নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা জানবো অর্গানাইজার ক্ষরিত হরমোন গুলির নাম। তাহলে চলুন শুরু করা যাক।
অর্গানাইজার থেকে ক্ষরিত হরমোন
১) নগিন (Noggin)
পৃষ্ঠীয় এক্টোডার্ম থেকে স্নায়ুকলায় আবেশ ঘটায় এবং মেসোডার্মের কোষগুলিকে পৃষ্ঠদেশের দিকে পরিচালনা করে।
২) কর্ডিন (Chordin)
অর্গানাইজারকে পৃষ্ঠদেশে বজায় রাখে।
আরও দেখুন : পিটুইটারি গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোনের কাজ
৩) ফোলিস্ট্যাটিন (Folistatin)
মেসোডার্মকে অঙ্কীয় দিকে গমনে বাধা দান করে। এক্টোডার্মকে পৃষ্ঠীয় দিকে গমন করায় এবং স্নায়ুকলার আবেশ ঘটায়।
৪) সোনিক হেজহগ (Sonic Hedgehog)
নোটোকর্ডের মধ্যে উৎপন্ন হয়। স্নায়ুকলা গঠনের আবেশে সহায়তা করে।
৫) সারবেরাস (Cerberus)
মস্তকের অগ্ৰপ্রান্তের আবেশ ঘটায়।
আরও দেখুন : হরমোনের বৈশিষ্ট্য
৬) X NAF-I
এটি একপ্রকার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ব্লাস্টোপোরের পৃষ্ঠীয় অংশের কোশের পরিযাণ নিয়ন্ত্রণ করে।
৭) গুজকয়েড (Goosecoid)
ব্লাস্টুলা দশার শেষে সৃষ্টি হয়।
আরও দেখুন : থাইরক্সিন
পড়তে থাকুন বিজ্ঞানবুক। পাবলিশ হতে থাকা বিভিন্ন পোস্টের নোটিফিকেশন পেতে নীচের নোটিফিকেশন 'অন' করে রাখুন। আপনি যদি বিজ্ঞানবুককে ইউটিউবে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুকে বিজ্ঞানবুককে ফলো না করে থাকলে এক্ষুনি ফলো করুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।।