এন্ডোপ্লাজমীয় জালিকা বা‌ রেটিকুলাম এবং গলগি বডির পার্থক্য

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডির পার্থক্য বা এন্ডোপ্লাজমীয় জালিকা এবং গলগি বডির পার্থক্য। তাহলে চলুন দেখে নেয়া যাক পার্থক্যগুলি।

www.bigyanbook.co.in


পার্থক্য শুরু করার আগে আমরা গলগি বডিস বা গলগি বস্তু এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকার সংজ্ঞা গুলি জেনে নেবো।


গলগি বডি কাকে বলে ?

উত্তর: আদর্শ কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিকট ক্ষরণে অংশগ্রহণকারী একক পর্দা বেষ্টিত চ্যাপ্টা থলির মতো এবং ক্ষুদ্র গহবরের মতো যে সব অঙ্গাণু পরস্পর সমান্তরালভাবে সজ্জিত থাকে তাদের গলগি বডি বলে।


এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা কাকে বলে ?

উত্তর: সজীব ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমীয় ধাত্র যেসব অসংখ্য পরস্পরের সঙ্গে যুক্ত একক পর্দা বেষ্টিত নালিকার মত অঙ্গানুর দ্বারা অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত থাকে তাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা বলে।


এন্ডোপ্লাজমীয় জালিকা এবং গলগি বডির পার্থক্য

এন্ডোপ্লাজমীয় জালিকা গলগি বডি
১) সাইটোপ্লাজমের এন্ডোপ্লাজম অংশে অবস্থান করে এবং কোষ পর্দা থেকে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে।১) সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিকটে অবস্থান করে।
২) এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জালকের আকারে অবস্থান করে।২) এরা পরস্পর ঘনসন্নিবিষ্ট ভাবে অবস্থান করে।
৩) সিস্টারনি মসৃণ বা রাইবোজোম দানা যুক্ত অমসৃণ হয়।৩) সিস্টারনি মসৃণ হয়।
৪) শাখান্বিত নালিকা উপস্থিত।৪) নালিকা থাকে না।
৫) ভেসিকল গুলি অপেক্ষাকৃত বড়ো (30-500nm)।৫) ভেসিকলগুলি খুব ক্ষুদ্র (30-40Å), তাই এদের মাইক্রোভেসিকল বলে।
৬) এরা সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে এবং বিভিন্ন বিপাকীয় বস্তুর সমবন্টনে সাহায্য করে।৫) এরা প্রধানত ক্ষরণে অংশ নেয়।



অসংখ্য ধন্যবাদ তোমাকে বিজ্ঞান বুক পড়ার জন্য। আমাদের এই আর্টিকেলটির লিংক অবশ্যই শেয়ার করো অন্যান্যদের সঙ্গে। ধন্যবাদ।


কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।



❤️ from Bigyanbook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন