সায়ানোফাইসি ও রোডোফাইসির পার্থক্য (Difference between Cyanophyceae and Rhodophyceae) - Bigyanbook

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুক এ। এই আর্টিকেলে আমরা জানবো সায়ানোফাইসি ও রোডোফাইসির পার্থক্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক পার্থক্যগুলি।

www.bigyanbook.co.in


আরও দেখুন : সায়ানোফাইসির সাধারণ বৈশিষ্ট্য

সায়ানোফাইসি ও রোডোফাইসির পার্থক্য (Difference between Cyanophyceae and Rhodophyceae)

1. সায়ানোফাইসি : প্রোক্যারিওটিক, সুগঠিত নিউক্লিয়াস ও ক্রোমোজোম অনুপস্থিত।

    রোডোফাইসি : ইউক্যারিওটিক, সুগঠিত নিউক্লিয়াস ও ক্রোমোজোম উপস্থিত।

    

2. সায়ানোফাইসি : দ্বি-একক আবরণী দ্বারা আবৃত কোষীয় অঙ্গানু যেমন, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে।

     রোডোফাইসি : কোশে বিভিন্ন পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গানু উপস্থিত।

     

3. সায়ানোফাইসি : এদের রাইবোজোম 70S প্রকৃতির হয়।

      রোডোফাইসি : এদের রাইবোজোম 80S প্রকৃতির হয়।

      

4. সায়ানোফাইসি : এদের কোষপ্রাচীর ব্যাটেরিয়ার মতো পেপটাইডোগ্লাইকান দিয়ে গঠিত।

      রোডোফাইসি : এদের কোষপ্রাচীর সেলুলোজ ও পেকটিন দিয়ে গঠিত।


5. সায়ানোফাইসি : এদের সঞ্চিত খাদ্যবস্তু হলো সায়ানোফাইসিয়ান স্টার্চ।

      রোডোফাইসি : এদের সঞ্চিত খাদ্যবস্তু হলো রোডোফাইসিয়ান স্টার্চ।


6. সায়ানোফাইসি : এরা হেটারোসিস্টের সাহায্য নাইট্রোজেন সংবন্ধন করে।

      রোডোফাইসি : এদের নাইট্রোজেন সংবন্ধন ক্ষমতা নেই।


7. সায়ানোফাইসি : এদের যৌন জনন অনুপস্থিত।

    রোডোফাইসি : এদের যৌন জনন উপস্থিত। যৌন জননাঙ্গের গঠন এবং নিষেক পরবর্তী পরিবর্তন জটিল প্রকৃতির।

    

8. সায়ানোফাইসি : এদের থ্যালাস দেহ এককোশী বা সুত্রাকার হয়।

      রোডোফাইসি : এদের থ্যালাস দেহ বহুকোশী, সচরাচর হেটারোট্রিকাস, পলিসাইফোনেসিয়াস প্রকৃতির হয়।

      

9. সায়ানোফাইসি : এরা সায়ানোফাজ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়।

      রোডোফাইসি : এরা ফাজ ভাইরাস দ্বারা আক্রান্ত হয় না।

      

10. সায়ানোফাইসি : এরা প্রধানত মিষ্টি জলে বসবাস করে।

        রোডোফাইসি : এদের অধিকাংশই সমুদ্রের লবণাক্ত পরিবেশে জন্মায়।

        

11. সায়ানোফাইসি : এদের রঞ্জক পদার্থ হিসেবে থাকে শুধুমাত্র ক্লোরোফিল-a, মিক্সোজ্যান্থিন, মিক্সোজ্যান্থোফিল।

       রোডোফাইসি : এদের রঞ্জক পদার্থ হিসেবে থাকে ক্লোরোফিল-a, ক্লোরোফিল-d, জিয়াজ্যান্থিন, নিওজ্যান্থিন।



এবারে আমরা দেখে নেবো কিছু প্রশ্ন-উত্তর। চলুন দেখে নিই !!

আরও দেখুন : শৈবালের বৈশিষ্ট্য

• কোন শৈবালে হেটারোসিস্ট দেখা যায়?

   উত্তর - সায়ানোফাইটা বা নীলাভ সবুজ শৈবালের বিভিন্ন প্রজাতিতে হেটারোসিস্ট দেখা যায়। যেমন — Nostoc commune


• মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত দুটি শৈবালের নাম লেখো।

   উত্তর - মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় দুটি শৈবাল হলো, Laminaria sp. (বাদামি শৈবাল) এবং Porphyra sp. (লোহিত শৈবাল) ।

আরও দেখুন : শৈবালের অর্থনৈতিক গুরুত্ব

• ফ্লোরিডিয়ান স্টার্চ কী? কোথায় পাওয়া যায়?

   উত্তর - ফ্লোরিডিয়ান স্টার্চ হলো এক ধরনের শ্বেতসার, এটি জলে দ্রবণীয়। এটি রোডোফাইসি শৈবালে পাওয়া যায়।


• কোন শ্রেণির শৈবালে ফ্ল্যাজেলাবিশিষ্ট জননকোশ থাকে না?

   উত্তর - রোডোফাইটা, সায়ানোফাইটায় ফ্ল্যাজেলাবিশিষ্ট জননকোশ থাকে না।


আরো বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্য বিজ্ঞান বুক ফলো করতে থাকুন। পড়তে থাকুন বিজ্ঞান বুকের অন্যান্য আর্টিকেল গুলি। শেয়ার করুন বিজ্ঞান বুকের এই আর্টিকেলটি। আপনার আত্মীয়-পরিজন বন্ধুদেরকে বিজ্ঞান বুকের বিষয়ে জানান এবং তাদেরকে বিজ্ঞান বুক পড়তে বলুন। সাবস্ক্রাইব করুন বিজ্ঞান বুক ইউটিউব এ। লাইক এবং ফলো করুন বিজ্ঞান বুক ফেসবুকে।

বিজ্ঞান বুক হলো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি অন্যতম ওয়েবসাইট। দেখতে থাকুন বিজ্ঞান বুক। আরো অনেক বেশি তথ্য জানার জন্য। শেয়ার করুন বিজ্ঞান বুক এর প্রতিটি আর্টিকেল আপনার আত্মীয়-পরিজন বন্ধু-বান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post