আদর্শ ফুল

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানব আদর্শ ফুল সম্পর্কে বিভিন্ন তথ্য। আমরা জানবো আদর্শ ফুলের সংজ্ঞা আদর্শ ফুলের বিভিন্ন অংশ এবং তাদের কাজ। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in

সপুষ্পক উদ্ভিদের পরিবর্তিত বিটপ হল ফুল। ফুল হল উদ্ভিদের সর্বাপেক্ষা দৃষ্টি আকর্ষণকারী অঙ্গ। ফুল উদ্ভিদের জনন ও বংশবিস্তারের সাহায্য করে বলে ফুলকে জনন অঙ্গ বলে। ফুল নানা রঙের এবং গন্ধ যুক্ত হয়। ফুল থেকে ফল ও বীজের সৃষ্টি হয় এবং বীজ থেকেই নতুন উদ্ভিদের সৃষ্টি হয়।


আদর্শ ফুল কাকে বলে ? (What is typical flower ?)

উত্তর: সবৃন্তক ফুলের পুষ্পাক্ষের উপর চারটি স্তবক ক্রমপর্যায়ে সর্পিলাকারে বা আবর্তাকারে সজ্জিত থাকলে এবং প্রতিটি স্তবকের অংশগুলির মধ্যে আকৃতিগত সাদৃশ্য থাকলে, সেই ফুলকে আদর্শ ফুল বলে।


আদর্শ ফুলের উদাহরণ

জবা ফুল হলো একটি আদর্শ ফুলের উদাহরণ।

আরও পড়ুন: পুষ্প ও অঙ্গজ বিটপের পার্থক্য

এখন আমরা দেখবো আদর্শ ফুল জবার বিভিন্ন অংশ এবং তাদের কাজ।


আদর্শ ফুল জবার বিভিন্ন অংশ (Different parts of typical flower China rose)

1) পুষ্পবৃন্ত (Pedicel)

জবা ফুল যে সরু, সবুজ, দন্ডাকার অংশের সাহায্যে কাণ্ড বা শাখা প্রশাখার সঙ্গে যুক্ত থাকে তাকে পুষ্পবৃন্ত বলে।

2) পুষ্পাক্ষ (Receptacle or Thalamus)

পুষ্প বৃন্তের উপর যে স্ফীত অক্ষের উপর পুষ্প স্তবক গুলি সাজানো থাকে তাকে পুষ্পাক্ষ বলে।

3) পুষ্পস্তবক (Foral whorls)

পুষ্পাক্ষের উপর সাজানো বৃতি, দলমন্ডল, পুংস্তবক ও স্ত্রী স্তবক কে পুষ্প স্তবক বলে।


আদর্শ ফুল জবার বিভিন্ন অংশের কাজ (Functions of different parts of typical flower China rose)

1) পুষ্পবৃন্ত (Pedicel) : পুষ্প বৃন্ত ফুল ও কাণ্ড বা শাখা প্রশাখার সঙ্গে সংযোগ রক্ষা করে।

2) পুষ্পাক্ষ (Thalamus) : পুষ্পাক্ষ ফুলের স্তবক গুলিকে (বৃতি, দলমন্ডল, পুং স্তবক ও স্ত্রী স্তবক) ধারণ করে।

3) বৃতি (Calyx) : কুঁড়ি অবস্থায় বৃতি ফুলের অন্যান্য স্তবক গুলিকে রোদ, বৃষ্টি, ঠান্ডা, বাইরের আঘাত ও কীট পতঙ্গদের আক্রমণ থেকে রক্ষা করে। বৃতি সবুজ হওয়ায় সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। বৃৃতি উজ্জ্বল বর্ণের হলে পতঙ্গকে আকৃষ্ট করে পরাগ যোগে সাহায্য করে।

4) উপবৃতি (Epicalyx) : উপবৃতি অপরিণত দশায় বৃতিকে রক্ষা করে।

5) দলমন্ডল (Corolla) : দলমন্ডল ফুলের ভিতরের স্তবক পুং স্তবক ও স্ত্রী স্তবক কে কীটপতঙ্গ এবং রৌদ্র জল থেকে রক্ষা করে। উজ্জ্বল বর্ণের সাহায্যে দলমন্ডল কীটপতঙ্গকে আকৃষ্ট করে পরাগযোগে সাহায্য করে।

6) পুং স্তবক (Androecium) : পুংস্তবকের পুংকেশরে যে পরাগধানী থাকে তার মধ্যে মিয়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন পরাগরেণু ও পুং জনন কোষ ফুলের নিষেক প্রক্রিয়ায় সাহায্য করে বংশবিস্তার সংঘটিত করে।

7) স্ত্রীস্তবক (Gynoecium) : স্ত্রী স্তবকের অন্তর্ভুক্ত গর্ভপত্রের ডিম্বাশয়ে ডিম্বক উৎপন্ন হয়। নিষেকের ফলে ডিম্বাশয় টি ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। পুংস্তবকের মতোই স্ত্রী স্তবক বংশবিস্তারে সহায়ক অঙ্গ।

আরও পড়ুন: পরাগরেণু পোষন (Pollen culture)


এখন আমরা বেশ কিছু তথ্য জানব এর থেকে তাহলে চলুন দেখে নেয়া যাক।


প্রশ্ন উত্তর

বৃতি কাকে বলে ?

প্রধানত সবুজ বর্ণের ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মত অংশ নিয়ে গঠিত ফুলের প্রথম বা একেবারে বাইরের দিকে অবস্থিত স্তবককে বৃতি বলে।


বৃত্যংশ কাকে বলে ?

বৃতির প্রত্যেকটি ক্ষুদ্র অংশকে বৃত্যংশ বলে।


দলমন্ডল কাকে বলে ?

বৃতির ভেতরের দিকে অবস্থিত ফুলের দ্বিতীয় স্তবক কে দলমন্ডল বলে।


দলাংশ বা পাপড়ি কাকে বলে ?

দলমন্ডলের প্রত্যেকটি পৃথক পৃথক অংশকে দলাংশ বা পাপড়ি বলে।


পুং স্তবক কাকে বলে ?

দলমন্ডলের ভেতরের দিকে অবস্থিত ফুলের তৃতীয় স্তবক কে পুংস্তবক বলে।


পুং কেশর কাকে বলে ?

পুং স্তবকের প্রতিটি অংশকে পুং কেশর বলে।


স্ত্রীস্তবক কাকে বলে ?

পুষ্পাক্ষের কেন্দ্রে অবস্থিত ফুলের চতুর্থ স্তবক কে স্ত্রী স্তবক বলে।


গর্ভপত্র কাকে বলে ?

স্ত্রী স্তবকের প্রতিটি অংশকে গর্ভ পত্র বলে।


এছাড়াও যদি আপনার এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থেকে থাকে, আপনি নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনার উত্তর যত শীঘ্র সম্ভব দেওয়ার চেষ্টা করব।।

কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post