নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ সম্পর্কে। তাহলে চলুন দেখে নেয়া যাক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকার বিভিন্ন কাজ।
প্রথমেই আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালক কাকে বলে তার সংজ্ঞা জানবো।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে ?
উত্তর: সজীব ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমীয় ধাত্র যেসব অসংখ্য, পরস্পরের সঙ্গে যুক্ত, একক পর্দা বেষ্টিত নালিকার মত অঙ্গানুর দ্বারা অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত থাকে, তাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা বলে।
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা নিউক্লিয় পর্দা এবং কোষ পর্দা থেকে সৃষ্টি হয়।
এনটোপ্লাজমিক রেটিকুলাম এর সংখ্যা
কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকার সংখ্যা অনির্দিষ্ট। কোষের আয়তন বড়ো হলে এর সংখ্যা বৃদ্ধি পায়।
এবার আমরা দেখবো আমাদের এই আর্টিকেলের প্রধান বিষয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিভিন্ন কাজ।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কাজ
1. যান্ত্রিক দৃঢ়তা : এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা কোষের সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে প্রোটোপ্লাজম কে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।
2. বিপাকীয় পদার্থের পৃথক করণ : এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ করে। এন্ডোপ্লাজমীয় জালিকা বিভিন্ন বিপাকীয় পদার্থকে পৃথক রাখে এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলিকে পৃথক রাখে।
3. কোষ অভ্যন্তরীণ পরিবহন : এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকার চ্যানেলগুলি কোষের অভ্যন্তরীণ বিভিন্ন পদার্থকে কোষের বিভিন্ন স্থানে পরিবহন করে।
4. প্রোটিন সংশ্লেষ : অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা RER প্রোটিন সংশ্লেষণ করে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অবস্থিত রাইবোজোম প্রোটিন সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে।
5. গ্লাইকোজেন বিপাক : মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা SER গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপাদন করে অর্থাৎ গ্লাইকোজেনোলাইসিসে সাহায্য করে।
6. ফ্যাট সংশ্লেষ : মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফ্যাট সংশ্লেষে বিশেষ ভূমিকা গ্রহণ করে।
7. হরমোন নিঃসরণ : মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন ইত্যাদি কয়েকটি স্টেরয়েড হরমোন ক্ষরণ করে।
8. কোষ অঙ্গাণু সৃষ্টি : এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডির সিস্টারনি উৎপন্ন হয়।
9. কোশান্তর সংযোগ : একটি কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সংলগ্ন অন্য একটি কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর সঙ্গে ডেসমোটিউবিউলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে।
10. নিউক্লিয় পর্দা গঠন : এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা গঠনে অংশত সাহায্য করে।
11. সাইটোপ্লাজমীয় অঙ্গানুর অবস্থান : এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলিকে সঠিক অবস্থানে থাকতে সাহায্য করে।
12. নির্বিষকরণ : যকৃত কোষের মসৃন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেহে প্রবীষ্ট বিষাক্ত পদার্থের বিষক্রিয়া ধ্বংস করে।
অসংখ্য ধন্যবাদ তোমাকে বিজ্ঞান বুক পড়ার জন্য। অবশ্যই এই আর্টিকেলের লিংক অন্যান্যদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।
কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।