অ্যামোনিয়ার ব্যবহার

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই পোস্টে আমরা জানব অ্যামোনিয়ার ব্যবহার সম্পর্কে। এছাড়াও থাকবে বেশ কিছু প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, তাহলে চলুন সবকিছু জেনে নেয়া যাক।

www.bigyanbook.co.in


অ্যামোনিয়ার ব্যবহার (Uses of ammonia)

1. ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট (CAN), অ্যামোনিয়াম ফসফেট প্রভৃতি নাইট্রোজেনঘটিত সার প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহৃত হয়।

2. অসওয়াল্ড পদ্ধতিতে (Ostwald's process) নাইট্রিক অ্যাসিড এবং সলভে পদ্ধতিতে (Solvey process) সোডিয়াম কার্বনেট এর শিল্প প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহৃত হয়।

3. তরল অ্যামোনিয়া একটি গুরুত্বপূর্ণ হিমায়ক। বরফ প্রস্তুতিতে এবং হিমঘরে সবজি, ফল ইত্যাদি সংরক্ষণে তরল অ্যামোনিয়া হিমায়ক রূপে বহুল ব্যবহৃত হয়।

4. পরীক্ষাগারে গুরুত্বপূর্ণ বিকারক হিসেবে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ তথা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়।

5. দ্রাবক রূপে তরল অ্যামোনিয়া ব্যবহৃত হয়।

6. তৈলাক্ত পদার্থ বা গ্রিজ পরিষ্কারের জন্য (cleansing agent) এটি ব্যবহৃত হয়।

7. বেশ কিছু অ্যামোনিয়াম যৌগ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও কৃত্রিম রেয়ন, প্লাস্টিক, রবার ইত্যাদি প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহৃত হয়।

আরও পড়ুন: অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সংখ্যা


প্রশ্ন উত্তর :—

এবার আমরা অ্যামোনিয়া থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তথ্য জানবো। চলুন দেখে নিই।

কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নীচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।।

অ্যামোন্যাল কী ? (What is amonal?)

অ্যামোনিয়াম নাইট্রেট এবং অ্যালুমিনিয়াম গুঁড়োর মিশ্রণ একটি বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়, যার নাম অ্যামোন্যাল।


নেসলার বিকারক কী ? (What is Nessler's reagent?)

পটাশিয়াম মারকিউরিক আয়োডাইডের (K2HgI4) ক্ষারীয় দ্রবণ নেসলার বিকারক নামে পরিচিত। নেসলার বিকারকের সংকেত হল K2HgI4


অ্যামোনিয়ার সংকেত কী ?

অ্যামোনিয়ার সংকেত হলো NH3


লাইকার অ্যামোনিয়া কী ?

জলের অনুর সঙ্গে সুদৃঢ় আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠনের কারণে অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য। 273K তাপমাত্রায় এক আয়তন জলে 1000 আয়তন অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হয়। অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে।


অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সংকেত কী ?

অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সংকেত হল NH4OH ।

আরও পড়ুন: ইউরিয়া প্রস্তুতির শিল্প পদ্ধতি

অ্যামোনিয়াম সালফেট এর সংকেত কি ?

অ্যামোনিয়াম সালফেট এর সংকেত হলো (NH4)2SO4


অ্যামোনিয়াম নাইট্রেট এর সংকেত কি ?

অ্যামোনিয়াম নাইট্রেট এর সংকেত হল NH4NO3


অ্যামোনিয়াম ফসফেট এর সংকেত কি ?

অ্যামোনিয়াম ফসফেট এর সংকেত হল (NH4)3PO4


অ্যামোনিয়া গ্যাসের গন্ধ

অ্যামোনিয়া হলো একটি বর্ণহীন এবং তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। অ্যামোনিয়ার গন্ধ "ammoniacal smell" নামে পরিচিত। অ্যামোনিয়া গ্যাসের উপস্থিতিতে চোখে জল আসে।


পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতি বিক্রিয়াসহ লেখ।

পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং শুষ্ক কলিচুন (ক্যালসিয়াম হাইড্রোক্সাইড) এর 1:3 ওজন অনুপাতের মিশ্রণ কে তীব্রভাবে উত্তপ্ত করে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়।

2NH4Cl + Ca(OH)2 + তাপ → 2NH3↑ + CaCl2 + 2H2O

আরও পড়ুন: অণু কাকে বলে, মলিকিউল কী

হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি

বাণিজ্যিকভাবে হেবার পদ্ধতিতে ডাইনাইট্রোজেন এবং ডাইহাইড্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়।


N2 (g) + 3H2(g) ⇄ 2NH3(g) ; ∆fH0 = -46.1 kJ•mol-1


বিক্রিয়াটি উভমুখী। সম্মুখ বিক্রিয়াটি তাপ দায়ী এবং সম্মুখ বিক্রিয়ায় আয়তনের হ্রাস ঘটে।


অ্যামোনিয়া কোথায় পাওয়া যায় ?

নাইট্রোজেনঘটিত জৈব পদার্থ এবং জীবজন্তুর পচন তথা ব্যাকটেরিয়া ঘটিত বিয়োজনে অ্যামোনিয়া উৎপন্ন হয়। প্রাণীর মূত্রে যে ইউরিয়া থাকে তা ব্যাকটেরিয়ার মাধ্যমে অ্যামোনিয়া তে পরিণত হয়।

আরও পড়ুন: অণুর প্রকারভেদ

অ্যামোনিয়ার বন্ধন কোণ কত ?

অ্যামোনিয়ার বন্ধন কোণ হলো 107.8° ।


কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post