classes
classes
 *West Bengal board only.

ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য

{tocify} $title={এক নজরে শিরোনাম}
Bigyanbook

ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য

ব্যাপন অভিস্রবণ
1. পর্দার উপস্থিতি আবশ্যিক নয়। এটি মুক্ত অবস্থায় অথবা পর্দার মাধ্যমেও হতে পারে। 1. অর্ধভেদ্য পর্দার মাধ্যমে ঘটে, মুক্ত অবস্থায় ঘটে না।
2. তরলে-তরলে বা অন্য দ্রব্যের মধ্যে ঘটে। 2. শুধুমাত্র তরলে-তরলে ঘটে।
3. দ্রাব্য এবং দ্রাবক বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়। 3. শুধুমাত্র দ্রাবকের অণু দ্রাবকের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়।
4. বিষম প্রকৃতির দ্রবণের মধ্যে চলতে পারে। 4. কেবলমাত্র সম বা সদ্ প্রকৃতির দ্রবণের ভিতর ঘটে।
বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন