নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুক এ। এই আর্টিকেলে আমরা জানবো, সবুজ সার হিসেবে ফার্নের ব্যবহার। তাহলে চলুন দেখে নেওয়া যাক ব্যবহারগুলি।
সবুজ সার হিসেবে ফার্নের ব্যবহার (Fern as green fertilizer)
Azolla -র বিভিন্ন প্রজাতি সবুজ সার হিসেবে কৃষিজমিতে ব্যবহৃত হয়। এই প্রজাতির ফার্নের ফ্রন্ডের মধ্যে Anabaena azollae নামের সায়ানোব্যাক্টেরিয়া অন্তঃজীবী হিসেবে বসবাস করে। এই সায়ানোব্যাক্টেরিয়ার হেটারোসিস্টে নাইট্রোজিনেজ উৎসেচক সক্রিয় থাকার কারণে, এটি বায়ুমন্ডলের নাইট্রোজেন সংবন্ধন করে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। দেখা গিয়েছে যে, ধানের ক্ষেতে Azolla -র ব্যাপক বৃদ্ধি 30%-80% পর্যন্ত উৎপাদন বাড়াতে সাহায্য করে। ধানের ক্ষেতে Azolla -র বৃদ্ধি জনিত যে সকল কারণে ফসল উৎপাদন বৃদ্ধি পায় সেগুলি হল,
1. Azolla -র বৃদ্ধি সূর্য রশ্মি কে জলাজমির গভীরে প্রবেশে বাধা দান করে এবং আগাছার বীজের অঙ্কুরোদগম প্রতিহত করে।
2. ধানের জমিতে জলের উপরিতলে Azolla -র সর জলের উষ্ণতা কিছুটা কমিয়ে রেখে আগাছার বীজের অঙ্কুরোদগম প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করে।
3. A. pinnata, A. rubra, A. cristata, A. nilotica প্রভৃতি প্রজাতি গুলি বন্যার জল থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে এবং সেগুলি তাদের দেহে সঞ্চয় করে রাখে। এই উপাদানগুলি ধানগাছ সরাসরি বন্যার জল থেকে সংগ্রহ করতে পারে না। Azolla -র মৃত্যুর পর তাদের মৃতদেহ শেষ থেকে ঐসকল পুষ্টি উপাদান গুলি মাটিতে মিশে যায় এবং গাছের প্রয়োজনে সেগুলি ব্যবহৃত হয়।
4. ধানের জমিতে থাকা জলে উপস্থিত Azolla -র আস্তরণ জলের pH -কে অত্যাধিক ক্ষারীয় হতে বাধা দান করে। এই ক্ষারীয় করণ প্রতিরোধী বিক্রিয়া মাটি থেকে অ্যামোনিয়া বিয়োজন হ্রাস করে। এইভাবে Azolla মাটিতে নাইট্রোজেন সংবন্ধন এ সহায়তা করে।
আরও দেখুন : জনুক্রম
বর্তমানে Azolla-rice-duck integrated cultivation approach নামের একটি অভিনব পদ্ধতি জাপানে প্রচলিত। এই পদ্ধতিতে Azolla ধানের জমিতে একদিকে নাইট্রোজেন বৃদ্ধি করে আবার অন্যদিকে এর প্রোটিন হাঁসের বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। হাঁস ধানের জমিতে বিচরণের সময় কিছু Azolla ভক্ষণ এর মাধ্যমে তাদের প্রোটিনের চাহিদা পূরণ করে।
আরও দেখুন : জীবনের বিজ্ঞান - প্রশ্ন উত্তর
Azolla -এর বৃদ্ধি ধানের জমিতে আগাছা বৃদ্ধি প্রতিরোধ করে। হাসে দেহ নির্গত বর্জ্যপদার্থ অর্থাৎ মল ফসফরাস সমৃদ্ধ হওয়ায় তা Azolla -র বৃদ্ধির পক্ষে সহায়ক হয়। এইভাবে জাপানে যে সমস্ত ভ্যারাইটির ধানের চাষ করা হয়, সেই ধানের জমিতে Azolla এবং হাঁস একত্রে চাষ করা হয়। এবং এর থেকে বিবর্ধিত অর্থ উপার্জন করা যায়। এবং এইভাবে ধানের জমিতে Azolla -র ব্যবহার ইনসেক্টিসাইড, পেস্টিসাইড এর ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব উপায়ে ধানচাষ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
আরো বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্য বিজ্ঞান বুক ফলো করতে থাকুন। পড়তে থাকুন বিজ্ঞান বুকের অন্যান্য আর্টিকেল গুলি। শেয়ার করুন বিজ্ঞান বুকের এই আর্টিকেলটি। আপনার আত্মীয়-পরিজন বন্ধুদেরকে বিজ্ঞান বুকের বিষয়ে জানান এবং তাদেরকে বিজ্ঞান বুক পড়তে বলুন। সাবস্ক্রাইব করুন বিজ্ঞান বুক ইউটিউব এ। লাইক এবং ফলো করুন বিজ্ঞান বুক ফেসবুকে।
বিজ্ঞান বুক হলো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি অন্যতম ওয়েবসাইট। দেখতে থাকুন বিজ্ঞান বুক। আরো অনেক বেশি তথ্য জানার জন্য। শেয়ার করুন বিজ্ঞান বুক এর প্রতিটি আর্টিকেল আপনার আত্মীয়-পরিজন বন্ধু-বান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।।