নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো বোরের পরমাণু মডেলের ত্রুটি। তাহলে চলুন দেখে নিই।
1913 খ্রিস্টাব্দে ডেনমার্কের সুবিখ্যাত বিজ্ঞানী নীলস বোর (Niels Bohr) প্ল্যাঙ্কের কোয়ান্টাম মতবাদের সাহায্যে পরমাণুর সুস্থিরতা এবং রেখা বর্ণালি উৎপত্তির যুক্তিপূর্ণ ব্যাখ্যা দেন। তিনি রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি সংশোধন করে হাইড্রোজেন পরমাণুর যে গঠনচিত্র রচনা করেন, তা "বোরের পরমাণু গঠনচিত্র বা রাদারফোর্ড-বোরের পরমাণু গঠনচিত্র নামে পরিচিত।
বোরের পরমাণু মডেলের ত্রুটি
1. বোরের মতবাদের সাহায্যে দুই বা ততোধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালি ব্যাখ্যা করা যায় না।
2. উচ্চ বিশ্লেষণী ক্ষমতাসম্পন্ন বর্ণালি-বীক্ষণ যন্ত্রের সাহায্যে গৃহীত পারমাণবিক বর্ণালির সূক্ষ্মতর গঠন বোর তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না।
3. চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের বর্ণালিতে উপস্থিত রেখাগুলি আরও সুক্ষ্মতর একাধিক রেখায় বিভাজিত হয় (জিম্যান ক্রিয়া) , তড়িৎক্ষেত্রের প্রভাবেও একই ঘটনা ঘটে (স্টার্ক ক্রিয়া)। একে পরমাণু বর্ণালির সূক্ষ্ম গঠন বলে। বোরের পরমাণু মডেল এর কারণ ব্যাখ্যা করতে পারে না।
4. বোরের পারমাণবিক কাঠামো দ্বিমাত্রিক (two dimensional), তাই পরমাণুর প্রকৃত ত্রিমাত্রিক (three dimensional) গঠন সম্পর্কে বোরের পরমাণু মডেল থেকে কোনো ধারণা পাওয়া যায় না।
5. বোরের পরমাণু মডেলে ইলেকট্রনকে শুধু কণা হিসেবে গণ্য করা হয়েছে। ফলে বোর তত্ত্ব অনুযায়ী, একটি নির্দিষ্ট মূহুর্তে কোনো একটি আবর্তনশীল ইলেকট্রনের সঠিক কৌণিক ভরবেগ ও তার কক্ষপথের ব্যাসার্ধের সঠিক মান নির্ণয় করা সম্ভব। কিন্তু হাইজেনবার্গের অনিশ্চিয়তা নীতি (Heisenberg's uncertainty principle) অনুযায়ী কোনো নির্দিষ্ট মূহুর্তে পরমাণুর মধ্যে ইলেকট্রনের মতো ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা সম্ভব নয়। অর্থাৎ, বোরের পরমাণু তত্ত্ব, হাইজেনবার্গের অনিশ্চিয়তা নীতির সরাসরি বিরুদ্ধাচরণ করে।
আরো বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্য বিজ্ঞান বুক ফলো করতে থাকুন। পড়তে থাকুন বিজ্ঞান বুকের অন্যান্য আর্টিকেল গুলি। শেয়ার করুন বিজ্ঞান বুকের এই আর্টিকেলটি। আপনার আত্মীয়-পরিজন বন্ধুদেরকে বিজ্ঞান বুকের বিষয়ে জানান এবং তাদেরকে বিজ্ঞান বুক পড়তে বলুন। সাবস্ক্রাইব করুন বিজ্ঞান বুক ইউটিউব এ। লাইক এবং ফলো করুন বিজ্ঞান বুক ফেসবুকে।
বিজ্ঞান বুক হলো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি অন্যতম ওয়েবসাইট। দেখতে থাকুন বিজ্ঞান বুক। আরো অনেক বেশি তথ্য জানার জন্য। শেয়ার করুন বিজ্ঞান বুক এর প্রতিটি আর্টিকেল আপনার আত্মীয়-পরিজন বন্ধু-বান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।।