classes
classes
 *West Bengal board only.

অণুর প্রকারভেদ | Classification of Molecular - Bigyanbook

{tocify} $title={এক নজরে শিরোনাম}

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা অণুর প্রকারভেদ আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


প্রথমেই আমরা অণুর সংজ্ঞা জানবো।

অণু কাকে বলে ?

মৌলিক বা যৌগিক পদার্থের স্বাধীন সত্তা বিশিষ্ট ক্ষুদ্রতম কণা যার মধ্যে পদার্থটির সমস্ত গুণ বর্তমান তাকে অণু বলে।

এর সাথে related আরও একটি প্রশ্ন আছে যেটি হলো —

মৌলের ক্ষুদ্রতম কণাকে কী বলা হয় ?

মৌলিক বা যৌগিক পদার্থের স্বাধীন সত্তা বিশিষ্ট ক্ষুদ্রতম কণা যার মধ্যে পদার্থটির সমস্ত গুণ বর্তমান তাকে অণু বলে।


অণু কত প্রকারের ?

অণু দুই প্রকারের। যথা— মৌলিক অণু এবং যৌগিক অণু।


মৌলিক অণু কাকে বলে ?

একই মৌলিক পদার্থের পরমাণু দিয়ে গঠিত অণুকে মৌলিক অণু বলে।


মৌলের পারমাণবিকতা কাকে বলে ?

কোনো মৌলের একটি অণুতে যতগুলি পরমাণু থাকে তাকে মৌলটির পারমাণবিকতা বলে।


এক পরমাণুক মৌল কাকে বলে ?

যে মৌল গুলির অণু একটিমাত্র পরমাণু দিয়ে গঠিত তাদের এক পরমাণুক মৌল বলে।

এক পরমাণুক মৌলের উদাহরণ : 

সোডিয়াম (Na), পটাশিয়াম (K), ক্যালসিয়াম (Ca), তামা (Cu), লোহা (Fe) প্রভৃতি ধাতব মৌল।

কার্বন (C), বোরন (B), সিলিকন (Si), প্রভৃতি অধাতব মৌল।

হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar) প্রভৃতি নিষ্ক্রিয় গ্যাস।

এই সমস্ত মৌলের পারমাণবিকতা এক, তাই এই সকল মৌলগুলি এক পরমাণুক মৌল।


দ্বিপরমাণুক মৌল কাকে বলে ?

যে মৌল গুলির অণু দুটি পরমাণু দিয়ে গঠিত তাদের দ্বিপরমাণুক মৌল বলে।

দ্বিপরমাণুক মৌলের উদাহরণ : 

হাইড্রোজেন (H2), নাইট্রোজেন (N2), অক্সিজেন (O2), ক্লোরিন (Cl2)। এই সমস্ত মৌল গুলির পারমাণবিকতা দুই। তাই এই সকল মৌল গুলি দ্বিপরমাণুক মৌল।


আবার মৌলের পারমাণবিকতা 2 এর বেশিও হতে পারে বা একাধিক হতে পারে। যেমন ওজোন (O3) এর পারমাণবিকতা 3। আবার বিভিন্ন অবস্থায় সালফার অণুতে 1টি, 2টি, 6টি, 8টি পরমাণু থাকতে পারে (S1, S2, S6, S8)।


যৌগিক অণু কাকে বলে ?

দুই বা ততোধিক মৌলিক পদার্থের একটি বা একাধিক করে পরমাণু দিয়ে গঠিত অণুকে যৌগিক অণু বলে।

হাইড্রোজেন ক্লোরাইড এর অণু একটি যৌগিক অণু — এটি একটি হাইড্রোজেন ও একটি ক্লোরিন পরমাণু দিয়ে গঠিত। হাইড্রোজেন ক্লোরাইড এর সংকেত HCl । অ্যামোনিয়া অণুতে একটি নাইট্রোজেন ও তিনটি হাইড্রোজেন পরমাণু থাকে। অ্যামোনিয়া অণু একটি নাইট্রোজেন ও তিনটি হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত। অ্যামোনিয়া অণুর সংকেত NH3


Solved queries —

অ্যামোনিয়া অণুতে একটি নাইট্রোজেন

অ্যামোনিয়া অণুতে একটি নাইট্রোজেন ও তিনটি হাইড্রোজেন পরমাণু থাকে। অ্যামোনিয়া অণু একটি নাইট্রোজেন ও তিনটি হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত। অ্যামোনিয়া অণুর সংকেত NH3


মৌলের ক্ষুদ্রতম কণাকে কী বলা হয় অক্সিজেনের অণুর সংকেত লেখাে।

মৌলিক বা যৌগিক পদার্থের স্বাধীন সত্তা বিশিষ্ট ক্ষুদ্রতম কণা যার মধ্যে পদার্থটির সমস্ত গুণ বর্তমান তাকে অণু বলে।

অক্সিজেনের অণুর সংকেত O2


অ্যামোনিয়ার অণুতে একটি নাইট্রোজেন ও তিনটি হাইড্রোজেন পরমাণু বর্তমান

হ্যাঁ, ঠিক অ্যামোনিয়ার অণুতে একটি নাইট্রোজেন ও তিনটি হাইড্রোজেন পরমাণু বর্তমান। অ্যামোনিয়া অণু একটি নাইট্রোজেন ও তিনটি হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত।


কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন