জৈবিক প্রজাতি ধারণা | Biological Species Concept - Bigyanbook

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক -এ। এই আর্টিকেলে আমরা জানবো জৈবিক প্রজাতি ধারণা বা Biological Species Concept সম্পর্কে। তাহলে চলুন দেখা যাক।

www.bigyanbook.co.in


জর্ডন (Jordon), মায়ার (Mayer), ডবঝনস্কি (Dobzhansky) এই মতবাদের প্রবক্তা। এই মতবাদ অনুযায়ী, প্রজাতি হলো মেন্ডেলীয় প্রকৃতির প্রাণীগোষ্ঠী। জিনের আদান-প্রদান যাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ, যারা জনন পৃথকীকরণের মাধ্যমে কাছাকাছি প্রাণীগোষ্ঠীর সঙ্গে জননে তথা জিন আদান-প্রদানে অক্ষম। 

অর্থাৎ, প্রজাতিগুলি হলো এমন একটি প্রাকৃতিক গোষ্ঠী যারা কেবলমাত্র নিজেদের মধ্যে প্রজনন কার্য করে কিন্তু অনুরূপ প্রাকৃতিক জীবগোষ্ঠীর সঙ্গে যৌন মিলনে পৃথক।


প্রজাতির বৈশিষ্ট্য :

A) প্রজননশীল একক (Reproductive Unit)

    একই প্রজাতির সদস্যরা নিজেদের মধ্যে প্রজনন সম্পন্ন করতে পারে।


B) বাস্তুবিদ্যার একক (Ecological Unit)

     প্রজাতিটি একটি নির্দিষ্ট পরিবেশে উপস্থিত প্রজাতির সঙ্গে পারস্পরিক বিক্রিয়া করে।


C) জেনেটিক একক (Genetic Unit)

     প্রজাতির জিন ভান্ডারের (gene pool) জিনগুলির মধ্যে আদান-প্রদান ঘটে।




সমালোচনা (Criticism) :

A) জৈবিক প্রজাতির সংজ্ঞায় জননগত বিচ্ছিন্নতা এবং জিনগুলির যৌথ ভান্ডার ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করা হয়।

B) প্রজাতি হলো একটি সংরক্ষিত জিন ভান্ডার বা মেন্ডেলীয় প্রাণীগোষ্ঠী যা অন্যান্য জিন ভান্ডার থেকে জিনের প্রবেশে বাধা দেয় অর্থাৎ প্রজাতির সদস্যরা নিজেদের মধ্যে জিনের আদান-প্রদান করে এবং জনন পৃথকীকরণের মাধ্যমে প্রজাতির সঙ্গে জিন আদান-প্রদানে অক্ষম।


অসুবিধা :

১) উপযুক্ত তথ্যের অভাব।

২) একজনিতা জনন।

৩) প্রজাতির বিবর্তনের মধ্যবর্তী অবস্থা।


মন্তব্য :

মায়ার, হোয়াইটের মত অনুসারে জৈবিক প্রজাতির সংজ্ঞা প্রয়োগে কিছু অসুবিধা দেখা দিলেও সর্বজনীনতা, সর্বজনগ্ৰাহ্যতা এবং অন্যান্য অসুবিধার জন্য জৈবিক প্রজাতির সংজ্ঞা গ্ৰহণ করা উচিত।


পড়তে থাকুন বিজ্ঞানবুক। পাবলিশ হতে থাকা বিভিন্ন পোস্টের নোটিফিকেশন পেতে নীচের নোটিফিকেশন 'অন' করে রাখুন। আপনি যদি বিজ্ঞানবুককে ইউটিউবে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুকে বিজ্ঞানবুককে ফলো না করে থাকলে এক্ষুনি ফলো করুন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post