আইসোটোপের বৈশিষ্ট্য | Characteristics of Isotopes — Bigyanbook

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো আইসোটোপের বৈশিষ্ট্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

www.bigyanbook.co.in — Characteristics of Isotopes | আইসোটোপের বৈশিষ্ট্য


ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী একই মৌলের পরমাণু গুলির ধর্ম ও ভর একই। তেজস্ক্রিয়তা সংক্রান্ত গবেষণায় বিজ্ঞানী সডি একই মৌলের বিভিন্ন ভরযুক্ত পরমাণু লক্ষ্য করেন। ধনাত্মক রশ্মি সংক্রান্ত গবেষণায় বিজ্ঞানীরা টমসন 20 এবং 22 ভরযুক্ত স্থায়ী মৌল নিওনের দু'ধরনের পরমাণু সন্ধান পান। একই মৌলের বিভিন্ন ভরযুক্ত পরমাণু গুলিকে পরস্পরের আইসোটোপ বলে। গ্ৰীক ভাষায় Iso শব্দের অর্থ সম বা একই এবং Topos শব্দের অর্থ স্থান বা অবস্থান — এই দুই শব্দ মিলে সমস্থানিক। আইসোটোপের পারমাণবিক সংখ্যা একি বলে এরা পর্যায় সারণিতে একই স্থান দখল করে।


আইসোটোপ কাকে বলে ? (What is isotope ?)

উত্তর : একই মৌলের বিভিন্ন পরমাণু, অনিবার্য কারণে যাদের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য, ভর সংখ্যা ভিন্ন হয় তাদের পরস্পরের আইসোটোপ বলে।


আইসোটোপের বৈশিষ্ট্য (Characteristics of Isotopes)

1) আইসোটোপ গুলি একই মৌলের পৃথক ভর সম্পন্ন পরমাণুমাত্র।

2) আইসোটোপ গুলির পরমাণু ক্রমাঙ্ক একই হওয়ার জন্য তাদের রাসায়নিক ধর্ম যোজ্যতা এবং ইলেকট্রন বিন্যাস একই হয়।

3) এরা পর্যায় সারণিতে একই স্থান দখল করে।

4) আইসোটোপ গুলির পারমানবিক ভর বিভিন্ন বলে তাদের ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি ভৌত ধর্ম গুলি ভিন্ন হয়।


আরো বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্য বিজ্ঞান বুক ফলো করতে থাকুন। পড়তে থাকুন বিজ্ঞান বুকের অন্যান্য আর্টিকেল গুলি। শেয়ার করুন বিজ্ঞান বুকের এই আর্টিকেলটি। আপনার আত্মীয়-পরিজন বন্ধুদেরকে বিজ্ঞান বুকের বিষয়ে জানান এবং তাদেরকে বিজ্ঞান বুক পড়তে বলুন। সাবস্ক্রাইব করুন বিজ্ঞান বুক ইউটিউব এ। লাইক এবং ফলো করুন বিজ্ঞান বুক ফেসবুকে।  

বিজ্ঞান বুক হলো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি অন্যতম ওয়েবসাইট। দেখতে থাকুন বিজ্ঞান বুক। আরো অনেক বেশি তথ্য জানার জন্য। শেয়ার করুন বিজ্ঞান বুক এর প্রতিটি আর্টিকেল আপনার আত্মীয়-পরিজন বন্ধু-বান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post