{tocify} $title={এক নজরে শিরোনাম}
কোয়াসারভেট কী ? |
কোয়াসারভেট কী ?
কোয়াসারভেট হলো গোলাকার ও দ্বি-স্তরীয় ও আবরক যুক্ত, লিপিড, কার্বোহাইড্রেট ও প্রোটিনের মিলিত রূপ যা পরিবেশ থেকে লিপিড সংগ্রহ করে বৃদ্ধি পেত এবং মুকুল সৃষ্টি করে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম ছিল।
সাধারণ জৈব যৌগ থেকে কেমন ভাবে আদি ও প্রথম জীবের আবির্ভাব হল সেই সম্পর্কে ওপারিন কোয়াসারভেট মডেল রচনা করেন। ওপারিনের মতে কোয়াসারভেটই ছিল প্রথম কোশীয় জীব।