নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর জানবো। তাহলে চলুন শুরু করা যাক।
প্লাজমা ও সিরামের মধ্যে পার্থক্য |
প্লাজমা ও সিরাম এর মধ্যে পার্থক্য
প্লাজমা | সিরাম |
---|---|
1. রক্ত কণিকাবিহীন রক্তের জলীয় অংশ ষকে প্লাজমা বলে। | 1. রক্ত কণিকা, ফাইব্রিনোজেন ও প্রোথ্রম্বিন নামক প্রোটিন বিহীন রক্তের জলীয় অংশকে সিরাম বলে। |
2. এতে ফাইব্রিনোজেন ও প্রোথ্রম্বিন নামক প্রোটিন বর্তমান। | 2. এতে ফাইব্রিনোজেন ও প্রোথ্রম্বিন প্রোটিন থাকে না। |
3. উপযুক্ত পরিবেশে এটিতে তঞ্চন ঘটানো সম্ভব। | 3. এতে তঞ্চন হয় না। |
মিয়োসিস এর তাৎপর্য
1) যৌন জননকারী জীবদের দেহে জনন কোষ বা গ্যামেট উৎপাদনের ক্ষেত্রে মিয়োসিস কোষ বিভাজন প্রয়োজন।
2) মিয়োসিস এর ফলে ডিপ্লয়েড (2n) জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড (n) জনন কোষ (গ্যামেট) সৃষ্টি হয়। নিষেকের মাধ্যমে দুটি বিপরীত জনন কোষের মিলনে ডিপ্লয়েড (2n) জাইগোট বা ভ্রূণ গঠিত হয়। মিয়োসিস এর মাধ্যমে যৌন জননকারী জীবদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে।
3) মিয়োসিস কোষ বিভাজনে ক্রসিংওভার ঘটে নন-সিস্টার ক্রোমাটিড এর মধ্যে জিনের আদান-প্রদান ঘটে ফলে জিনের পুনঃসংযোগ বা রিকম্বিনেশন ঘটে। ফলে প্রজাতিতে জিনগত ভেদ বা প্রজননিক প্রকরণ (Genetic variation) লক্ষিত হয়।
নিউরোহরমোন কি ?
যে সকল হরমোন বিশেষ ধরনের স্নায়ুকোষ বা নিউরোসিক্রেটরি কোষ থেকে ক্ষরিত হয় এবং অ্যাসিড ফুকসিন রঞ্জকে রঞ্জিত হয় তাদের নিউরোহরমোন বলে।
নিউরোহরমোনের উদাহরণ - হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত TSH ও GRH হলো নিউরোহরমোন।
মারসুপিয়াম কি ?
মার্সুপিয়াম হল একপ্রকার থলির মতো গঠন। ক্যাঙ্গারু জাতীয় প্রাণীর উদরের নীচে অবস্থিত বিশেষ থলির মধ্যে অপরিণত শাবকের বৃদ্ধি ও পরিচর্যার ব্যবস্থা থাকে একে মারসুপিয়াম বলে।
অস্ট্রেলিয়ান রেলসে বসবাসকারী ক্যাঙ্গারুর মধ্যে মার্সুপিয়াম দেখতে পাওয়া যায়।
মৌচাকে কর্মী মৌমাছির ভূমিকা কি ?
চাকের সমস্ত কাজ, শাবকদের পালন, রানী মৌমাছি কে পাহারা দেওয়া, পরাগ ও মকরন্দ সংগ্রহ করা।
অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন ?
অগ্ন্যাশয় থেকে হরমোন (অন্তক্ষরা) এবং উৎসেচক (বহিক্ষরা) উভয় ক্ষরিত হয়, তাই অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলে।
অগ্নাশয় থেকে ইনসুলিন ও গ্লুকাগন হরমোন ক্ষরণ হয় এছাড়াও ট্রিপসিন ও অ্যামাইলেজ উৎসেচক ক্ষরণ হয়।
কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।