নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা জানবো জীবনের বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন উত্তর। তাহলে চলুন শুরু করা যাক।
১) জীবনের ভিত্তি কি?
উত্তর: জীবনের ভিত্তি হলো নিউক্লিক অ্যাসিড।
২) জীবের বৃদ্ধি, বিকাশ ও ক্রিয়াশীলতা কীসের উপর নির্ভরশীল?
উত্তর: জীবের বৃদ্ধি বিকাশ ও ক্রিয়াশীলতা বিপাক এর উপর নির্ভরশীল।
৩) কোন ক্ষেত্রে জীব জড় বস্তু থেকে আলাদা?
উত্তর: পরিবেশের সঙ্গে আন্তঃক্রিয়া এবং ক্রমবিবর্তনের ক্ষেত্রে জীব জড়বস্তু থেকে আলাদা।
৪) বিপাক কি?
উত্তর: বিপাক হলো শক্তির নিগর্মন এবং শক্তি লাভ।
৫) অপচিতিমূলক বিপাক হলো —
উত্তর: ভাঙ্গনমূলক বিপাক।
৬) কোথায় প্রথম জীবজ সংগঠন শুরু হয়?
উত্তর: অধঃ আণুবীক্ষণিক অণুস্তরে জীবজ সংগঠন শুরু হয়।
৭) বায়োডাইভারসিটি কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: বায়োডাইভারসিটি কথাটি সর্বপ্রথম ওয়াল্টার রসেন ব্যবহার করেন।
৮) দুটি প্রজাতির জিনগত বৈচিত্র্য বলতে কী বোঝায়?
উত্তর: দুটি প্রজাতি জিনগত বৈচিত্র্য বলতে বোঝায় ওই দুটি প্রজাতির জিনের বৈচিত্র্য।
৯) বিন্দু বৈচিত্র্য কাকে বলে?
উত্তর: কোন ক্ষুদ্রতম অঞ্চল অথবা দ্বীপের জীববৈচিত্র্যকে বিন্দু বৈচিত্র্য বলে।
১০) আলফা বৈচিত্র্য কাকে বলে?
উত্তর: কোন একটি নির্দিষ্ট ছোটো অঞ্চলের বা বাসস্থানের বা বাস্তুতন্ত্রের যে প্রজাতিগত বৈচিত্র্য দেখা যায় তাকে আলফা বৈচিত্র্য বলে।
১১) হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্তগুলি কি কি?
উত্তর: হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্তগুলি হল — i) এন্ডেমিক প্রজাতির প্রাচুর্য্যতা, ii) নিকট ভবিষ্যতে অবলুপ্ত হতে পারে এমন প্রজাতির সংখ্যা নির্ধারণ, iii) বৈচিত্র্যপূর্ণ আবাসস্থল প্রভৃতি।
১২) অটোট্রফ কাকে বলে? (What is autotroph?)
উত্তর: যে সকল জীব নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তাদের অটোট্রফ বলে। যেমন - সবুজ উদ্ভিদ।
১৩) হেটারোট্রফ কাকে বলে? (What is heterotroph?)
উত্তর: যে সকল জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল তাদের হেটেরোট্রফ বলে। যেমন - পরভোজী প্রাণী।
১৪) কোন অঞ্চলকে কখন হটস্পট বলা হয়?
উত্তর: কোন অঞ্চলকে হটস্পট বলা হয় তখনই যখন সেই অঞ্চলের বেশিরভাগ উদ্ভিদ বিপদগ্রস্ত এবং এন্ডেমিক হয়।
১৫) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কীসের উপর নির্ভরশীল?
উত্তর: বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক নিচ্, ট্রফিক গঠন, খাদ্যজাল -এর উপর নির্ভরশীল।
১৬) যে সকল দেশ জীব বৈচিত্রের সমৃদ্ধ তাদেরকে কি বলা হয়?
উত্তর: জীব বৈচিত্রে সমৃদ্ধ দেশকে মেগাডাইভারসিটি দেশ বলা হয়।
১৭) হার্বেরিয়াম কাকে বলে? (What is herbarium?)
উত্তর: যে পদ্ধতিতে বিপন্ন (Endangered) উদ্ভিদ প্রজাতির সংরক্ষণ করা হয় তাকে হারবেরিয়াম বলে।
১৮) Families of Flowering Plants বইটি কে লেখেন? (Who is the writer of Families of Flowering Plants book?)
