দ্রবণ, দ্রাব, দ্রাবক
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানব দ্রবণ কাকে বলে?, দ্রাব কাকে বলে?, দ্রাবক কাকে বলে?, দ্রবণের বৈশিষ্ট্য এবং আরো বেশ কিছু তথ্য, প্রশ্ন উত্তর। তাহলে চলুন শুরু করা যাক।
প্রথমেই আমরা দ্রবণ, দ্রাব এবং দ্রাবকের সংজ্ঞা জেনে নেবো।
দ্রবণ কাকে বলে ? (What is Solution ?)
উত্তর: দুই বা ততোধিক কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের সমসত্ত্ব মিশ্রণ, যার প্রতিটি উপাদানের আপেক্ষিক পরিমাণকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা যায়, তাকে দ্রবণ বলে।
দ্রাব কাকে বলে ? (What is Solute ?)
উত্তর: দুটি পদার্থের সমন্বয়ে উৎপন্ন দ্রবণে যে পদার্থটির আপেক্ষিক পরিমাণ কম এবং অপর পদার্থে দ্রবীভূত অবস্থায় থাকে তাকে দ্রাব বলে।
দ্রাবক কাকে বলে ? (What is Solvent ?)
উত্তর: দুটি পদার্থের সমন্বয়ে উৎপন্ন দ্রবণে যে পদার্থটির আপেক্ষিক পরিমাণ বেশি অর্থাৎ, যে পদার্থটি অপর পদার্থকে দ্রবীভূত করে এবং যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থাকে নির্ধারণ করে তাকে দ্রাবক বলে।
>> দ্রবণের দুটি অংশ, যেগুলি হল দ্রাব্য এবং দ্রাবক।
সুতরাং, দ্রবণ = দ্রাব + দ্রাবক
এবার আমরা দেখবো দ্রবণ, দ্রাব এবং দ্রাবকের উদাহরণ সমূহ।
উদাহরণ
দ্রবণের উদাহরণ (Example of Solution)
বায়ু, H2 এবং He গ্যাসের মিশ্রণ, NaCl এর জলীয় দ্রবণ, চিনির জলীয় দ্রবণ, জল ও ইথানলের মিশ্রণ, CO2 এর জলীয় দ্রবণ, সোডিয়াম-অ্যামালগাম (Na/Hg), ধাতুসংকর ইত্যাদি।
দ্রাব এর উদাহরণ (Example of Solute)
চিনির জলীয় দ্রবণে চিনি হল দ্রাব, কারণ চিনি জলে দ্রবীভূত অবস্থায় থাকে এবং দ্রবণে চিনির পরিমাণ জল অপেক্ষা কম। একইভাবে NaCl এর জলীয় দ্রবণে NaCl হলো দ্রাব।
দ্রাবক এর উদাহরণ (Example of Solvent)
চিনির জলীয় দ্রবণে জল হল দ্রাবক। কারণ জল চিনি কে দ্রবীভূত করে, দ্রবণে জলের পরিমাণ চিনি অপেক্ষা বেশি এবং জল ও চিনি দ্রবণ উভয়েরই ভৌত অবস্থা একই, তরল। একইভাবে NaCl এর জলীয় দ্রবণে জল হল দ্রাবক।
দ্রবণের বৈশিষ্ট্য (Characteristics of solution)
1) দ্রবণের মধ্যে দ্রাবের কণাগুলি (অণু বা আয়ন) দ্রাবকের সঙ্গে সমসত্ব ভাবে মিশে থাকে।
2) দ্রবণে উপস্থিত দ্রাব কণা গুলির ব্যাস 10-7 - 10-8 cm হয়। ফলে দ্রবণে উপস্থিত কণাগুলিকে উচ্চ ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না।
3) দ্রবণের যেকোনো অংশের উপাদান গুলির আপেক্ষিক পরিমাণ একই হয়। ফলে দ্রবণের সব অংশের ভৌত ধর্ম ও গঠন একই রকম হয়।
4) দ্রবণ প্রকৃতপক্ষে এক দশা সম্পন্ন সমসত্ব মিশ্রণ (single phase homogeneous mixture)।
5) দ্রবণের মধ্যে দ্রাব কণাগুলি অনু বা আয়ন রূপে থাকায় এদেরকে ফিল্টার করে পৃথক করা যায় না। তবে বাষ্পীভবন, পাতন, কেলাসন প্রভৃতি ভৌত পদ্ধতি দ্বারা দ্রাব পদার্থকে দ্রবণ থেকে পৃথক করা যায়।
6) দ্রবণের মধ্যে উপাদান গুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তিত করা যায়।
7) দ্রবন তৈরির সময় তাপের উদ্ভব অথবা শোষণ হতে পারে।
8) দ্রবণ সব সময় স্বচ্ছ হয়। তবে বর্ণহীন বা বর্ণ যুক্ত উভয়ই হতে পারে। যদি দ্রাবকটি বর্ণহীন হয় তাহলে দ্রবণের বর্ণ দ্রাবের বর্ণের উপর নির্ভর করে। দ্রাব আয়নীয় প্রকৃতির হলে দ্রবণের বর্ণ দ্রবণে উপস্থিত আয়নের উপর নির্ভর করে।
এবার আমরা দেখবো বেশ কিছু প্রশ্ন উত্তর, বেশ কিছু তথ্য, তাহলে চলুন দেখে নেয়া যাক সবকিছু।
দ্রবণ থেকে প্রশ্ন উত্তর
আদর্শ দ্রবণ কাকে বলে ?
উত্তর: যেসব দ্রবণ যে কোনো উষ্ণতায় এবং গাঢ়ত্বে রাউল্ট সূত্র মেনে চলে, তাদের আদর্শ দ্রবণ বলে।
অনাদর্শ দ্রবণ কাকে বলে ?
উত্তর: যেসব দ্রবণ রাউল্ট সূত্র মেনে চলে না, তাদের অনাদর্শ দ্রবণ বলে।
দ্রবণের শতকরা মাত্রা কাকে বলে ? (What is percentage strength of solution?)
উত্তর: কোনো দ্রবণের 100 ভাগে যত ভাগ দ্রাব দ্রবীভূত থাকে, সেই সংখ্যাটিকে ওই দ্রবণের শতকরা মাত্রা বলে।
দ্রবণের নর্ম্যালিটি কাকে বলে ? (What is Normality?)
উত্তর: কোনো দ্রবণের প্রতি লিটার (1000mL বা 1000cc) আয়তনে কোনো দ্রাবের যত গ্ৰাম-তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, গ্ৰাম-তুল্যাঙ্ক -এর সেই সংখ্যাকে ওই দ্রবণের নর্ম্যালিটি বলে।
নর্মাল দ্রবণ কাকে বলে ? (What is Normal solution?)
উত্তর: যদি কোনো দ্রবণের প্রতি লিটারে কোনো দ্রাবের এক গ্ৰাম-তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণটিকে ওই দ্রাবের নরমাল দ্রবণ বলে।
দ্রবণের মোলারিটি কাকে বলে ? (What is Molarity?)
উত্তর: কোনো দ্রবণের প্রতি লিটার (1000mL বা 1000cm³) আয়তনে কোনো দ্রাবের যত গ্রাম-অণু বা গ্রাম-মোল দ্রবীভূত থাকে, সেই গ্ৰাম-অণু বা গ্ৰাম-মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে।
মোলার দ্রবণ কাকে বলে ? (What is Molar solution?)
উত্তর: যদি কোনো দ্রবণের প্রতি লিটারে এক গ্রাম-অণু বা এক গ্রাম-মোল দ্রাব দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণকে ওই দ্রাবের মোলার দ্রবণ বলে।
মোলারিটি একক ব্যবহারের সুবিধা ও অসুবিধা
1) রসায়নাগারের বিভিন্ন কাজে মোলারিটি একক ব্যবহার করা হয়। এ ছাড়া পরিমাণগত বিশ্লেষণ ও নির্দিষ্ট মাত্রার দ্রবণ প্রস্তুতিতেও মোলারিটির ব্যবহার হয়।
2) কোনো দ্রবণে উপস্থিত দ্রাব্ পদার্থটি কিরূপ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তার উপর দ্রবণের মোলারিটি নির্ভর করে না।
3) দ্রবণের মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল।
দ্রবণের ফর্মালিটি কাকে বলে ? (What is Formality?)
উত্তর: কোন দ্রবণের প্রতি লিটার আয়তনে দ্রবীভূত দ্রাবের গ্রাম-সংকেত ওজনের সংখ্যাকে ওই দ্রবণের ফর্মালিটি বলে।
ফরমাল দ্রবণ কাকে বলে ? (What is Formal solution?)
উত্তর: কোন দ্রবণের প্রতি লিটারে 1 গ্রাম-সংকেত ওজনের দ্রাব্য দ্রবীভূত থাকলে উৎপন্ন দ্রবণকে ওই দ্রাবের ফরমাল দ্রবণ বলে।
দ্রবণের মোলালিটি কাকে বলে ? (What is Molality?)
উত্তর: 1000g দ্রাবকে কোনো দ্রাবের যত গ্রাম-অণু দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে, সেই গ্ৰাম-অণুসংখ্যাকে ওই দ্রবণের মোলালিটি বলে।
মোলাল দ্রবণ কাকে বলে ? (What is Molal solution?)
উত্তর: 1000g দ্রাবকে কোনো দ্রাবের 1 গ্ৰাম-অণু পরিমাণ দ্রবীভূত থাকলে, উৎপন্ন দ্রবণকে ওই দ্রাবের মোলাল দ্রবণ বলে।
মোল ভগ্নাংশ কাকে বলে ? (What is Molar fraction?)
উত্তর: দ্রবণে উপস্থিত দ্রাবের মোল সংখ্যাকে দ্রাব ও দ্রাবকের মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে ওই দ্রাবের মোল ভগ্নাংশ বলে। একইভাবে, দ্রবণে উপস্থিত দ্রাবকের মোল সংখ্যাকে দ্রাব ও দ্রাবকের মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে দ্রাবকের মোল ভগ্নাংশ বলে।
দ্রাবের ppm কাকে বলে ?
উত্তর: কোন দ্রবণের প্রতি ১০ লক্ষ ভাগে (আয়তন বা ওজন) কোনো দ্রাবের যত ভাগ ওজন দ্রবীভূত থাকে, সেই ওজন নির্দেশক সংখ্যাটিকে ওই দ্রাবের ppm বলে।
উষ্ণতার উপর নির্ভরশীলতা
• দ্রবণের নর্ম্যালিটি উষ্ণতার উপর নির্ভরশীল।
• দ্রবণের মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল।
• দ্রবণের ফর্মালিটি উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয়।
• দ্রবণের মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়।
• মোল ভগ্নাংশ উষ্ণতা নিরপেক্ষ।
নরমালিটি একক ব্যবহারের সুবিধা ও অসুবিধা
আয়নীয় যৌগের দ্রবণের গাঢ়ত্ব নির্ণয়ে নর্মালিটি একক হলো বহুল ব্যবহৃত একটি একক। এ ছাড়া বহু জৈব যৌগের পরিমাণগত বিশ্লেষণ এর ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রার দ্রবণ প্রস্তুতিতেও এটি ব্যবহৃত হয়।
নরমালিটি একক ব্যবহারের বেশ কিছু অসুবিধা রয়েছে। সেগুলি হল —
1) দ্রবণে দ্রবীভূত দ্রাবটি কী ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার উপর দ্রবণের নর্ম্যালিটি নির্ভরশীল।
2) দ্রবণের নর্ম্যালিটি উষ্ণতার উপর নির্ভরশীল।
>> যদি কোনো দ্রাবের গ্ৰাম-তুল্যাঙ্ক ও গ্ৰাম-আণবিক ওজন অভিন্ন হয়, তাহলে ওই দ্রাবের দ্রবণের নর্ম্যালিটি ও মোলারিটি একই হয়। ফলে ওই দ্রাবের নরমাল দ্রবণ ও মোলার দ্রবণ অভিন্ন।
>> দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের একক : শতকরা মাত্রা, নরমালিটি, মোলারিটি, ফর্মালিটি, মোলালিটি, গ্ৰাম প্রতি লিটার, মোল ভগ্নাংশ, ppm একক।
কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন