundamental duties under Article 51(A) is confined to
Answer: Citizens of India.
সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক কর্তব্য গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর: সংবিধানের চতুর্থ অধ্যায় মৌলিক কর্তব্য গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংবিধানের কোন ধারায় মৌলিক কর্তব্য গুলি যুক্ত করা হয়েছে?
উত্তর: সংবিধানের 51(A) ধারায় মৌলিক কর্তব্য গুলি যুক্ত করা হয়েছে।
কততম সংশোধনীর মাধ্যমে 11তম মৌলিক কর্তব্য যুক্ত করা হয়?
উত্তর: 86তম সংশোধনী (2002) -তে 11 তম মৌলিক কর্তব্য যুক্ত করা হয়।
মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে?
উত্তর: রাশিয়ার সংবিধান থেকে মৌলিক কর্তব্যের ধারণা গ্রহণ করা হয়েছে।
কোন কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়?
উত্তর: সরণ সিং কমিটির (Swarn Singh Commitee) সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়।
কেন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়?
উত্তর: ভারতে জনগণকে রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন করে তোলার উদ্দেশ্যে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়।
কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।