নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো ক্যালোরিমিতির মূল নীতি সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ক্যালোরিমিতির মূলনীতি।
ক্যালোরিমিতির মূলনীতি
দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে, উষ্ণ বস্তু তাপ বর্জন করতে থাকে এবং শীতল বস্তু তাপ গ্রহণ করতে থাকে। তাপের এই গ্রহণ এবং বর্জন ততক্ষণই চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত বস্তু দুটি তাপীয় সাম্যবস্থায় অর্থাৎ একই উষ্ণতায় আসে। দুটি বস্তুর মধ্যে তাপের এই গ্রহণ বর্জনে, যদি —
(১) কোনোভাবে তাপ বেরিয়ে না যায় অথবা বাইরে থেকে তাপ না আসে এবং
(২) কোনোভাবে তাপের উদ্ভব অথবা শোষণ না ঘটে তবে তাপীয় সাম্যবস্থায় এলে,
উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ = শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। একে ক্যালোরিমিতির মূলনীতি বলে।
ক্যালরিমীতির মূলনীতির শর্ত
1. দুটি বস্তুর তাপ বিনিময়ে, পরিবহন, পরিচলন, বিকিরণ পদ্ধতিতে বাইরে থেকে তাপ আসবে না এবং বস্তু দুটি থেকেও কোনো তাপ বাইরে যাবে না।
2. বস্তু দুটির মধ্যে কোনরূপ রাসায়নিক বিক্রিয়া ঘটবে না।
3. বস্তুদ্বয়ের একটি কঠিন এবং অন্যটি তরল হলে দেখতে হবে কঠিন বস্তুটি যেন তরলে দ্রাব্য না হয়। কারণ শেষ দুটি ক্ষেত্রে তাপের উদ্ভব ও শোষণ ঘটতে পারে।
ক্যালোরিমিতির সুত্র
q=mc∆t
যেখানে, q = তাপ বিনিময়ের পরিমাপ
m = বস্তুর ভর
c = বস্তুর নির্দিষ্ট তাপ
∆t = তাপমাত্রার পরিবর্তন
কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।