আলফা, বিটা ও গামা বৈচিত্র্যের তুলনামূলক আলোচনা | আলফা, বিটা ও গামা বৈচিত্র্যের পার্থক্য | Comparative Account of Alpha, Beta and Gamma Diversity - Bigyanbook

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্যের মধ্যে তুলনামূলক আলোচনা বা পার্থক্য। তাহলে চলুন দেখে নেয়া যাক পার্থক্য গুলি বা তুলনামূলক আলোচনা গুলি।

www.bigyanbook.co.in


আলফা বৈচিত্র্য কাকে বলে? (What is Alpha diversity?)

উত্তর - একটি অঞ্চলের বিভিন্ন জীব গোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র দেখা যায় তাকে আলফা বৈচিত্র্য বলে।


বিটা বৈচিত্র্য কাকে বলে? (What is Beta diversity?)

উত্তর - একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীব গোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বিটা বৈচিত্র্য বলে।


গামা বৈচিত্র্য কাকে বলে? (What is Gamma diversity?)

উত্তর - একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব-প্রজাতির সামগ্ৰিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে।


এবারে আমরা দেখে নেবো আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্যের মধ্যে তুলনামূলক আলোচনা।


আলফা, বিটা ও গামা বৈচিত্র্যের তুলনামূলক আলোচনা (Comparative Account of Alpha, Beta and Gamma Diversity)

1. আলফা বৈচিত্র্য : এটি জীব বৈচিত্রের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম একক এবং নির্দিষ্ট ক্ষুদ্র বাসস্থানের প্রজাতি বৈচিত্র্য।

    বিটা বৈচিত্র্য : এটি দুটি আলফা বৈচিত্রের মধ্যকার জীব বৈচিত্র্য এবং দুটি ভিন্ন বাসস্থানের প্রজাতি বৈচিত্র্য।

    গামা বৈচিত্র্য : এটি একটি বৃহদাকার এলাকার আলফা এবং বিটা বৈচিত্র্যের সমন্বয় এবং বৃহদাকার ভৌগোলিক অঞ্চলের প্রজাতি বৈচিত্র্য।

    

2. আলফা বৈচিত্র্য : আলফা বৈচিত্র্য হলো একই পরিবেশে থেকে একই সম্পদের উপর নির্ভরশীল জীব গোষ্ঠী।

     বিটা বৈচিত্র্য : বিটা বৈচিত্র্য হলো পরিবেশ তথা বাসস্থানগত বৈচিত্র্যের জীব বৈচিত্র্য।

     গামা বৈচিত্র্য : গামা বৈচিত্র্য হলো বিভিন্ন অঞ্চলে অবস্থিত বিভিন্ন প্রজাতির বৈচিত্র্য।

     

3. আলফা বৈচিত্র্য : বেশি আলফা বৈচিত্র্যের অর্থ, বেশি প্রজাতির প্রাচুর্যতা।

     বিটা বৈচিত্র্য : বিটা বৈচিত্রের অর্থ হলো, বিভিন্ন স্থানে থাকা প্রজাতির মধ্যে প্রথাগত সাদৃশ্য কম হওয়া।

     গামা বৈচিত্র্য : বেশি গামা বৈচিত্র্যের অর্থ হলো, প্রজাতির পৃথককরণ এবং ভৌগলিক অংশীদারিত্ব না থাকা।

     

4. আলফা বৈচিত্র্য : আলফা বৈচিত্র্যে বসবাসকারী প্রজাতির সংখ্যা গণনার মাধ্যমে পরিমাপ করা হয়।

     বিটা বৈচিত্র্য : বিভিন্ন বাসস্থানে থাকা বিভিন্ন জীব গোষ্ঠীর মধ্যে সাদৃশ্য সূচক হিসেবে পরিমাপ করা হয়।

     গামা বৈচিত্র্য : বিভিন্ন অঞ্চলে থাকা বিভিন্ন জীবের আপাত সম্ভাবনা বা হার নির্ণয় করা হয়।



এবারে আমরা কিছু প্রশ্ন উত্তর দেখে নেবো। তাহলে চলুন দেখে নেয়া যাক প্রশ্ন উত্তর গুলি।


• বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে?

   উত্তর - একটি বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রকারভেদকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে।


• বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কয় প্রকার এবং কি কি?

   উত্তর - বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তিন প্রকারের। যেগুলি হলো, আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য।


• প্রজাতি বৈচিত্র্য কাকে বলে?

   উত্তর - কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির উপস্থিতিকে প্রজাতি বৈচিত্র্য বলে।


• জিনগত বৈচিত্র্য কাকে বলে?

   উত্তর - কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যেসব পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে জিনগত বৈচিত্র্য বলে।


• জৈব বৈচিত্র্য কাকে বলে? বা বায়োডাইভারসিটি কাকে বলে? (What is Biodiversity?)

   উত্তর - বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে অথবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায় তাকে এককথায় জৈব বৈচিত্র্য বা বায়োডাইভারসিটি বলে।


• জীবের গঠনভিত্তিক চরিত্রের বিচারে জৈব বৈচিত্র্যকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি?

   উত্তর - জীবের গঠনভিত্তিক চরিত্রের বিচারে জৈব বৈচিত্র্যকে তিন ভাগে ভাগ করা যায়। যেগুলি হলো, জিনগত বৈচিত্র্য (Genetic Diversity), প্রজাতিগত বৈচিত্র্য (Species Diversity) এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য (Ecosystem Diversity)।


আরো বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্য বিজ্ঞান বুক ফলো করতে থাকুন। পড়তে থাকুন বিজ্ঞান বুকের অন্যান্য আর্টিকেল গুলি। শেয়ার করুন বিজ্ঞান বুকের এই আর্টিকেলটি। আপনার আত্মীয়-পরিজন বন্ধুদেরকে বিজ্ঞান বুকের বিষয়ে জানান এবং তাদেরকে বিজ্ঞান বুক পড়তে বলুন। সাবস্ক্রাইব করুন বিজ্ঞান বুক ইউটিউব এ। লাইক এবং ফলো করুন বিজ্ঞান বুক ফেসবুকে।

বিজ্ঞান বুক হলো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি অন্যতম ওয়েবসাইট। দেখতে থাকুন বিজ্ঞান বুক। আরো অনেক বেশি তথ্য জানার জন্য। শেয়ার করুন বিজ্ঞান বুক এর প্রতিটি আর্টিকেল আপনার আত্মীয়-পরিজন বন্ধু-বান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।।




বিজ্ঞানবুক

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন