{tocify} $title={এক নজরে শিরোনাম}
ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য
ব্যাপন | অভিস্রবণ |
---|---|
1. পর্দার উপস্থিতি আবশ্যিক নয়। এটি মুক্ত অবস্থায় অথবা পর্দার মাধ্যমেও হতে পারে। | 1. অর্ধভেদ্য পর্দার মাধ্যমে ঘটে, মুক্ত অবস্থায় ঘটে না। |
2. তরলে-তরলে বা অন্য দ্রব্যের মধ্যে ঘটে। | 2. শুধুমাত্র তরলে-তরলে ঘটে। |
3. দ্রাব্য এবং দ্রাবক বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়। | 3. শুধুমাত্র দ্রাবকের অণু দ্রাবকের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়। |
4. বিষম প্রকৃতির দ্রবণের মধ্যে চলতে পারে। | 4. কেবলমাত্র সম বা সদ্ প্রকৃতির দ্রবণের ভিতর ঘটে। |