নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো সায়ানোফাইসির সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সায়ানোফাইসির বৈশিষ্ট্য গুলি।
প্রথমেই আমরা সায়ানোফাইসি সম্পর্কে সাধারণ কিছু তথ্য জেনে নেবো।
সায়ানোফাইসি কী? (What is Cyanophyceae?)
নীলাভ সবুজ বর্ণ যুক্ত, প্রোক্যারিওটিক অনুন্নত শ্রেণীর শৈবালকে সায়ানোফাইসি বলে।
সায়ানোফাইসি শৈবালের আবরণী স্তর পিচ্ছিল হয় বলে এদের মিক্সোফাইসি বলে।
জীববিজ্ঞানীরা বর্তমানে মনে করেন যে এরা সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া তাই অনেক বিজ্ঞানীরা এদের সায়ানোব্যাকটেরিয়া (Cyanobacteria) বলেন।
আরও দেখুন : সায়ানোফাইসি ও রোডোফাইসির পার্থক্য
এবারে আমরা সরাসরি জেনে নেবো আমাদের এই আর্টিকেলের প্রধান বিষয় সায়ানোফাইসির সাধারণ বৈশিষ্ট্যগুলি।
আরও দেখুন : শৈবালের অর্থনৈতিক গুরুত্ব
সায়ানোফাইসির সাধারণ বৈশিষ্ট্য (General characters of Cyanophyceae)
১) এরা প্রধানত মিষ্টি জলে বসবাস করে। (ব্যাতিক্রম Dermocarpus লবণাক্ত জলে বসবাস করে)
২) এদের থ্যালাস এককোশী (Chroococcus), কলোনিয়াল (Aphanocapsa), সূত্রাকার হতে পারে। এদের ফিলামেন্ট শাখাবিহীন (Nostoc), ছদ্ম শাখাযুক্ত (Scytonema), শাখাযুক্ত (Mastigocladus) হয়।
৩) কোশের বাইরে মিউসিলেজ এর স্থূল আবরণী থাকে।
৪) কোষ প্রাচীরে সেলুলোজ অনুপস্থিত থাকে এবং তার পরিবর্তে পেপটাইডোগ্লাইক্যান থাকে।
৫) প্রোক্যারিওটিক কোষে একক পর্দাবৃত কোষীয় অঙ্গানু অনুপস্থিত।
৬) এদের রাইবোজোম 70S প্রকৃতির হয়। যার অধঃএককগুলি হল 30S ও 50S ।
৭) কোষের পরিধির দিকে অবস্থিত রঞ্জকযুক্ত সাইটোপ্লাজমকে ক্রোমোপ্লাজম এবং কেন্দ্রীয় DNA সমৃদ্ধ অঞ্চলকে সেন্ট্রোপ্লাজম বলে।
৮) সঞ্চিত খাদ্যবস্তু সায়ানোফাইসিয়ান স্টার্চ, সায়ানোফাইসিয়ান দানা (প্রোটিন সমৃদ্ধ), বিটা গ্ৰানিউল (লিপিড সমৃদ্ধ) এবং পলিফসফেট দানা।
৯) প্লবতা নিয়ন্ত্রণকারী ছদ্ম গব্বর উপস্থিত।
১০) DNA চক্রাকার ও দ্বিতন্ত্রী হয়।
১১) হিস্টোন প্রোটিন না থাকার কারণে, ক্রোমাটিন তন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না।
১২) মাইটোসিস ও মিয়োসিস কোশ বিভাজন প্রক্রিয়া অনুপস্থিত। শুধু অ্যামাইটোসিস পদ্ধতিতে কোশ বিভাজন ঘটে।
১৩) এরা অঙ্গজ জনন ও অযৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে।
১৪) ফ্ল্যাজেলাযুক্ত কোশ সম্পূর্ণ অনুপস্থিত।
আরও দেখুন : শৈবালের বৈশিষ্ট্য
আরো বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্য বিজ্ঞান বুক ফলো করতে থাকুন। পড়তে থাকুন বিজ্ঞান বুকের অন্যান্য আর্টিকেল গুলি। শেয়ার করুন বিজ্ঞান বুকের এই আর্টিকেলটি। আপনার আত্মীয়-পরিজন বন্ধুদেরকে বিজ্ঞান বুকের বিষয়ে জানান এবং তাদেরকে বিজ্ঞান বুক পড়তে বলুন। সাবস্ক্রাইব করুন বিজ্ঞান বুক ইউটিউব এ। লাইক এবং ফলো করুন বিজ্ঞান বুক ফেসবুকে।
বিজ্ঞান বুক হলো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি অন্যতম ওয়েবসাইট। দেখতে থাকুন বিজ্ঞান বুক। আরো অনেক বেশি তথ্য জানার জন্য। শেয়ার করুন বিজ্ঞান বুক এর প্রতিটি আর্টিকেল আপনার আত্মীয়-পরিজন বন্ধু-বান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।।