classes
classes
 *West Bengal board only.

দূরত্ব কাকে বলে?

{tocify} $title={এক নজরে শিরোনাম}

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই আর্টিকেলে আমরা জানবো দূরত্ব কাকে বলে with detailed definition। দূরত্ব থেকে আরও বেশ কিছু বিষয় রয়েছে এই আর্টিকেলে, তাহলে চলুন দেখে নিই।

দূরত্ব কাকে বলে

দূরত্ব কাকে বলে?

কোনো বস্তু বা বস্তু কণা দ্বারা অতিক্রান্ত পথের মোট দৈর্ঘ্যকে দূরত্ব বলে। The Distance denoted as D.


দূরত্ব কোন রাশি ?

উত্তর: দূরত্ব হলো একটি স্কেলার রাশি।


দূরত্বের মাত্রা কী ?

উত্তর: দৈর্ঘ্যের মাত্রা হলো দূরত্বের মাত্রা। সুতরাং, দূরত্বের মাত্রা = [L]


দূরত্বের একক কী ?

উত্তর: দূরত্বের একক হলো মিটার (m)।


Do you know?

The formula: D = S × T

D is Distance, S is Speed and T is Time.

m/s to km/h : × 18/5

Km/h to m/s : × 5/18

প্রশ্ন: জাস্টিনের মাছ ধরার ট্রিপে, সে দক্ষিণে ১২ কিলোমিটার যায়। তারপর সে পশ্চিমে ৪ কিলোমিটার যায়। তারপরে সে উত্তরে ১ কিলোমিটার যায়। সে কতটা দূরত্ব অতিক্রম করে ?
উত্তর: সে মোট দূরত্ব অতিক্রম করে = ১২+৪+১ = ১৭ কিলোমিটার।

সূত্র : দূরত্ব = গতিবেগ × সময়
সময় = দূরত্ব/গতিবেগ
গতিবেগ = দূরত্ব/সময়

প্রশ্ন: ধরি, একটি কুকুর একটি রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দৌড়ায় এবং রাস্তাটি 80.0 মিটার চওড়া। তাছাড়া, রাস্তার শেষ প্রান্তে পৌঁছাতে কুকুরটির 16.0 সেকেন্ড সময় লাগে। এখন, কুকুরটির গতিবেগ গণনা করুন?
উত্তর: প্রশ্নে প্রদত্ত দূরত্ব = 80.0 মিটার, সময় = 16. সেকেন্ড, গতিবেগ = ?
আমরা জানি, দূরত্ব = গতিবেগ × সময়
          সুতরাং, গতিবেগ = দূরত্ব / সময়
সুতরাং, গতিবেগ = 80.0 / 16.0    = 5.0 মিটার/সেকেন্ড (উত্তর)


এখানে উত্তর 5.0 মিটার/সেকেন্ড আছে, এখন এটাকে যদি কিলোমিটার/ঘন্টা -তে রূপান্তরিত করার জন্য কী করবো....
Just এর সাথে 18/5 গুণ করে দেবো, আর তাহলেই এটা কিলোমিটার/ঘন্টা হয়ে যাবে।
সুতরাং, 5.0 m/s → 5× 18/5 = 18 km/h

আপনার কোনো প্রশ্ন থাকলে জানাবেন। এই পেজটিকে শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল। ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। দেখুন আমাদের অন্যান্য পোস্টগুলিও।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন