জিব্বেরেলিন কাকে বলে?

www.bigyanbook.co.in

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই প্রশ্ন টি করেছেন PRASANTA DAS । প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এর উত্তর কী হবে চলুন দেখে নিই!


জিব্বেরেলিন কাকে বলে?

উদ্ভিদের পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারা, মুকুল, বীজপত্র, বর্ধিষ্ণু পাতা ইত্যাদি থেকে উৎপন্ন টারপিনয়েড জাতীয় যে জৈব অম্ল সমস্ত বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে, উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটাতে এবং ফুল ফোটাতে সাহায্য করে তাদের জিব্বেরেলিন বলে।


আপনিও আপনার প্রশ্ন করতে পারেন। উপরে বা নীচে "Ask Question" এ গিয়ে করে ফেলুন আপনার প্রশ্ন। আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন "See Answer" পেজে অথবা এই রকম কোনো একটি আর্টিকেলে (যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়)।

পড়তে থাকুন বিজ্ঞানবুক।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post