বাগদা চিংড়ি ও গলদা চিংড়ির পার্থক্য

বাগদা চিংড়ি: বহিঃকঙ্কাল এর দ্বিতীয় উদয় খন্ডকের প্লুরা শুধুমাত্র প্রথম উদর খন্ডকের প্লুরাকে আংশিক আবৃত করে। গলদা চিংড়ি: বহিঃকঙ্কাল এর দ্বিতীয় উদর খন্ডক এর প্লুরা প্রথম এবং তৃতীয় উদর খন্ডকের প্লুরাকে আংশিক আবৃত করে। আরও .....

Bigyanbook
বাগদা চিংড়ি ও গলদা চিংড়ির পার্থক্য


বাগদা চিংড়ি ও গলদা চিংড়ির পার্থক্য

বাগদা চিংড়ি গলদা চিংড়ি
1. বহিঃকঙ্কাল এর দ্বিতীয় উদয় খন্ডকের প্লুরা শুধুমাত্র প্রথম উদর খন্ডকের প্লুরাকে আংশিক আবৃত করে। 1. বহিঃকঙ্কাল এর দ্বিতীয় উদর খন্ডক এর প্লুরা প্রথম এবং তৃতীয় উদর খন্ডকের প্লুরাকে আংশিক আবৃত করে।
2. প্রথম তিনটি বক্ষোপাঙ্গ চিলেটে রূপান্তরিত। 2. প্রথম দুটি বক্ষোপাঙ্গো চিলেটে রূপান্তরিত।
3. স্ত্রী চিংড়ি একটি একটি করে ডিম জলে নিক্ষেপ করে। 3. স্ত্রী চিংড়ি ডিম প্লিয়পডে গুচ্ছাকারে ধারণ করে।
4.পরিণত চিংড়ি আকারে কত বড় হয় না। 4. পরিণত চিংড়ি আকারে অনেক বড় হয়।
5. উদাহরণ- Penaeus monodon 5. উদাহরণ- Macrobrachium rosenbergii


আরও এক রকম ভাবে প্রশ্ন হতে পারে যে, পিনিড ও নন পিনিড চিংড়ির পার্থক্য লেখো। তাহলেও এই একি পার্থক্য হবে। পিনিড মানে বাগদা চিংড়ি এবং নন পিনিড মানে গলদা চিংড়ি।

কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।




বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন