তড়িৎচালক বল ও বিভব প্রভেদ এর মধ্যে পার্থক্য

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই আর্টিকেলে আমরা জানবো তড়িৎচালক বল এবং বিভব প্রভেদ এর মধ্যে পার্থক্য। এছাড়াও থাকবে বেশ কিছু প্রশ্ন-উত্তর। তাহলে চলুন শুরু করা যাক।

তড়িৎচালক বল ও বিভব প্রভেদ এর মধ্যে পার্থক্য

তড়িৎচালক বল কাকে বলে?

একটি একক ধনাত্মক আধানকে কোনো কোষের সম্পূর্ণ বর্তনীর মধ্যে (ভিতরে এবং বাইরে) একবার পুর্ণ আবর্তন করাতে যে পরিমান কার্য সম্পাদন করতে হয় তাকে ওই কোষের তড়িৎচালক বল বলে।


বিভব পার্থক্য বা বিভব প্রভেদ কাকে বলে?

একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে ওই বিন্দুটির বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বলে।


তড়িৎচালক বল ও বিভব প্রভেদ এর মধ্যে পার্থক্য

১) তড়িৎচালক বল : মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের দুই মেরুর মধ্যে বিভব পার্থক্যকে কোষের তড়িৎচালক বল বলে। বিভব প্রভেদ : বদ্ধ বর্তনীতে কোষের দুই মেরুর তড়িৎ বিভবের মান এর পার্থক্যকে বিভব প্রভেদ বলে।

২) তড়িৎচালক বল : তড়িৎচালক বল হলো বিভব প্রভেদ এর কারণ। বিভব প্রভেদ : বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফল।

৩) তড়িৎচালক বল : তড়িৎচালক বলের মান বিভব প্রভেদ এর মান অপেক্ষা বেশি হয়। বিভব প্রভেদ : বিভব প্রভেদ এর মান তড়িৎচালক বলের মান অপেক্ষা কম হয়।

৪) তড়িৎচালক বল : বর্তনীর যে অংশে তড়িৎচালক বল উৎপন্ন হয়, সেই অংশে অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। বিভব প্রভেদ : বর্তনীর যে অংশে বিভব প্রভেদ এর অস্তিত্ব থাকে, সেখানে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়।

৫) তড়িৎচালক বল : পোটেনশিওমিটার যন্ত্র দিয়ে তড়িৎ চালক বল মাপা হয়। বিভব প্রভেদ : ভোল্ট মিটার দিয়ে বিভব প্রভেদ মাপা হয়।

তড়িৎচালক বলবিভব প্রভেদ
1. মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের দুই মেরুর মধ্যে বিভব পার্থক্যকে কোষের তড়িৎচালক বল বলে।1. বদ্ধ বর্তনীতে কোষের দুই মেরুর তড়িৎ বিভবের মান এর পার্থক্যকে বিভব প্রভেদ বলে।
2. তড়িৎচালক বল হলো বিভব প্রভেদ এর কারণ।2. বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফল।
3. তড়িৎচালক বলের মান বিভব প্রভেদ এর মান অপেক্ষা বেশি হয়।3. বিভব প্রভেদ এর মান তড়িৎচালক বলের মান অপেক্ষা কম হয়।
4. বর্তনীর যে অংশে তড়িৎচালক বল উৎপন্ন হয়, সেই অংশে অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।4. বর্তনীর যে অংশে বিভব প্রভেদ এর অস্তিত্ব থাকে, সেখানে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়।
5. পোটেনশিওমিটার যন্ত্র দিয়ে তড়িৎ চালক বল মাপা হয়।5. ভোল্ট মিটার দিয়ে বিভব প্রভেদ মাপা হয়।


তড়িৎচালক বলের একক কি?

তড়িৎচালক বলের একক হল জুল/কুলম্ব বা ভোল্ট।

সরল ভোল্টীয় কোশের তড়িৎচালক বল কত?

সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বল হল 1.08V ।

সিজিএস পদ্ধতিতে বিভব প্রভেদের একক কি?

সিজিএস পদ্ধতিতে বিভব প্রভেদের একক হল স্ট্যাটভোল্ট বা esu বিভব।

SI পদ্ধতিতে বিভব প্রভেদের একক কি?

SI পদ্ধতিতে বিভব প্রভেদ বা বিভব পার্থক্যের একক হল ভোল্ট।

তড়িৎ বিভব কয় প্রকার এবং কি কি?

তড়িৎ বিভব দুই প্রকারের। যথা — উচ্চ বিভব বা পজিটিভ বিভব এবং নিম্ন বিভব বা নেগেটিভ বিভব।

উচ্চ বিভব কাকে বলে?

যে শক্তির জন্য কোন পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু তার পজেটিভ তড়িৎ কোনো নিস্তড়িৎ বা কোনো নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে সঞ্চালন করে, সেই শক্তিকে উচ্চ বিভব বা পজেটিভ বিভব বলে।

নিম্ন বিভব কাকে বলে?

যে শক্তির জন্য কোন নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু তার নেগেটিভ তড়িৎ কোন নিস্তড়িত বা কোনো পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে সঞ্চালন করে, সেই শক্তিকে নিম্নবিভব বা নেগেটিভ বিভব বলে।

তড়িৎ বিভব কাকে বলে ?

কোনো তড়িতাহিত বস্তুর তড়িৎ বিভব বলতে এমন এক তড়িৎ অবস্থাকে বোঝায়, যার দ্বারা বোঝা যায় ওই বস্তু অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে নতুবা অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post