নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো ক্রসিং ওভারের তাৎপর্য বা ক্রসিং ওভারের গুরুত্ব সম্পর্কে। এর সঙ্গে কিছু প্রশ্ন উত্তর থাকবে। তাহলে চলুন শুরু করা যাক।
ক্রসিং ওভার কি ? বা ক্রসিং ওভার কাকে বলে ? (What is Crossing Over ?)
যে পদ্ধতিতে মিয়োসিস কোষ বিভাজনের প্রোফেজ-I দশার প্যাকিটিন উপদশায় দুটি সমসংস্থ ক্রোমোজোমের ননসিস্টার ক্রোমাটিডের মধ্যে খন্ড বিনিময় হয় এবং ফলস্বরুপ জিনের পুনঃসংযুক্তি ঘটে তাকে ক্রসিং ওভার বলে।
ক্রসিং ওভারের তাৎপর্য বা ক্রসিং ওভারের গুরুত্ব (Significance of crossing over)
১) ক্রসিং ওভার এর মাধ্যমে প্রমাণিত হয় যে জিনগুলি ক্রোমোজোমে সরল রেখায় সজ্জিত থাকে।
২) একটি জিনের দুটি অ্যালিল হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে — এই তত্ত্বটিও ক্রসিং ওভার পদ্ধতির মাধ্যমে প্রমাণিত হয়।
৩) ক্রসিং ওভার পদ্ধতিতে জিনের পুনঃসংযোজন ঘটে এবং এর ফলে রিকম্বাইন্ড গ্যামেটগুলি মিলিত হয়ে অপত্যের মধ্যে নতুন জিনের প্রকাশ ঘটে। অর্থাৎ, ক্রসিং ওভার এর জন্যই জনিতৃর চারিত্রিক বৈশিষ্ট্যের থেকে অপত্যের চারিত্রিক বৈশিষ্ট্য পৃথক হয়।
৪) ক্রসিং ওভারের দ্বারা জিনের যে পুনঃসংযুক্তি ঘটে তা নতুন প্রজাতির সৃষ্টির অন্যতম প্রধান কারণ।
৫) ক্রসিং ওভার এর ফলে পরিবর্তিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব বিবর্তন এবং অভিব্যক্তির সহায়ক হয়।
৬) ক্রসিং ওভার পদ্ধতিতে শতকরা হার নির্ণয় করে জিনগুলির রৈখিক দূরত্ব বার করা যায়। এই গাণিতিক প্রক্রিয়ার সাহায্যে জিনগুলির আপেক্ষিক অবস্থান এবং দূরত্ব নির্ণয় করা যায়, একে জিন ম্যাপিং (gene mapping) বলে।
এই হলো ক্রসিং ওভারের তাৎপর্য বা ক্রসিং ওভারের গুরুত্ব। এরপর দেখে নেব কিছু প্রশ্ন উত্তর।
প্রশ্ন উত্তর
ইন্টারফারেন্স কাকে বলে ? বা ইন্টারফারেন্স কি ? (What is Interference ?)
সমসংস্থ ক্রোমোজোম এর কোনো এক স্থানে ক্রসিংওভার ঘটলে, তা কাছাকাছি জায়গায় অন্য কোনো ক্রসিংওভার হতে বাধা দেয়, এই ঘটনাকে ইন্টারফারেন্স বলে।
মাল্টিপল ক্রসিং ওভার কাকে বলে ? (What is multiple crossing over ?)
যখন হোমোলোগাস ক্রোমোজোম এর ওপর দুইয়ের অধিক জায়গায় ভাঙ্গন সৃষ্টি হয়ে, ক্রোমাটিড এর মধ্যে অংশ বিনিময় ঘটে, তখন তাকে মাল্টিপল ক্রসিং ওভার বলে।
ডবল ক্রসিং ওভার কাকে বলে ? (What is double crossing over ?)
যখন জোড় বাঁধা হোমোলোগাস ক্রোমোজোম এর উপর দুটি জায়গায় ভাঙ্গন সৃষ্টি হয়ে, ক্রোমাটিড এর মধ্যে অংশ বিনিময় ঘটে, তখন তাকে ডবল ক্রসিং ওভার বলে।
রেসিপ্রোকাল ক্রসিং ওভার কি ? (What is reciprocal crossing over ?)
দ্বি-স্থানিক ক্রসিং ওভারের ক্ষেত্রে যদি একই ননসিস্টার ক্রোমাটিড জোড়ের মধ্যে দু'জায়গায় ক্রসিং ওভার সংঘটিত হয়, তখন তাকে রেসিপ্রোকাল ক্রসিং ওভার বলে।
কম্প্লিমেন্টারি ক্রসিং ওভার কি ? (What is complementary crossing over ?)
যদি দুটি ক্রসিং ওভারের একটি একজোড়া ননসিস্টার ক্রোমাটিড এর মধ্যে ঘটে এবং অপরটি অপর জোড়া ননসিস্টার ক্রোমাটিড এর মধ্যে ঘটে তখন তাকে কম্প্লিমেন্টারি ক্রসিং ওভার বলে।
জিন ম্যাপিং কাকে বলে ? বা জিন ম্যাপিং কি ? (What is gene mapping ?)
যে গাণিতিক পদ্ধতির দ্বারা জিনগুলির আপেক্ষিক অবস্থান এবং দূরত্ব নির্ণয় করা যায় তাকে জিন ম্যাপিং বলে।
দ্বি-স্থানিক ক্রসিং ওভার কাকে বলে ? বা টু পয়েন্ট ক্রসিং ওভার কি ? (What is two point crossing over ?)
ক্রোমোজোমের উপর পাশাপাশি দুটি জিনের মাঝে একটি জায়গায় ভাঙ্গন সৃষ্টি হয়ে ক্রসিংওভার ঘটলে তাকে দ্বিস্থানিক ক্রসিং ওভার বলে।
ধন্যবাদ আপনাকে বিজ্ঞানবুক পড়ার জন্য, পড়তে থাকুন বিজ্ঞানবুক, ফলো করুন বিজ্ঞানবুক সোশ্যাল মিডিয়াতে, শেয়ার করুন বিজ্ঞানবুকের আর্টিকেলগুলি আপনার বন্ধুদের সঙ্গে, ধন্যবাদ।।