উত্তর: হাচিনসন।
১৯) কে সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন?
উত্তর: এ.পি. ডিক্যান্ডোলে সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন।
২০) ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম কোন গ্রন্থে প্রকাশিত হয়?
উত্তর: ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম "Theories Elementaire de la Botanique" বইতে প্রকাশিত হয়।
২১) নিও-সিস্টেমেটিক শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: নিও-সিস্টেমেটিক শব্দটি সর্বপ্রথম Sir Julian Huxley ব্যবহার করেন।
২২) ট্যাক্সন কি?
উত্তর: ট্যাক্সন হল একটি ট্যাক্সোনমিক একক।
২৩) সাইটোট্যাক্সোনমি কাকে বলে?
উত্তর: ট্যাক্সোনমিতে ক্রোমোজোম সংখ্যা এবং গঠন বৈশিষ্ট্যের ব্যবহার সম্পর্কিত বিদ্যাকে সাইটোট্যাক্সোনমি বলে।
২৪) কেমোট্যাক্সোনমি কাকে বলে?
উত্তর: ট্যাক্সোনমিতে উদ্ভিদের রাসায়নিক বৈশিষ্ট্যের ব্যবহার সম্পর্কিত বিদ্যাকে কেমোট্যাক্সোনমি বলে।
২৫) ICBN এর অর্থ কি?
উত্তর: ICBN = International Code of Botanical Nomenclature ।
২৬) কোন জীবকে ICBN -এ উদ্ভিদ হিসেবে গণ্য করা হয় না?
উত্তর: ব্যাকটেরিয়াকে ICBN -এ উদ্ভিদ হিসেবে গণ্য করা হয় না।
২৭) ট্যাক্সার সজ্জারীতিকে কী বলে?
উত্তর: হায়ারার্কি বলে।
২৮) সিস্টেমেটিক শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: সিস্টেমেটিক শব্দটি সর্বপ্রথম লিনিয়াস ব্যবহার করেন।
২৯) কোন বইতে উদ্ভিদের দ্বিপদ নামকরণ বর্ণিত হয়েছে?
উত্তর: "জেনেরা প্ল্যান্টেরাম" বইতে উদ্ভিদের দ্বিপদ নামকরণ বর্ণিত হয়েছে।
৩০) কে প্রজাতি শব্দটি প্রবর্তন করেন?
উত্তর: প্রজাতি শব্দটি প্রবর্তন করেন জন রে।
৩১) এশিয়ার বৃহত্তম হার্বেরিয়াম কি?
উত্তর: এশিয়ার বৃহত্তম হার্বেরিয়াম হলো, Central National Herbarium (শিবপুর, হাওয়া) ।
৩২) কে প্রথম ত্রিপদ নামকরণ করেন?
উত্তর: ল্যামার্ক প্রথম ত্রিপদ নামকরণ করেন।
৩৩) ICZN এর অর্থ কি?
উত্তর: ICZN = International Code of Zoological Nomenclature ।
৩৪) বিজ্ঞানসম্মত নাম এর ক্ষেত্রে কোন ভাষার ব্যবহার করা হয়?
উত্তর: ল্যাটিন শব্দ ভান্ডার থেকে শব্দ নিয়ে বিজ্ঞানসম্মত নাম তৈরি করা হয়। পৃথিবীর অন্য কোন দেশীয় ভাষায় বিজ্ঞানসম্মত নাম লেখা হয় না। বিজ্ঞানসম্মত নামের গণের প্রথম ইংরেজি বড়ো অক্ষর দিয়ে শুরু হয় এবং প্রজাতির প্রথম ইংরেজি ছোট অক্ষর দিয়ে শুরু হয়, যেমন - Catla catla , Naja naja প্রভৃতি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজ্ঞানবুক পড়ার জন্য।
এভাবেই পড়তে থাকুন বিজ্ঞানবুক।
ফলো করুন বিজ্ঞানবুক ফেসবুক, টুইটারে।
এই আর্টিকেলটি আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন।
সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল থেকে আপনি পাবেন বিভিন্ন বিষয়ের উপর পডকাস্ট বা অডিওবুক। এছাড়াও আপনি আরো অনেক আপডেট পাবেন।
ফলো করুন বিজ্ঞানবুক গুগল নিউজে। একেবারে উপরের দিকে গুগল নিউজের লিংক দেওয়া আছে।
আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পড়তে থাকুন, দেখতে থাকুন বিজ্ঞানবুক।