শৈবালের বৈশিষ্ট্য (Characters of Algae) - Bigyanbook

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুক এ। এই আর্টিকেলে আমরা জানবো শৈবালের বৈশিষ্ট্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক বৈশিষ্ট্য গুলি।

www.bigyanbook.co.in


শৈবাল কী? (What is Algae?)

সালোকসংশ্লেষকারী সমাঙ্গদেহী জলজ উদ্ভিদকে শৈবাল বলে।

আরও দেখুন : সায়ানোফাইসি ও রোডোফাইসির পার্থক্য

উদ্ভিদ বিজ্ঞানের যে বিশেষ শাখায় শৈবালের গঠন, জনন, জীবনচক্র, অর্থনৈতিক গুরুত্ব প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করা হয় তাকে ফাইকোলজি (Phycology) বলে।

আরও দেখুন : শৈবালের অর্থনৈতিক গুরুত্ব

শৈবালের বৈশিষ্ট্য (Characters of Algae)

1. শৈবাল হলো সালোকসংশ্লেষকারী স্বভোজী থ্যালোফাইটিক উদ্ভিদ।

2. অধিকাংশ শৈবাল জলে (মিষ্টি বা লবণাক্ত) বসবাস করে।

3. শৈবালের থ্যালাস দেহ এককোশী থেকে বহুকোশী হতে পারে।

4. সায়ানোফাইসি ছাড়া সমস্ত শৈবাল ইউক্যারিওটিক।

5. শৈবালের সঞ্চিত খাদ্যবস্তু হলো স্টার্চ (ক্লোরোফাইসি -এর ক্ষেত্রে), তৈলবিন্দু, ল্যামিনারিন (ফিওফাইসি -এর ক্ষেত্রে) প্রভৃতি।

6. শৈবালের কোষপ্রাচীরের মুখ্য উপাদান হলো সেলুলোজ ও পেকটিন। ব্যাসিলেরিওফাইসি ডায়াটম -এর কোষপ্রাচীরে সিলিকন এবং রোডোফাইসিতে পলিসালফেট এস্টার থাকে।

7. সমস্ত শৈবালেই ক্লোরোফিল-a থাকে। এছাড়াও ক্লোরোফাইসিতে ক্লোরোফিল-b, ফিওফাইসিতে ক্লোরোফিল-c ও রোতোফাইসিতে ক্লোরোফিল-d উপস্থিত থাকে। এছাড়া সহযোগী রঞ্জক হিসেবে পাঁচ ধরনের ক্যারোটিন এবং প্রজাতিভেদে ২০টিরও বেশি জ্যান্থোফিল উপস্থিত থাকে। সায়ানোফাইসি এবং রোডোফাইসিতে ফাইকোসায়ানিন (নীল) ও ফাইকোএরিথ্রিন (লাল) নামের ফাইকোবিলিন রঞ্জক থাকে।

8. সায়ানোফাইসি ও রোডোফাইসি ছাড়া সমস্ত শ্রেণির শৈবালে ফ্ল্যাজেলাযুক্ত দেহকোশ বা জনন কোশ থাকে। ফ্ল্যাজেলা হুইপল্যাস (ক্লোরোফাইসি -এর ক্ষেত্রে) বা টিনসেল (ফিওফাইসি -এর ক্ষেত্রে) প্রকৃতির হয়।

9. শৈবাল অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন এই তিনটি জনন পদ্ধতিতে তাদের জনন সম্পন্ন করতে পারে। বিভাজন (Fission), খন্ডীভবন (Fragmentation), কোরকোদ্গম (Budding), টিউবার (Tuber) প্রভৃতি পদ্ধতিতে শৈবাল অঙ্গজ জনন সম্পন্ন করে। জুস্পোর বা চলরেণু এবং অচল রেণুর মাধ্যমে শৈবাল অযৌন জনন সম্পন্ন করে। আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি ও ঊগ্যামি এই তিনটি পদ্ধতিতে শৈবাল যৌন জনন সম্পন্ন করে।

10. সায়ানোফাইসি ছাড়া সমস্ত শ্রেণির শৈবালে সুস্পষ্ট জনুক্রম দেখা যায়। প্রধান থ্যালাস দেহ হ্যাপ্লয়েড (n) বা ডিপ্লয়েড (2n) হতে পারে।

আরও দেখুন : সায়ানোফাইসির সাধারণ বৈশিষ্ট্য


এবারে আমরা দেখে নেবো কিছু প্রশ্ন-উত্তর।


• হাইপোলিথিক শৈবাল কাকে বলে? (What is Hypolithic Algae?)

   উত্তর - যে সকল শৈবাল মরুভূমির পাথরের তলদেশে জন্মায় তাদের হাইপোলিথিক শৈবাল বলে।


• এন্ডোলিথিক শৈবাল কাকে বলে? (What is Endolithic Algae?)

   উত্তর - যে সকল শৈবাল মরুভূমির পাথরের মধ্যে জন্মায় তাদের এন্ডোলিথিক শৈবাল বলে।


• এপিডাফিক শৈবাল কাকে বলে? (What is Epidaphic Algae?)

   উত্তর - যে সকল শৈবাল মরুভূমির মাটির উপর জন্মায় তাদের এপিডাফিক শৈবাল বলে।


• মিষ্টি জলে বসবাসকারী দুটি শৈবালের উদাহরণ লেখো।

   উত্তর - মিষ্টি জলে বসবাসকারী দুটি শৈবাল হলো, Spirogyra sp. , Chara sp.


• দুটি সামুদ্রিক শৈবালের উদাহরণ লেখো।

   উত্তর - দুটি সামুদ্রিক শৈবাল হলো, Laminaria sp. , Polysiphonia sp.


• অন্তঃজীবী শৈবাল কাকে বলে? (What is Endophytic Algae?)

   উত্তর - যে সমস্ত শৈবাল অন্য জীবের দেহের অভ্যন্তরে জন্মায় তাদের অন্তঃজীবী শৈবাল বলে। উদাহরণ — Nostoc নামের নীলাভ সবুজ শৈবাল, Anthoceros নামের ব্রায়োফাইটের থ্যালাসের অভ্যন্তরে জন্মায়।


• হ্যালোফাইটিক শৈবাল কাকে বলে? (What is Halophytic Algae?)

   উত্তর - যে সকল শৈবাল তীব্র লবণাক্ত জলে জন্মায়, যেখানে লবণের মাত্রা ১০% পর্যন্ত তাদের হ্যালোফাইটিক শৈবাল বলে।



আরো বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্য বিজ্ঞান বুক ফলো করতে থাকুন। পড়তে থাকুন বিজ্ঞান বুকের অন্যান্য আর্টিকেল গুলি। শেয়ার করুন বিজ্ঞান বুকের এই আর্টিকেলটি। আপনার আত্মীয়-পরিজন বন্ধুদেরকে বিজ্ঞান বুকের বিষয়ে জানান এবং তাদেরকে বিজ্ঞান বুক পড়তে বলুন। সাবস্ক্রাইব করুন বিজ্ঞান বুক ইউটিউব এ। লাইক এবং ফলো করুন বিজ্ঞান বুক ফেসবুকে।

বিজ্ঞান বুক হলো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি অন্যতম ওয়েবসাইট। দেখতে থাকুন বিজ্ঞান বুক। আরো অনেক বেশি তথ্য জানার জন্য। শেয়ার করুন বিজ্ঞান বুক এর প্রতিটি আর্টিকেল আপনার আত্মীয়-পরিজন বন্ধু-বান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অণুবিস্তারণের গুরুত্ব

উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য

অঙ্গজ জননের সুবিধা ও অসুবিধা