নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো এইডস (AIDS) সম্পর্কে বিভিন্ন তথ্য। এই রোগের প্যাথোজেন বা রোগ সৃষ্টিকারী ভাইরাস, রোগের লক্ষণ, এইডস এর কীভাবে বিস্তার ঘটে এবং এই রোগ প্রতিরোধের উপায়। তাহলে চলুন শুরু করা যাক।
AIDS = Acquired Immune Deficiency Syndrome
• প্যাথোজেন (Pathogen) :
Human Immuno Deficiency Virus বা HIV ।
• ইনকিউবেশন পিরিয়ড (Incubation period) :
৬ মাস থেকে ১০ বছর।
• এইডস (AIDS) এর লক্ষণ (Symptoms of AIDS) :
এইডস রোগের বিশেষ কিছু লক্ষণ হলো — মাঝে মাঝে জ্বর হয়, অবসন্নতা (lethargy), শ্রমবিমুখতা, ফ্যারিনজাইটিস, ওজন কমে যাওয়া, গা বমি বমি ভাব (nausea), মাথা ব্যাথা (headache), রোগীর জীবনিশক্তি কমে যায়। HIV হেল্পার T-লিম্ফোসাইট -কে আক্রমণ করার ফলে অনাক্রম্যতন্ত্র (immune system) ভেঙে পড়ে, এর ফলে যে কোনো রোগ মারাত্মক আকার ধারণ করে।
» এইডস (AIDS) এর বিস্তার কীভাবে ঘটে?
• এইডস (AIDS) এর বিস্তার (Mode of Transmission of AIDS) :
HIV সাধারণত রক্ত ও বীর্যের (semen) মাধ্যমে বিস্তার লাভ করে। আক্রান্ত রোগীর ব্যবহৃত সূঁচ, ব্লেড ব্যবহার করলে, আক্রান্ত রোগীর রক্ত দেহে প্রবেশ করলে, আক্রান্ত রোগীর সঙ্গে অসুরক্ষিত অবস্থায় যৌন মিলন করলে এই রোগ বিস্তার লাভ করে।
» কীভাবে নির্ণয় করা হয় এইডস (AIDS) ?
• এইডস রোগ নির্ণয় (Diagnosis of AIDS) :
ELISA test এবং Western Blotting Test এর সাহায্যে এইডস রোগ নির্ণয় করা সম্ভব।
» এইডস থেকে প্রতিকারের উপায় কী? এইডস প্রতিরোধের উপায় কী?
• এইডস (AIDS) এর প্রতিকার ও দমন (Prevention and Control of AIDS) :
এই রোগ সংক্রামিত হলে সারানো যায় না। কারণ, এই রোগের তেমন কোনো ওষুধ বা ভ্যাকসিন এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। সামান্য কয়েকটি ওষুধের সাহায্যে বহুদিন চিকিৎসা চালিয়ে যেতে হয়। এইডস এর ক্ষেত্রে যে ওষুধগুলি ব্যবহৃত হয় সেগুলি হল, Zidovudinen (ZDV), Azidothymidinen (AZT) এবং Didanosine (DDI) । এই ওষুধগুলিই এইডস এর চিকিৎসায় ব্যবহৃত হয়।
এই রোগের চিকিৎসা অপেক্ষা প্রতিকার বেশি উপযোগী, যাতে HIV দেহে প্রবেশ করতে না পারে, তার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেগুলি হল —
১) রোগীর ব্যবহৃত ব্লেড, ক্ষুর, সিরিঞ্জ ব্যবহার করা যাবে না। সব সময় Disposal সিরিঞ্জ ব্যবহার করতে হবে।
২) অজানা লোকের সঙ্গে বিশেষ করে গণিকাদের সঙ্গে যৌন মিলন পরিহার করতে হবে। যৌন মিলন শুধুমাত্র স্বামী-স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। যৌন মিলনের সময় কনডম (condom) ব্যবহার করা প্রয়োজন।
৩) রক্ত সঞ্চালন এর সময় HIV মুক্ত রক্ত গ্ৰহণ বা দান করতে হবে।
৪) সমকামীদের মধ্যে এই রোগের বিস্তার সহজেই ঘটে, তাই পায়ু ও মৌখিক মৈথুন পরিহার করতে হবে।
এবারে জেনে নেওয়া যাক AIDS সম্পর্কে কিছু বিশেষ তথ্য।
• এইডস (AIDS) সংক্রান্ত বিশেষ কিছু তথ্য :
১) মানবদেহের বাইরে HIV ভাইরাস মাত্র ৬০ সেকেন্ড বেঁচে থাকতে পারে।
২) এইডস (AIDS) আক্রান্ত রোগীর সঙ্গে এক বিছানায় শোওয়া হলে AIDS সংক্রমণ হয় না।
৩) মশার কামড়ে HIV সংক্রামিত হয় না। কারণ, মশার লালায় HIV বাঁচে না।
৪) বায়ু, জল, খাবার ইত্যাদির মাধ্যমে এইডস (AIDS) ছড়ায় না।
৫) করমর্দনের ফলে বা আলিঙ্গনের মাধ্যমে AIDS ছড়ায় না।
৬) এইডস (AIDS) আক্রান্ত রোগীর সঙ্গে খেলাধুলা করলেও AIDS হয় না।
৭) এইডস আক্রান্ত রোগীর সঙ্গে আহার করলেও AIDS ছড়ায় না।
» এইডস (AIDS) প্রতিরোধে সরকার কী কী ভূমিকা গ্ৰহণ করতে পারে?
• এইডস (AIDS) প্রতিরোধে সরকারের ভূমিকা :
AIDS হলো একটি দূরারোগ্য ব্যাধি এবং এর থেকে সুস্থ হয়ে ওঠার তেমন কোনো গুরুত্বপূর্ণ ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। সুরক্ষা প্রদান হলো এই রোগ থেকে বাঁচার একমাত্র পথ। সেজন্য AIDS প্রতিরোধে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ।
১) বিভিন্ন প্রচারমাধ্যম এর সাহায্যে AIDS এর ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে ওয়াকিবহাল করতে হবে, যা সরকারের পক্ষেই সম্ভব।
২) সারা দেশব্যাপী ব্যাক্তিগত ও সমাজগত স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে।
৩) বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় স্তরে যৌনশিক্ষার মাধ্যমে AIDS প্রতিরক্ষার শিক্ষা দেওয়া প্রয়োজন। বিভিন্ন শ্রেণীর পাঠক্রমে যৌনশিক্ষা যোগ করা একান্ত প্রয়োজন।
৪) সরকারের এইডস (AIDS) সংক্রান্ত গবেষণার ওপর জোর দিতে হবে।
৫) জেলার হাসপাতাল গুলিতে AIDS রোগীর চিকিৎসার জন্য বিশেষ ওয়ার্ডের ব্যবস্থা রাখতে হবে।
৬) AIDS আক্রান্ত রোগীদের আর্থ-সামাজিক পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে।
ধন্যবাদ আপনাকে বিজ্ঞানবুক পড়ার জন্য, পড়তে থাকুন বিজ্ঞানবুক, ফলো করুন বিজ্ঞানবুক ফেসবুক, ইউটিউব -এ, শেয়ার করুন বিজ্ঞানবুকের আর্টিকেলগুলি আপনার বন্ধুদের সঙ্গে, ধন্যবাদ।।