{tocify} $title={এক নজরে শিরোনাম}
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই আর্টিকেলে আমরা জানবো তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য। তাহলে চলুন এক এক করে দেখে নিই তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্যগুলি।
তাপ কী ?
তাপ হলো পৃথিবীতে প্রাণের বেঁচে থাকার জন্য শক্তির একটি অপরিহার্যরূপ। এই শক্তি উষ্ণবস্তু থেকে শীতল বস্তুতে প্রবাহিত হয়।
উষ্ণতা কী ?
উষ্ণতা হলো শরীরের গরম ও ঠাণ্ডার পরিমাপ।
তাপের SI একক কী ?
তাপের SI একক জুল (J)।
উষ্ণতার SI একক কী ?
উষ্ণতার SI একক কেলভিন (K)।
তাপের উৎস কী কী ?
তাপের উৎস হলো সূর্য, রাসায়নিক, বৈদ্যুতিক, পারমাণবিক।
তাপ ও উষ্ণতার পার্থক্য
তাপ | উষ্ণতা |
---|---|
১) তাপ হলো একপ্রকার শক্তি। | ২) উষ্ণতা হলো বস্তুর এক তাপীয় অবস্থা। |
২) তাপ হলো উষ্ণতার কারণ। | ২) উষ্ণতা হলো তাপের ফল। |
৩) তাপ নির্ভর করে বস্তুর অণুগুলির মোট গতিশক্তির উপর। | ৩) উষ্ণতা নির্ভর করে অণুগুলির গড় গতিশক্তির উপর। |
৪) বস্তুর মোট তাপ মাপা যায় না। বস্তু যে তাপ গ্রহণ অথবা বর্জন করে শুধুমাত্র তা মাপা যায়। | ৪) বস্তুর উষ্ণতা মাপা যায়। উষ্ণতা বৃদ্ধি অথবা উষ্ণতার হ্রাস মাপা যায়। |
৫) বস্তু দ্বারা তাপ গ্রহণ অথবা বর্জন, পরিমাপ করা হয় ক্যালরিমিটার -এ। | ৫) বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার -এ। |
৬) তাপের S.I. একক হলো জুল (J) এবং CGS একক হলো ক্যালোরি (cal)। | ৬) উষ্ণতার একক ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন। |
আপনার কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ফলো করুন আমাদের whatsapp চ্যানেল। সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল। দেখুন আমাদের অন্যান্য পোস্টগুলিও।
Khub valo 💕
উত্তরমুছুন