নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই আর্টিকেলে আমরা দেখবো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। তাহলে দেখে নেওয়া যাক পার্থক্যগুলি।
আদর্শ গ্যাস কাকে বলে ?
আদর্শ গ্যাস হলো একটি অনুমানমূলক গ্যাস যা তাপমাত্রা এবং চাপের সমস্ত পরিস্থিতিতে আদর্শ গ্যাস নীতি অনুসরণ করে।
বাস্তব গ্যাস কাকে বলে ?
পরিবেশে বিদ্যমান সকল গ্যাসই বাস্তব গ্যাস।
আদর্শ গ্যাস সমীকরণ কী ?
আদর্শ গ্যাস সমীকরণ চাপ, আয়তন ও তাপমাত্রা দ্বারা নির্ধারিত হয়। আদর্শ গ্যাস সমীকরণ হলো PV = nRT এখানে P হলো চাপ, V হলো আয়তন, T হলো তাপমাত্রা, n হলো আদর্শ গ্যাসের পরিমাণ যা মোলের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয় এবং R গ্যাস ধ্রুবক।
আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য
আদর্শ গ্যাস | বাস্তব গ্যাস |
---|---|
1. আদর্শ গ্যাস সকল উষ্ণতা ও চাপে PV=nRT সমীকরণ মেনে চলে। | 1. বাস্তব গ্যাস PV=nRT সমীকরণ মেনে চলে না। |
2. প্রকৃতিতে কোনো গ্যাস আদর্শ গ্যাস নয়। | 2. প্রকৃতিতে সব গ্যাসীয় পদার্থ বাস্তব গ্যাস। |
3. অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ ক্রিয়া করে না। | 3. অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ ক্রিয়া করে। |
4. অণুগুলির আয়তন পাত্রের তুলনায় নগণ্য হয়। | 4. অণুগুলির আয়তন পাত্রের তুলনায় নগণ্য হয় না। |
আপনার কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল। দেখুন আমাদের অন্যান্য পোস্টগুলিও।