classes
classes
 *West Bengal board only.

জীব ও জড়ের পার্থক্য কী কী?

{tocify} $title={এক নজরে শিরোনাম}
জীব ও জড়ের পার্থক্য

জীব ও জড়ের পার্থক্য

জীব জড়
1. জীবের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। 1. জড়ের নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে না।
2. প্রত্যেক জীবদেহ প্রোটোপ্লাজম সমন্বিত এক অথবা একাধিক কোষ দিয়ে গঠিত হয়। 2. জড়ের কোনো প্রোটোপ্লাজম সংগঠন থাকে না।
3. জীব উত্তেজনায় সাড়া দেয়। 3. জড় উত্তেজনায় সাড়া দেয় না।
4. জীবের বিভিন্ন কাজের মধ্যে একটি ছন্দোবদ্ধতা লক্ষ করা যায়। 4. জড়ের কোনো ছন্দোবদ্ধতা দেখা যায় না।
5. জীবের বৃদ্ধি আছে। 5. জড়ের বৃদ্ধি নেই।
6. প্রত্যেক জীবদেহে বিপাক ক্রিয়া সম্পন্ন হয়। 6. জড়ের বিপাকক্রিয়া পরিলক্ষিত হয় না।
7. জীবের চলন এবং গমন দেখা যায়। 7. জড়ের চলন ও গমন দেখা যায় না।
8. জীব অপত্য সৃষ্টি করে বংশবিস্তার করে। 8. জড় বংশবিস্তার করে না।
9. জীবের পরিব্যাপ্তি ঘটে। 9. জড়ের পরিব্যক্তি ঘটে না।
10. জীবের বিবর্তন তথা অভিব্যক্তি ঘটে। 10. জড়ের বিবর্তন দেখা যায় না।
11. জীবের অভিযোজন ক্ষমতা আছে। 11. জড়ের অভিযোজন ক্ষমতা নেই।
12. জীবের জীবনচক্র আছে। 12. জড়ের জীবনচক্র নেই।


জীবন কাকে বলে?

উত্তর - বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে।


জীবনের প্রধান বৈশিষ্ট্য

উত্তেজিতা, প্রোটোপ্লাজমীয় সংগঠন, বৃদ্ধি, বিপাক, চলন ও গমন, পরিব্যক্তি, বিবর্তন, জীবনচক্র হলো জীবনের তথা জীবের প্রধান বৈশিষ্ট্য।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন