classes
classes
 *West Bengal board only.

ছদ্মপদ বা ক্ষণপদ, ফ্ল্যাজেলা এবং সিলিয়ার পার্থক্য (Difference between Pseudopodia, Flagella and Cilia) - Bigyanbook

{tocify} $title={এক নজরে শিরোনাম}

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো ছদ্মপদ বা ক্ষণপদ, ফ্ল্যাজেলা এবং সিলিয়ার পার্থক্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক পার্থক্য গুলি।

www.bigyanbook.co.in — Difference between Pseudopodia Flagella and Cilia By Bigyanbook, Biology


ছদ্মপদ বা ক্ষণপদ, ফ্ল্যাজেলা এবং সিলিয়ার পার্থক্য


ছদ্মপদ বা ক্ষণপদ ফ্ল্যাজেলা সিলিয়া
1) এটি কোনো নির্দিষ্ট অঙ্গ নয়, প্রোটোপ্লাজম ঘনত্বের পরিবর্তনের ফলে প্লাজমাসল, প্লাজমাজেলে রূপান্তরিত হয়ে ক্ষণপদ সৃষ্টি করে। 1) কোষের স্থায়ী অঙ্গ। 1) কোষের স্থায়ী অঙ্গ।
2) সাময়িকভাবে উৎপন্ন আঙুলের মতো অভিক্ষেপ গঠনের মাধ্যমে ক্ষণপদ সৃষ্টি হয়। 2) এই অঙ্গটি দীর্ঘ ও চাবুকের মতো। 2) সিলিয়া সূক্ষ্ম সুতোর মতো আকৃতি বিশিষ্ট।
3) জীব যে দিকে গমন করে সেদিকে ক্ষণপদের সৃষ্টি হয় এবং বিপরীত দিকে ক্ষণপদ অদৃশ্য হয়। 3) ফ্ল্যাজেলা জল বা তরল মাধ্যমে চাবুকের মতো আঘাত করে অথবা স্ক্রু এর মতো প্যাঁচ হয়ে কোষের গমন ঘটায়। 3) ছন্দ বদ্ধ ভাবে (মেটাক্রোনাস ছন্দ) একই সঙ্গে সিলিয়া গুলি দাঁড় টানার মতো সঞ্চালিত হয় কোষের গমন নিয়ন্ত্রণ করে।
4) কয়েকটি ক্ষণপদ গমন নিয়ন্ত্রণ করে। 4) ফ্ল্যাজেলার সংখ্যা সচরাচর একটি থেকে দুটি হয়। 4) কোষের পৃষ্ঠ তল বরাবর অসংখ্য সিলিয়া সজ্জিত থাকে।
5) টিউবিউলিন জাতীয় প্রোটিন অনুপস্থিত তবে প্রোফিলিন, আলফা অ্যাকটিন, জেলসোলিন প্রোটিন অ্যামিবয়েড চলন নিয়ন্ত্রণ করে। 5) ফ্ল্যাজেলার প্রস্থচ্ছেদে মাইক্রোটিউবিউলের 9+2 সংগঠন দেখা যায়। 5) সিলিয়ার প্রস্থচ্ছেদেও মাইক্রোটিউবিউলের অনুরূপ সংগঠন উপস্থিত।
6) ক্ষণপদ শুধু গমন অঙ্গই নয়, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ পদ্ধতিও নিয়ন্ত্রণ করে। 6) শুধু গমনাঙ্গ হিসেবে কাজ করে। 6) অনেকগুলি সিলিয়া একত্রিতভাবে গমন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে।



আরো বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্য বিজ্ঞান বুক ফলো করতে থাকুন। পড়তে থাকুন বিজ্ঞান বুকের অন্যান্য আর্টিকেল গুলি। শেয়ার করুন বিজ্ঞান বুকের এই আর্টিকেলটি। আপনার আত্মীয়-পরিজন বন্ধুদেরকে বিজ্ঞান বুকের বিষয়ে জানান এবং তাদেরকে বিজ্ঞান বুক পড়তে বলুন। সাবস্ক্রাইব করুন বিজ্ঞান বুক ইউটিউব এ। লাইক এবং ফলো করুন বিজ্ঞান বুক ফেসবুকে।  
বিজ্ঞান বুক হলো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি অন্যতম ওয়েবসাইট। দেখতে থাকুন বিজ্ঞান বুক। আরো অনেক বেশি তথ্য জানার জন্য। শেয়ার করুন বিজ্ঞান বুক এর প্রতিটি আর্টিকেল আপনার আত্মীয়-পরিজন বন্ধু-বান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।।

বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন