বিশ্ব উষ্ণায়ন: সংজ্ঞা, কারণ, প্রভাব, প্রতিকার

{tocify} $title={এক নজরে শিরোনাম}

বিভিন্ন ধরনের যানবাহন, এরোসল স্প্রে, প্লাস্টিক ফোম, রেফ্রিজারেটর থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন বা CFC বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ। উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বায়ুমণ্ডলের চাপ পরিবর্তিত হওয়ার ফলে ঝড় ও বন্যা হওয়ার ঘটনা বাড়বে। আরও .....

Bigyanbook
বিশ্ব উষ্ণায়ন: সংজ্ঞা, কারণ, প্রভাব, প্রতিকার

বিশ্ব উষ্ণায়ন কাকে বলে ?

গ্রীন হাউস প্রভাবের ফলে পৃথিবীর উপরিতলের উষ্ণতা বৃদ্ধি পেয়ে যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয়, প্রতিকূল পরিবেশ, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির পরিমান বাড়তে থাকে তাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে।


বিশ্ব উষ্ণায়নের কারণ

1) জীবাশ্ম জ্বালানীর দহনের ফলে, অরণ্য বিনাশের ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড এর মাত্রা বৃদ্ধি পায়।

2) বিভিন্ন ধরনের বর্জ্যবস্তুর পচন থেকে, কয়লা খনি থেকে পরিবেশে মিথেন গ্যাসের মাত্রা বৃদ্ধি পায়।

3) বিভিন্ন ধরনের যানবাহন, এরোসল স্প্রে, প্লাস্টিক ফোম, রেফ্রিজারেটর থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন বা CFC গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এর অন্যতম কারণ।


বিশ্ব উষ্ণায়নের প্রভাব

1) যে সকল জীব একস্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে না (যেমন, উদ্ভিদ ও কিছু প্রজাতির প্রাণী) তারা প্রতিকূল উষ্ণতায় বাঁচতে পারবে না।

2) উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বায়ুমণ্ডলের চাপ পরিবর্তিত হওয়ার ফলে ঝড় ও বন্যা হওয়ার ঘটনা বাড়বে।

3) মৌসুমী বায়ুর প্রকৃতি পরিবর্তিত হয়ে পৃথিবীর একপ্রান্তে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এবং অপর প্রান্তে কম বৃষ্টিপাত হওয়ার ফলে মরুভূমির সৃষ্টি হবে।

4) উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবীর দুই মেরু প্রদেশের বরফ গলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে। এরফলে একাধিক দেশের উপকূলবর্তী অঞ্চল প্লাবিত হবে।

5) ভূ-নিম্নস্থ জল বিভিন্ন স্থানে সামুদ্রিক জল দ্বারা কলুষিত হবে।


বিশ্ব উষ্ণায়নের প্রতিকার

1) জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। পরিবর্তে বিকল্প পদ্ধতির ব্যবহার গ্ৰহণ করতে হবে।

2) অরণ্য ধ্বংস বন্ধ করতে হবে।

3) বিভিন্ন ধরনের অপ্রচলিত শক্তি যেমন সোলার প্যানেল ব্যবহার বাড়াতে হবে।

4) জীবাশ্ম জ্বালানির দ্বারা চালিত যানবাহনের সংখ্যা কমাতে হবে।

5) CFC বা ক্লোরোফ্লুরোকার্বন নির্গত করে এমন জিনিসের ব্যবহার কমাতে হবে।

6) পরিবেশকে সুরক্ষিত রাখার জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।


কেমন লাগছে আমাদের ওয়েবসাইট পড়তে অবশ্যই জানান নিজের কমেন্ট বক্সে আপনার কমেন্ট করে। শেয়ার করুন এই পেজটি অন্যান্যদের সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। পড়তে থাকুন দেখতে থাকুন আমাদের অন্যান্য লেখাগুলিও। অসংখ্য ধন্যবাদ।।


বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন