নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই প্রশ্ন টি করেছেন Amiya Mandal। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। তাহলে চলুন দেখে নিই এর উত্তর কী হবে।
এক ক্যালোরি তাপ বলতে কী বোঝো?
এক গ্ৰাম জলের উষ্ণতা 1° সেলসিয়াস (বা 1 কেলভিন) বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, সেই পরিমাণ তাপকে এক ক্যালোরি তাপ বলে।
আপনিও আপনার প্রশ্ন করতে পারেন। উপরে বা নীচে "Ask Question" এ গিয়ে করে ফেলুন আপনার প্রশ্ন। আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন "See Answer" পেজে অথবা এই রকম কোনো একটি আর্টিকেলে (যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়)।
পড়তে থাকুন বিজ্ঞানবুক।