আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই আর্টিকেলে আমরা দেখবো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। তাহলে দেখে নেওয়া যাক পার্থক্যগুলি।

Bigyanbook

আদর্শ গ্যাস কাকে বলে ?

আদর্শ গ্যাস হলো একটি অনুমানমূলক গ্যাস যা তাপমাত্রা এবং চাপের সমস্ত পরিস্থিতিতে আদর্শ গ্যাস নীতি অনুসরণ করে।


বাস্তব গ্যাস কাকে বলে ?

পরিবেশে বিদ্যমান সকল গ্যাসই বাস্তব গ্যাস।


আদর্শ গ্যাস সমীকরণ কী ?

আদর্শ গ্যাস সমীকরণ চাপ, আয়তন ও তাপমাত্রা দ্বারা নির্ধারিত হয়। আদর্শ গ্যাস সমীকরণ হলো PV = nRT এখানে P হলো চাপ, V হলো আয়তন, T হলো তাপমাত্রা, n হলো আদর্শ গ্যাসের পরিমাণ যা মোলের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয় এবং R গ্যাস ধ্রুবক।


আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য

আদর্শ গ্যাস বাস্তব গ্যাস
1. আদর্শ গ্যাস সকল উষ্ণতা ও চাপে PV=nRT সমীকরণ মেনে চলে। 1. বাস্তব গ্যাস PV=nRT সমীকরণ মেনে চলে না।
2. প্রকৃতিতে কোনো গ্যাস আদর্শ গ্যাস নয়। 2. প্রকৃতিতে সব গ্যাসীয় পদার্থ বাস্তব গ্যাস।
3. অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ ক্রিয়া করে না। 3. অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ ক্রিয়া করে।
4. অণুগুলির আয়তন পাত্রের তুলনায় নগণ্য হয়। 4. অণুগুলির আয়তন পাত্রের তুলনায় নগণ্য হয় না।

আপনার কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল। দেখুন আমাদের অন্যান্য পোস্টগুলিও।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post